"কি জাদু করেছো বলোনা" এই গানটি ডুয়েট কভার - সেলিনা সাথী ও রাব্বি আর এস।

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও অনেক ভাল আছি।

dropshadow_1658836664008.jpg


বন্ধুরা আজ আবারো আপনাদের জন্য খুব চমৎকার একটি ডুয়েট গান নিয়ে হাজির হয়েছি। শুরুতেই বলে নেই। আমি কিন্তু কোন শিল্পী নই। শুধু আমার বাংলা ব্লগের জন্য বেসুরে গলায় গান গাওয়ার চেষ্টা করছি মাত্র।বিনোদনের ছলে। গান গাইতে না পারলেও শুনতে খুব ভাল লাগে।তবে ছোটবেলায় বাবা আমাকে গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন।কিছুদিন সরগম আর ছড়া গান দুই একটা শিখার পড়ে নানা প্রতিকূলতার কারণে আর গানের স্কুলে যাওয়া হয়নি। গান শেখা হয়ে উঠেনি।তবে গান শুনতে আমার বেশ লাগে।আর আমি গান রেকর্ড করি খুব নরমাল হেডফোন দিয়ে। তবে আমি বিশ্বাস করি চর্চা চালিয়ে গেলে কোন একদিন কোন একটি গান খুব ভালো গাইতে পারব এটা আমার বিশ্বাস।
বন্ধুরা খুবই জনপ্রিয় একটি গানঃ কী যাদুকরেছ বলো না। শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপাছায়াছবিঃ আমার প্রাণের প্রিয়া কবি ও গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এর লেখা ... কি যাদু করেছো বলোনা ঘরে আর থাকাযে হলোনা. এই জনপ্রিয় গানটি কভার করেছি,,আমার বাংলা ব্লগের দুজন সাধারণ ইউজার।আমার সাথে যিনি গানটি কভার করেছেন তিনি বরাবরই ভালো গান করেন।এবং আমার বাংলা ব্লগের অনেকেই তার গান খুব পছন্দ করেন।আজ হঠাৎ মনে হল অনেকের সাথেই ডুয়েট গান করেছি। তবে, ওনার সাথে একটি করে দেখি কেমন হয়।এতদিন যাদের সাথে ডুয়েট গান করেছি তারা কেউই আমার বাংলা ব্লগের সদস্য ছিলেন না। তাই আপনাদেরকে চমক দেওয়ার জন্য আজ আমার বাংলা ব্লগের দুজন মিলেই এই গানটি কভার করেছি।আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আবারও বলে নেই এই গানটি আমার অসম্ভব প্রিয় একটি গান। যা আমার অনেক আগে থেকেই অনেক বেশি গানটি শোনা হতো। ইদানিং খুব কম শোনা হয়। তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ডুয়েট গানটি। গানটি কভার করেছি আমি সেলিনা সাথী ও আমার সাথে আমার বাংলা ব্লগ এর আরেকজন জনপ্রিয় শিল্পী রাব্বি আর এস।চলন তাহলে উপভোগ করি।

received_1001500553869606.webp


গানঃ কী যাদু করেছ বলো না

শিল্পীঃ এন্ড্রুকিশোর ও কনক চাঁপা

ছায়াছবিঃ আমার প্রাণের প্রিয়া

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান

কভারঃ সেলিনা সাথী ও রাব্বি আর এস।

ভিডিও লিংকঃ



গানের লিরিক্স


কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা.
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলনা.
ঐ চোখে চোখ রেখে, অপলক দেখে দেখে
এ জিবন কেটে যেতে পাড়ে
বলোনা অমন করে, সুখে আমি যাব মরে
তোমারী বুকে বারে বারে
ঐ চোখে চোখ রেখে, অপলক দেখে দেখে
এ জিবন কেটে যেতে পাড়ে
বলোনা অমন করে, সুখে আমি যাব মরে
তোমারী বুকে বারে বারে
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা.
ঘরে আর থাকা যে হলোনা.
ওওও অন্তরে অন্তরে শতো সাধনার পরে
দুটি মন মিলে গেছে এসে
বুঝিনা সাধনা আমি, এ জীবন হবে দামি
তোমাকেই ভালো বেসে বেসে
অন্তরে অন্তরে শতো সাধনার পরে
দুটি মন মিলে গেছে এসে
বুঝিনা সাধনা আমি, এ জীবন হবে দামি
তোমাকেই ভালো বেসে বেসে
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা.
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা.
বুঝিনি কখন আমি হয়েছি তোমার
আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর
কি যাদু করেছো বলোনা
ঘরে আর থাকা যে হলোনা



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 years ago 

আপনাদের একটু ডুয়েট কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগলো। এই গানটি হ্যাংআউটে আপনার কন্ঠে শুনেছি রাব্বির কন্ঠে ও শুনেছি ।অনেক ভালো লেগেছে। আপনারা অনেক ভালো গান। ধন্যবাদ আপু মাঝে মাঝে আপনাদের কন্ঠে এই ধরনের ডুয়েট গান শুনতে চাই।

 2 years ago 

আমাদের ডুয়েট গানটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবারও চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।♥♥

 2 years ago 

পুরো গান শুনে বেশ ভাল লাগলো । আমি কখনো এভাবে গান গায়নি আর সম্ভত এই গানটিই প্রথম শুনছি । তবে সাথী আপু আপনার কন্ঠ যেমন স্পষ্ট ছিল । রাব্বি ভাইয়েরটা মাঝে মাঝে চেপে চেপে যাচ্ছিলো এটা নেটওয়ার্কের সমস্যার জন্য কিনা ঠিক বুঝছি না ।

তবে সব মিলিয়ে চমৎকার ছিল । আমার কন্ঠে সুর নেই নতুবা আপুকে অবশ্যই দাওয়াত করতাম ডুয়েট গাওয়ার জন্য ।
ধন্যবাদ আপু । আমাদের সময় গুলো আনন্দ দায়ক করার চেষ্টা অবশ্যই ভাল ছিল ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আসলে আমি নিজেও গান গাইতে পারি না। সত্যিই শুধুমাত্র বিনোদন করার জন্যই এই প্রচেষ্টা।♥♥

 2 years ago 

গানটা শুনে ভীষণ ভালো লাগলো। দুজনের কন্ঠটা খুবই অসাধারণ। খুব মনোযোগ দিয়ে পুরো গানটি শুনেছিলাম। চমৎকার গানটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।তবে আপনার সুন্দর মন্তব্যের অনেক বেশি অনুপ্রেরণা পেলাম।♥♥

 2 years ago 

আপনাদের দুজনের গলায় মিষ্টি একটি গান শুনে অনেক ভালো লাগলো। দুজনের গলা অনেক মিষ্টি। সুন্দর এই গান গেয়ে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। দুজনের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবই মিষ্টি রোমান্টিক এই গানটি মনোযোগ সহকারে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এভাবেই সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন সব সময়। প্রত্যাশা রাখছি♥♥

 2 years ago 

ওয়াও আপু অসাধারণ ছিল। আপনারা দুজনেই খুব ভালো গায়ক এবং গায়িকা। আপনাদের দুজনের কন্ঠ সত্যি অসাধারণ। ধন্যবাদ আপু ডুয়েট গান টি মাঝে শেয়ার করার জন্য। আপনাদের পরবর্তী গানের জন্য অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপু এটা একদম ঠিক হলো না আমরা কখনই ভাল গায়ক গায়িকা নই আমরা শুধুমাত্র বিনোদন করার চেষ্টা করেছি আপুমণি।♥♥

 2 years ago 

বাহ অসাধারণ অসামান্য এককথায় চমৎকার। ডুয়েট গান কভার এর আগে আমার বাংলা ব্লগে হয়নি। আপানারাই প্রথম। আপনাদের দুজনের গানের গলা চমৎকার। অনেক সুন্দর কভার করেছেন। দুজনকেই অসংখ্য ধন্যবাদ এইরকম একটা রোমান্টিক গান উপহার দেওয়ার জন্য।।

 2 years ago 

প্রিয় ভাইয়া এর আগে আরো অনেক ডুয়েট গান আমি করেছি আমার বাংলা ব্লগে। তবে রাব্বি আর এস এর সাথে এইটেই প্রথম।। তবে সত্যিই আমি গান গাইতে পারি না। শুধু বিনোদন করার জন্যই চেষ্টা করি।ক'দিন আগেও একটি রবীন্দ্রসঙ্গীত ডুয়েট পোস্ট করেছিলাম।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।♥♥

 2 years ago 

আপু আপনাদের যৌথ কন্ঠে গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনি এত সুন্দর গান করতে পারেন এটা আমার আগে জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ যে আপনি গানটি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।

 2 years ago 

এতো চমৎকার করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু মনি।♥♥

 2 years ago 

আপনাদের তৈরি করার ডুয়েট এই গানটি আমি পুরোটা শুনলাম খুবই ভালো লাগলো আমার কাছে। আরে সব সময় আপনার গান এবং কবিতার অপেক্ষা করে থাকে কিন্তু আজকে আপনি আমাদেরকে যা শোনালেন তা শোনার পরে আমার মন ভরে গেল। আপনার সাথে সাথে রাব্বি আর এস ভাইয়া ও অনেক সুন্দর ভাবে গানটি গেয়েছেন।

 2 years ago 

পুরো গানটি মনোযোগ সহকারে শুনে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এভাবেই পাশে থাকবেন সবসময়।♥♥

 2 years ago 

আপনারা দুজনই অনেক সুন্দর গান করেন আপনাদের দুজনের গান আমার কাছে অনেক বেশি ভালো লাগে ।একত্রে এরকম গান শুনে আরো বেশি ভালো লাগলো। শুভকামনা রইল দুজনের জন্য।

 2 years ago 

আসলে প্রশংসিত হতে সকলেরই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আমাদের দুজনেরই প্রশংসা করেছেন।। এ জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

 2 years ago 

ওয়াও! গানটা শুনে ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। দুজনের কন্ঠটা খুবই অসাধারণ ছিল। খুব মনোযোগ দিয়ে পুরো গানটি শুনেছিলাম, এত ভালো লাগলো ভাষায় প্রকাশ করার মতো না। চমৎকার গানটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা অবিরাম আপনাদের জন্য।

 2 years ago 

গানটি মুগ্ধ হয়ে শুনেছেন শুনে আমার ভীষণ ভালো লাগছে। তবে আমি যদিও গান গাইতে পারি না। চেষ্টা করেছি এবং আপনার ভাল লেগেছে শুনে আনন্দিত হলাম।অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।♥♥

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.19
JST 0.033
BTC 91239.44
ETH 3087.28
USDT 1.00
SBD 2.81