সিয়ামের বিয়ের নিমন্ত্রণ || আমার বাংলা ব্লগ পরিবার কে||~~
স্বরচিত -কবিতা-
সকলকে অনাবিল শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।
আলহামদুলিল্লাহ! পরম করুণাময় আল্লাহর অশেষ রহমত ও দয়া আমাদের পরিবারের ওপর বর্ষিত হয়েছে। জীবনধারার প্রতিটি মুহূর্তে তাঁর কৃপা আমাদের সঙ্গী হয়েছে, আর সেই অনুগ্রহেরই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে।
আমাদের পরম আদরের বড় ছেলে সিয়াম জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে যাচ্ছে। ইনশাআল্লাহ, তাঁর শুভ বিবাহ অনুষ্ঠান আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আনন্দঘন মুহূর্তে আপনাদের সান্নিধ্য আমাদের পরিবারের জন্য এক অনন্য আনন্দের উপলক্ষ হবে।
আমরা কৃতজ্ঞচিত্তে আপনাদের সকলকে আমাদের পরিবারের এই বিশেষ দিনে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ আমাদের নতুন যাত্রাকে আরও অর্থবহ করে তুলবে।
অনুষ্ঠানের তারিখ ও সময়:
গায়ে হলুদ: ১৯ ফেব্রুয়ারিবরযাত্রী:
২০ ফেব্রুয়ারি
বৌভাত: ২১ ফেব্রুয়ারি
এমন শুভক্ষণে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার চেয়ে সৌভাগ্যের আর কী হতে পারে? আপনাদের সবার ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ নিয়ে আমরা চাই, এই শুভ আয়োজন সুন্দর ও সফলভাবে সম্পন্ন হোক।
আমাদের পরিবারের এই খুশির দিনে আপনাদের সবার উপস্থিতি আমাদের জন্য এক পরম প্রাপ্তি হবে। তাই, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই— আসবেন, আনন্দ ভাগ করবেন, আমাদের দোয়া করবেন।
আসুন, একসঙ্গে আনন্দ ভাগ করি, ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করি।
আপনাদের অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছান্তে,
সেলিনা সাথী ও পরিবার
বাংলা পরিবারকে আহ্বান
তিন বছর—
তিনটি ঋতুর মতো,
কখনো রোদেলা দুপুরের উত্তাপ,
কখনো মেঘে ঢাকা বিকেলের উদাসী মন,
আবার কখনো জ্যোৎস্নার আলোয় স্নিগ্ধ, উজ্জ্বল স্বপ্নের মতো।
এই তিন বছরে আমরা একে অপরের পাশে থেকেছি,
শিখেছি, গড়েছি, একসঙ্গে এগিয়েছি।
এই বাংলা পরিবার শুধু একটি প্ল্যাটফর্ম নয়,
এটি আমার আর সিয়ামের ঘর,
যেখানে শব্দেরা বুনেছে মায়ার চাদর,
যেখানে প্রতিটি ভাবনা পেয়েছে আপন ঠিকানা।
আমরা লিখেছি, আমরা পড়েছি,
আমরা লড়েছি, আবার আমরা জিতেছি।
এখানে শুধু কনটেন্ট নয়,
ভালোবাসা লেখা হয় প্রতিটি লাইনের মাঝে।
এখানে সাফল্যের গল্পগুলো
শুধু একজনের নয়, বরং সবার,
কারণ আমরা একসঙ্গে পথ চলেছি—
একটি পরিবার হয়ে, একসঙ্গে।
এখন আমাদের জীবনের আরেকটি অধ্যায়,
আরেকটি নতুন গল্পের সূচনা।
আমার সিয়াম আজ নতুন জীবনে প্রবেশ করছে,
আর সেই আনন্দ ভাগ করে নিতে চাই
আমাদের বাংলা পরিবারের সকল সম্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটরবৃন্দের সাথে।
তাদের স্নেহ, ভালোবাসা আর দিকনির্দেশনায়
আমরা আজ এই জায়গায় দাঁড়িয়ে,
তাই এই আনন্দে তারা থাকবেন না,
এমনটি কী করে হয়?
আমন্ত্রণপত্রে লেখা থাকুক—
এই বন্ধন কখনো ছিন্ন হবে না,
এই সম্পর্ক কখনো মলিন হবে না।
তাই আসবেন,
আমাদের এই খুশির দিনে,
একসঙ্গে হাসব, আনন্দে ভাসব,
আর মনে মনে বলব—
"বাংলা পরিবার চিরন্তন!"
শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক নিমন্ত্রণ—
সেলিনা সাথী ও সিয়াম
আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।
বিষয়:
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলেছেন আপু, এই কমিউনিটিতে আমরা সবাই একটা পরিবার। সিয়াম ভাইয়ের বিয়ের দাওয়াত পেয়ে খুবই ভালো লাগলো। আশা করছি সবকিছু ঠিকঠাক ভাবে সম্পন্ন হবে। সিয়াম ভাইয়া এবং ভাবির নতুন জীবনের জন্য শুভকামনা জানাই।
সিয়াম ভাই এবং তার নতুন সঙ্গী কে শুভকামনা। আশাকরি দুজন কে আল্লাহ্ সুখী রাখবেন সবসময়। ধন্যবাদ আপু আমাদের সাথে ব্যাপার টা শেয়ার করে নেওয়ার জন্য।
সিয়াম ভাইয়ের বিয়ের দাওয়াত পেয়ে ভীষণ ভালো লাগলো। ঢাকায় অনুষ্ঠান হলে অবশ্যই যেতাম। তবুও চেষ্টা করবো যাওয়ার জন্য। যাইহোক সিয়াম ভাই এবং ভাবীর জন্য অনেক অনেক দোয়া রইলো। যাতে উনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয়। সর্বোপরি আপনার পুরো পরিবার সবসময় হাসিখুশি থাকুক,সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তোমার এই পোস্টটা এতদিন পরে চোখে এল। কি সুন্দর করেছি আমি বিয়ের আমন্ত্রণ জানিয়েছে সবাইকে। সত্যিই তো আমরা একটা বিরাট পরিবার। সবকিছু অনুকূল থাকলে নিশ্চয়ই যেতাম কিন্তু এমন একটা সময় যেখানে আমার মেয়ের পরীক্ষা আর কয়েক দিনের মধ্যেই। আর এই মুহূর্তে ভিসা নিয়ে কাঁটাতার বেরিয়ে চলে যাও খুব মুশকিল আমার পক্ষে। তাই বলে কি সিয়াম ও টুম্পার জন্য ভালোবাসা জানাবো না? অনেক অনেক ভালোবাসা রইলো ওদের জন্য। আশা করি ওদের দাম্পত্য জীবন সুখের হবে এবং ভালো থাকবে। তোমাকেও অনেক অভিনন্দন। বিয়ে বাড়ি এবং পরিবারের আনুষাঙ্গিক কাজ মিটে গেলে নিশ্চয়ই আমার ব্লগে নিয়মিত দেখতে পাবো।