💕ছোট গল্প -"প্রতিশ্রুতি"💕

in আমার বাংলা ব্লগ4 days ago (edited)

আসসালামু আলাইকুম/আদাব

💕ছোট গল্প -প্রতিশ্রুতি💕


1000014305.jpg


বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তার আগেই জেনে নিতে চাই আপনারা সবাই কেমন আছেন -? প্রত্যাশা রাখছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি

বন্ধুরা আজ আমি কোন কবিতা নিয়ে আসিনি। আজ কবিতা থেকে বাহির হয়ে এসে আপনাদের জন্য খুবই চমৎকার রোমান্টিক একটি প্রেমের গল্প নিয়ে আসলাম। আশা করছি গল্পটি আপনাদের কাছে উপভোগ্য হবে।

প্রতিশ্রুতি এমন এক অনুভূতি যা আমাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। এটি এক ধরনের অঙ্গীকার, যেখানে আমরা আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা ও যত্ন আরেকজনের সাথে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিই। প্রেমের প্রতিশ্রুতি আমাদের হৃদয়কে উজ্জীবিত করে, আমাদের সম্পর্ককে মজবুত করে এবং আমাদের জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে। প্রতিটি প্রতিশ্রুতি আমাদের মধ্যে একটি বিশেষ সংযোগ সৃষ্টি করে, যা কখনও কখনও আমাদের জীবনের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবিলা করার শক্তি জোগায়।

এমনই এক মনোমুগ্ধকর ছোট গল্প প্রতিশ্রুতি শিরোনাম নিয়ে হাজির হলাম আজ। রোমান্টিক এই প্রেমের গল্পটি আপনাদের কাছে ও অনেক বেশি ভালো লাগবে এটা আমার বিশ্বাস। কারণ এরকম অনেক গল্প আমাদের অনেকের জীবনেই আছে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত একটা গল্প লিখেছিলাম। কারণ সেই ভোর থেকে আজ বৃষ্টি হচ্ছিল। আর তাই আমার বান্ধবীর জীবনের সাথে ঘটে যাওয়া একটি গল্প আমি খুবই চমৎকার ভাবে লিখে ছিলাম। আজি প্রথম ফেসবুকে সরাসরি লিখেছি। কিন্তু লেখাটি সমাপ্ত হওয়ার আগে অর্থাৎ পোস্ট করার আগে আমার ফোনে একটি কল এসেছিল। আর কলটা রিসিভ করার পর লেখাটি আর খুঁজে পাইনি। গল্পটির জন্য যতটা কষ্ট হচ্ছিল ততটাই আফসোস। আর তাই মাথায় জেদ বসলো আজকে যে কোন একটি গল্প লিখেই ছাড়বো। শুরু করলাম আর একটি রোমান্টিক প্রেমের গল্প লিখতে। আর এখন সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করে নেব
তাহলে শুরু করছি আজকের গল্প

❤️ছোট গল্প -"প্রতিশ্রুতি"❤️


1000014308.jpg


নীলা ও রাহুলের ভালোবাসার গল্পটা যেন ছিল এক স্বপ্নের মতো। কলেজের প্রথম দিনেই তাদের দেখা হয়েছিল, তখন থেকেই শুরু হয়েছিল তাদের মিষ্টি প্রেমের কাহিনী।

নীলা সবসময়ই ছিল বই পড়ার পোকা, আর রাহুল ছিল কলেজের ফুটবল টিমের ক্যাপ্টেন। তাদের মিলনের কারণ ছিল একটাই - ভালোবাসা। রাহুলের দৃঢ় প্রত্যয় ও সাহসী মনোভাব নীলাকে সবসময়ই আকৃষ্ট করত। অন্যদিকে, নীলার কোমল মন ও বই পড়ার অভ্যাস রাহুলকে ভাবিয়ে তুলেছিল যে, এই মেয়েটাই তার জীবনের পথ প্রদর্শক হতে পারে।

একদিন, কলেজের লাইব্রেরিতে নীলা ও রাহুলের মাঝে কথাবার্তা চলছিল। রাহুল হঠাৎ নীলাকে বলল, "নীলা, তুমি জানো, আমি তোমার সাথে সারাজীবন কাটাতে চাই। তোমাকে ছাড়া আমার জীবন অর্থহীন। আমি তোমাকে ভালোবাসি।"

নীলা কিছুক্ষণ চুপ করে থেকে রাহুলের চোখের দিকে তাকিয়ে বলল, "রাহুল, আমি জানি তুমি সত্যি কথা বলছ। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু জীবনে প্রতিশ্রুতি দেওয়া সহজ নয়।"

রাহুল দৃঢ়তার সাথে বলল, "নীলা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতই বিপদ আসুক, যতই দূরত্ব থাকুক, আমি তোমাকে কখনো ছাড়বো না।" কোনোদিন ও না।

নীলা তখন এক টুকরো কাগজে লিখল, "ভালোবাসার প্রতিশ্রুতি" এবং সেই কাগজের টুকরাটি রাহুলের হাতে দিল। রাহুল সেই প্রতিশ্রুতির কাগজটি হাতে নিয়ে বলল, "এই প্রতিশ্রুতি আমি আমার হৃদয়ে ধরে রাখব।" জীবনের শেষ মুহূর্ত পযন্ত।

সেই দিন থেকে নীলা ও রাহুলের ভালোবাসা আরও গভীর হল। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল সেই প্রতিশ্রুতি সাক্ষী। তাদের ভালোবাসার গল্পটা যেন ছিল এক অমর কাহিনী, যা সময়ের সাথে সাথে আরও মধুর হয়েছে।

নীলা ও রাহুলের ভালোবাসার প্রতিশ্রুতি তাদের জীবনের প্রতিটি পর্যায়ে শক্তি ও সাহস যোগাত। সেই প্রতিশ্রুতি ছিল তাদের জীবনের এক অনন্য মূলধন, যা তাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলায় সাহস ও দৃঢ়তা যোগাত।

1000014317.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ছোট গল্প।

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 2 days ago 

বাহ৷ ভালোবাসা টিকে গেলে সত্যিই খুব ভালো লাগে। নীলা ও রাহুল যে একে অপরকে জড়িয়েই চলল সেটা আনন্দের বিষয়।

খুব নিটোল একটি ঘটনা৷ কিন্তু সাহিত্যের আঙ্গিকে আমি তোমায় ছোট্ট সাজেশন দেব, একটা গল্প তখনই মনে দাগ কেটে থাকবে যখন তার শেষে ক্লাইম্যাক্স থাকে। পাঠক পড়তে পড়তেই যদি বুঝে যায় গল্পের শেষটা কি হবে সেক্ষেত্রে গল্পের বুনন যতই টাইট হোক মনে রাখার মতো হয় না৷

এ কথা আমার নয় বন্ধু। আমিও যখন গল্প লেখার চেষ্টা করি আর গল্পকারদের পড়তে দিই তাঁরাই বলেন।

 2 days ago 

তুমি একদম ঠিক বলেছ ছোট গল্পগুলোতে অনেক বেশি আকর্ষণ থাকতে হয়।। পাঠকদের আগ্রহী করতে আরও বেশি মনোনিবেশ করার জন্য দারুন চমক থাকতে হয়। শেষটা এমন হবে যেন শেষ হয়েও হইল না শেষ।

বন্ধু হিসেবেই তুমি আমাকে সাজেশন দিতেই পারো। তবে এত চমৎকার সাজেশন দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অনেকগুলো ভালোবাসা💕

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62770.12
ETH 3467.22
USDT 1.00
SBD 2.53