কবিতা -"সিয়াম বাবার জন্মদিনে "🎂💐
স্বরচিত -কবিতা-
সকলকে অনাবিল শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি। আজ আবারো আমার লেখা আর একটি কবিতা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আজকের কবিতাটিও।
সিয়াম বাবার জন্মদিনের কবিতার পেছনে গল্পটা মায়ের অনুভূতির গভীরতার প্রতিফলন। একজন মা, যিনি তার সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, তার প্রতিটি ছোট-বড় আনন্দের অংশীদার। সিয়ামের এই বিশেষ দিনে, মায়ের মন ভরে যায় কৃতজ্ঞতায়, ভালোবাসায় আর গর্বে।
সিয়ামের জন্য এই কবিতাটি তার মায়ের হৃদয়ের গভীর থেকে উঠে আসা শব্দ। যখন সিয়াম ছোট ছিল, তার প্রথম হাঁটা, প্রথম কথা বলা, মায়ের কাঁধে চড়ে তার খিলখিল হাসি—এগুলোই মায়ের কাছে স্বর্গীয় মুহূর্ত। আজ সেই ছোট সিয়াম বড় হয়েছে, মায়ের গর্ব আর আশীর্বাদ হয়ে।
মায়ের চোখে, সিয়ামের জন্মদিন শুধুই আরেকটি তারিখ নয়। এটি সেই দিনের উদযাপন, যেদিন তার জীবনে নতুন আলো জ্বালল। কবিতার প্রতিটি লাইনে ফুটে উঠেছে স্নেহ, আশীর্বাদ, আর এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসার চিত্র।
এখানে মায়ের জীবনের সব পরিশ্রম আর ত্যাগও যেন সার্থক হয়ে ওঠে। কারণ, সন্তান তার জন্য শুধু দুঃখের ভার নয়, জীবনের সমস্ত সুখের উপহার। সিয়ামের জন্মদিনে এই কবিতা তাই শুধুই শব্দ নয়, এটি মায়ের মনের খোলা জানালা, যেখানে তার অনুভূতিগুলো মুক্ত পাখির মতো উড়ছে।
শুভ দিনের রোদ্দুরে হাসে প্রাণ,
তোমার জন্য গাঁথা এই সোনালী গান।
আলো ছড়ায় আকাশে তোমার আগমনে,
জন্মদিনে শুভেচ্ছা রইলো তোমার পানে।
তোমার পথ হোক মধুমাখা ফুলে ভরা,
জীবন যেন হয় সুখের নতুন ধারা।
তোমার হৃদয় জুড়ে থাক শুভ্রতার আলো,
স্বপ্নগুলো ছুঁয়ে দিক নীল আকাশের কালো।
তোমার হাসি হোক প্রজাপতির ডানায়,
জীবনের প্রতিটি দিন থাকুক সুখের বানে।
তুমি হও গর্বিত, আলোকিত দীপ্ত তারকা,
জীবনের সুরে বাজুক নতুন আনন্দের বাঁশি।
তোমার মায়ের চোখে জ্বলুক গৌরবের চাঁদ,
তোমার জন্যই সে গড়ে তুলেছে পৃথিবীর স্বাদ।
তোমার ছোট্ট বড়ো প্রতিটি হাসি,
তুলে আনে মায়ের হৃদয়ে সুখের বাতাসি।
শুভ হোক তোমার জীবনের প্রতিটি ক্ষণ,
জন্মদিনে সিয়াম বাবাকে জানাই মধুর সম্ভাষণ।
২৩ জানুয়ারি ২০২৫
সময় রাত -১১:৩০
নতুন বাজার ঢাকা
বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...
আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।
বিষয়: ক্রিয়েটিভ রাইটিং
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার কবিতার তুলনা হয় না। আপনার কবিতা গুলো সব সময় অনেক ভালো লাগে। আপনি ঠিক বলেছেন আপু সন্তান মায়ের জন্য শুধু দুঃখের ভার নয়, জীবনের সমস্ত সুখের উপহার। সিয়াম ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
প্রত্যেক পিতা-মাতা চাই তার সন্তানকে সম্মানের আসনে তুলে ধরে। পিতা-মাতা সন্তানের মর্যাদা দিতে জানলে সন্তানরা পিতা-মাতা সহ অন্যান্য মানুষের মর্যাদা দিতে জানে ও শিখে। অনেক ভালো লাগলো আপনার বাবুর জন্মদিন জেনে। আপনি সেই উপলক্ষে অনেক সুন্দর একটি কবিতা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সব সময় দোয়া করি আপনাদের এমন স্নেহময়ী বাঁধন যেন আরো গভীরতার মধ্য দিয়ে হাসি আনন্দে চলতে থাকে।
আসলে একজন মা তার সন্তানকে তার সর্বোচ্চ টুকু দিয়ে ভালো রাখার চেষ্টা করে থাকেন।আজ আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করছি তার সামনের দিন গুলো অনেক বেশি ভালো কাটবে। কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।
আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ার শুভ জন্মদিন উপলক্ষে মমতাময়ী মা হিসেবে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক বেশি ভালো লাগলো আপনার লেখা কবিতাটি পড়ে। যাহোক সিয়াম ভাইয়ার শুভ জন্মদিন উপলক্ষে তাকে জানাই শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সিয়াম ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা। সিয়াম ভাইয়ের ভবিষ্যত পথচলা সুন্দর সুগম হোক সেই কামনা করি। কবিতা টা দারুণ লিখেছেন আপু। বেশ ভালো লাগল। নিজের অনূভুতি টা দারুণ ভাবে প্রকাশ করেছেন।।