স্পেশাল তিন এইচএসসি পরীক্ষার্থীর পরিচিতি ও দোয়া প্রার্থী🤲🏻🤲🏻
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আপনারা সকলেই সবসময় সুস্থ থাকবেন। ভালো থাকবেন। এটাই আমার প্রত্যাশা।
বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে আগামীকাল 6 তারিখ থেকে সারাদেশব্যাপী এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় এ বছর আমাদের পাড়া থেকে প্রায় অনেক জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।তাছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পরিবার থেকে প্রায় তিন জন শিক্ষার্থী এবার পরীক্ষা দেবেন।যারা আমার আত্মার আত্মা। আপনের চেয়েও বেশি আপন। আজ তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং সেইসাথে আপনারা সকলেই তাদের সকলের জন্য দোয়া করবেন।তারা যেন পরীক্ষা ভালো ভাবে দিয়ে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
ওর নাম রিফাহ তামান্না। নীলফামারী সরকারি কলেজ থেকে, এইচএসসি পরীক্ষার্থী 2022।।তামান্না হচ্ছে আমার মেজ ভাইয়ের বড় মেয়ে।আমাদের সকলের অরণ্যে আদরের এবং অনেক প্রিয়।খুবই মিষ্টি মেয়ে।পড়াশুনার প্রতি তার দারুণ আগ্রহ।তামান্নার চোখে-মুখে অনেক স্বপ্ন। সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে, নিজের পায়ে দাঁড়িয়ে,, বাবা-মা সহ সকলের পাশে দাঁড়াতে চান।মহান আল্লাহ তায়ালা যেন ওর স্বপ্নগুলো পূরণ করেন।আমিন আপনারা সকলেই ওর জন্য দোয়া করবেন।
ও তাইয়্যেবা সরকার শ্যামা। নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীর 2022।শ্যামা হচ্ছে আমার বড় বোনের ছোট মেয়ে।আমাদের সকলের অনেক আদরের অনেক প্রিয়,,দুষ্টু মিষ্টি মেয়ে শ্যামা ওর চোখেমুখে ও অনেক স্বপ্ন ও বড় হয়ে অনেক কিছু করতে চায়। এবং নিজের পায়ে দাঁড়াতে চায়। সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে চায়।শ্যামা আসলে খুব শান্ত স্বভাবের।আমি মন থেকে দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন শ্যামার সকল নেক ইচ্ছে গুলো পূরণ করেন।আমিন।
ওর নাম আল হিদায়াতুল ইসলাম শিপু।নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী 2022।শিপু বেশ মেধাবী ছাত্র। ও লেখাপড়া ছাড়া তেমন কিছুই বুঝতে চায় না। সারাক্ষণ পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকে।শিপু আমাদের সকলের নয়নের মনি শিপুর চিন্তাচেতনা, ধ্যান ধারণা এবং স্বপ্নগুলো অন্যদের চেয়ে একটু ভিন্ন রকমের।ওর একেকটি কথা লাখো কথার সমান।তামান্না এবং শ্যামার চেয়ে শিপু কিছুটা ছোট, হলেও তারা একসাথে লেখাপড়া করে আসছে সেই ছোটবেলা থেকে।আপনারা সকলেই দোয়া করবেন। ওরা তিনজনেই যেন ওদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
ওদের তিনজনকে আমরা খুব বেশি ভালোবাসি।তাই একটু চিন্তা হচ্ছে।বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছে তবুও মন থেকে সব সময় দোয়া করছি আল্লাহ যেন সকল পরীক্ষার্থীর পরীক্ষা খুব ভালোভাবে দেয়ার তৌফিক দান করেন
মন দিয়ে শোনো,
শান্ত মনে সকলেই
পরীক্ষা দিও যেন।।
অনেক অনেক দোয়া করি
সকলের জন্য,,
ভালো পরীক্ষা দিয়ে সবাই
নিজেকে করো ধন্য।
তামান্না,, শ্যামা,, শিপু মোদের
প্রাণের চেয়ে প্রিয়,,
মা-বাবারা ভাল করে
পরীক্ষা গুলো দিও।।
শুভকামনা সবার তরে
সকল পরীক্ষার্থী,,
তোমাদের মত আমরাও
ছিলাম শিক্ষার্থী।।
বিস্কুট খেওনা,, মাংস খেওনা
খেয়ে যেও না শাক,,
দাঁতের কোনে লেগে থাকলে
করবে ভীষণ রাগ।
সকালবেলা উঠে আগে
বাথরুমেতে যেও,
পরীক্ষা দিতে যাওয়ার আগে
হালকা খেয়ে নিও।
হলে ঢোকার আগে তোমরা
দেখে নিও চার্ট,
লেখা শুরু করার আগে
দোয়া করো পাঠ,।
মনোবল টা দৃঢ় করে
সাহস রেখো মনে,,
মহান বিধাতা সহায় হবে
প্রতি জনে জনে,,,
🤲🏻🤲🏻 ♥|
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
মিষ্টি ও মায়ামুখি তরুণদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং দোয়া করি তারা যেন ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু। সুন্দরভাবে বাচ্চাদের জন্য শুভকামনা করেছো। সত্যি খুব ভাল লাগলো।♥♥
শুনে ভালো লাগলো যে তিন জনে একি কলেজের হতে পরীক্ষা দিবে ৷ তিন জনের জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷ তারা যেন ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট এনে দিতে পারে ৷ এমনটাই প্রত্যাশা করি ৷ তারা এই পরীক্ষার দিন গুলোতে যে সুস্থ থাকে ভালো থাকে ৷
শিপুর কালকে থেকে অনেক কাশি হচ্ছে। তার পরেও আল্লাহ তায়ালার অশেষ রহমতে, দুটো পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছে। আগামী পরীক্ষা গুলো যেন খুব ভালোভাবে দিতে পারে। এ জন্য দোয়া করবেন।অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুন্দর মন্তব্য করার জন্য।♥♥
পরিক্ষার্থী সকলের জন্য দোয়া রইল 🥀
উপর ওয়ালা তাদের সহায় হোন।
কবিতাটি জাষ্ট অসাধারণ ছিল।
সুন্দর মন্তব্য, সুন্দর গিফট, দিয়ে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥
প্রথমেই তিনজনের প্রতি রইল শুভেচ্ছা আগামী কাল থেকেই তাদের পরীক্ষা। আরে তিনজনেই একসাথেই এবার এইচএসসি পরীক্ষা দেবে। স্বপ্ন অনেক বড় তিনজনের। আশা করছি এইচএসসি রেজাল্ট যে দিন দিবে এই তিন জনের মুখে যেন সমানভাবে হাসি ফুটে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কবিতা ওদের জন্য লিখেছেন পড়ে ভালো লাগলো।
আল্লাহ তা'আলা যেন আপনার মুখের কথাটি কে কবুল করে নেন। রেজাল্টের দিন যেন আমরা তিনজনেরই মুখে হাসি দেখতে পাই। রাব্বুল আলামিনের কাছে এটাই প্রত্যাশা।♥♥
একদম ঠিক বলেছেন। এইচএসসি পরীক্ষার অনেক স্মৃতি বিজড়িত স্মৃতি আছে আমার জীবনে ও।যাক সেসব কথা। তামান্না, শ্যামা শিপু সবার পরীক্ষাই অনেক ভালো হচ্ছে।আপনার গঠনমূলক সুন্দর মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।♥♥
খুবই ভালো লাগলো আপু আপনাদের পরিবার থেকে তিনজন একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছে। আপনার ভাইয়ের মেয়ে এবং বোনের মেয়ে তার সাথে আপনার ছেলের তিনজন একসাথে পরীক্ষা দিচ্ছে ভীষণ ভালো লাগলো। ওদের জন্য দোয়া রইল যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে।
আপু আমাদের পরিবার দিকে এবার এসএসসি নয়, এইচএসসি পরীক্ষা দিচ্ছে তিনজন।আল্লাহ তায়ালার অশেষ রহমতে তিনজনেরই পরীক্ষা খুব ভালো হচ্ছে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।♥♥