꧁"আমার বাংলা ব্লগের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কিছু স্মৃতিচারণ ꧂☆
☆꧁"আমার বাংলা ব্লগের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কিছু স্মৃতিচারণ ꧂☆
সকলকে আমার বাংলা ব্লগের জন্মদিনের অনাবিল শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
বিগত বছরের জন্মদিনের কিছু স্মৃতি তুলে ধরার চেষ্টা করছি।
- দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিযোগিতায় আমার করা ডাই প্রজেক্ট।
- দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রতিযোগিতায় আমার করা ডাই প্রজেক্ট।
বন্ধুরা আমি @selinasathi1।বাংলাদেশে আমার বসবাস।। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর কিছু স্মৃতি চারণ করছি। আমি গত বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা -৩৮: শেয়ার করো তোমার ইউনিক " DIY প্রোজেক্ট"।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই চমৎকার একটি ইউনিক "বর্ষপূর্তি ব্যানার" নিয়ে হাজির হয়েছিলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটির দুই বছর পূর্তি উপলক্ষে, আয়োজিত প্রতিযোগিতা মানেই ছিল নানা রকম উচ্ছ্বাস আর উম্মাদনা। আর তাইতো আমি এই চমৎকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই অসাধারন একটি বর্ষপূর্তি ব্যানার তৈরি করার চেষ্টা করেছিলাম। আপনাদের অনেকেই খুব পছন্দ করেছিলেন ব্যানারটি।আর তাইতো এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমাদের সকলের অতি প্রিয় এবং শ্রদ্ধাভাজন @rme দাদাকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাংলা ব্লগ আমাদের সকলের একটি আবেগের নাম।একটি অনুভুতির নাম। ভালোলাগার নাম ভালোবাসার নাম। আনন্দ আর বিনোদনের নাম।
খুবই উচ্ছ্বাসিত মনে এই ডাই প্রজেক্টটি করেছিলাম। স্মৃতির পাতায় আজ দোল খাচ্ছে বারবার। সেই সোনালী অতীতের কিছু স্মৃতি জ্বলজ্বল করে চোখের সামনে ভেসে উঠছে। সেই সাথে মনে পড়ে যায়। দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আমার লেখা সেই থিম সংটির কথা। যে গানটির গীতিকার এবং সুরকার আমি নিজেই। স্মৃতি বিজড়িত সেই গানটি নিয়ে বেশকিছু ছোট ছোট গল্প আছে। অনেকের অনেক ধরনের কথোপকথন আজও মনে পড়ে যায় বারবার।
আমার খুব বেশি ইচ্ছে ছিল- গানটির গীতিকার সুরকার এবং কণ্ঠশিল্পী সবাই হবে আমার বাংলা ব্লগের। আর সে কারণে আমার বাংলা ব্লগে যারা গান করে তাদের অনেককেই আমি নক দিয়েছিলাম। সজীব রয় দাদা আমাকে সাড়া দিয়েছিলেন। কিন্তু বিশেষ কারণে তিনি আর গানটি গাইতে পারলেন না।
ঠিক সেই সময়টা আমি একটু টেনশন করছিলাম। কারণ প্রফেশনাল শিল্পীদের দিয়ে দাওয়াতে গেলে হিউজ পরিমাণ অ্যামাউন্ট চাইতো। একটি পর্যায়ে অর্থের এই রিক্সটা নিয়ে তখন প্রফেশনাল একজন শিল্পীকে দিয়ে গানটি গাইয়েছিলাম।
ভেবেছিলাম আমার বাংলা ব্লগ তো আমাদেরকে অনেক কিছুই দিচ্ছে। আর এই ব্লগের জন্য আমি যদি সামান্য এতোটুকু করতে পারি,তবে সেটা আমার জন্য হবে অনেক বড় একটি পাওয়া হবে।
যাইহোক পরিশেষে আমি গানটি করাতে পেরেছিলাম।
আর এটিও আমার একটি অর্জন বলে আমি মনে করি। তৃতীয় বছর প্রতি উপলক্ষে ও আমি এই গানটি করতে পেরে অনেক বেশি আনন্দিত। বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আগামীতে যেন আরো ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি আমার বাংলা ব্লগ পরিবারে।
মনের মাধুরী মিশিয়ে আমি এই ডাই প্রজেক্টটি করেছিলাম। যদিও আজ স্মৃতিময় অতীত।
কেন যেন এই প্রজেক্ট এর কথা আজ বার বার মনে পড়ছে। আর সে কারণেই মূলত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
- এবার আমি একটা কেক থেকে 4 পিস ব্যানারের সামনে রেখে ঘরের লাইট অফ করে মমগুলোতে আগুন জ্বালিয়ে দিব। আগুন জ্বালানোর সাথে কি অপূর্ব একটি লুক চলে এসেছে আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি ব্যানারে। এভাবে তৈরি হলো দৃষ্টিনন্দিত আমার বাংলা ব্লগ এর বর্ষপূর্তি ব্যানার।
এভাবেই তৈরি করেছিলাম দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে
ডাই প্রজেক্ট। এক বছর পর এসে আজ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে।
তো বন্ধুরা আজ আপনাদের সাথে পুরনো স্মৃতিগুলো শেয়ার করতে পেরে আরো অনেকটা ভালো লাগা কাজ করছে।
ভিডিও লিংক
বন্ধুরা ব্যানারটি বানাতে যত বেশি সময় লেগেছিল , তার চেয়ে বেশি সময় লেগেছে পোস্ট করতে গিয়ে ।
আমার আজকের এই স্মৃতি চারণ আয়োজনটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে,, তবেই আমার সার্থকতা। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে আরো বেশি উজ্জীবিত আরও বেশি প্রাণবন্ত করে তোলে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং আমার বাংলা ব্লগ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মত এখানে ই।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তৈরি করা আপনার পোস্ট অসাধারণ ছিল আপু। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি আপু সময় চলে যায় তবে স্মৃতিগুলো রয়েই যায়। আপনার পোস্ট দেখে ভালো লাগলো আপু।
ওই যে দাদা বলেনা বর্তমান এবং ভবিষ্যৎ বলে তেমন কিছু নেই। এবং চরম সত্যিটা হলো অতীত। এবং অতীত স্মৃতিগুলোই আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয়। এবং কখনো কখনো বেদনা দেয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ প্রিয় আপু। 💕
যেভাবে সুন্দর ছবির মত করে তোমার অবদানটুকু তুলে ধরলে সবার সামনে, তা অনবদ্য। আমার বাংলা ব্লগ আমাদের সবার ভালোবাসার জায়গা৷ সেখানে তোমার প্রবল অস্তিত্ব সবসময় টের পাই৷ এভাবেই সচল ও সজীব থাকুক তোমার কর্মকাণ্ড
এভাবেই সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে সব সময় পাশে থেকো প্রিয় দাদা💕