🌹DIY প্রোজেক্ট- সুমন ভাইয়ের ছেলের জন্য প্রেমময় জামা🌹

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামু আলাইকুম/আদাব
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনাদের সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।

1000014792.jpg


☆꧁:: DIY প্রোজেক্ট- সুমন ভাইয়ের ছেলের জন্য প্রেমময় জামা ::. ꧂

DIY প্রোজেক্ট- প্রেমময় জামা


1000014786.jpg

বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে, আজকে নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আমার এই নতুন প্রজেক্টটি আপনাদের কাছে ভালো লাগবে। রবিবারের আড্ডায়
জীবনের গল্পে বলেছিলাম যে আমি দর্জি বিজ্ঞানের কাজ জানি।

ব্লক,বাটিক, হ্যান্ড প্রিন্ট, কারচুপি, অ্যাম্বুস প্রিন্ট ইত্যাদি হাতের কাজগুলো একসময় খুব করতাম। হঠাৎ করে কালকে একটি টেইলার্সে গিয়েছিলাম। সেখানে অনেকগুলো টুকরো কাপড় দেখে মনে হল ছোট বাচ্চাদের একটি জামা বানানো যায়। ওই টেইলার্স আমাদের খুব পরিচিত। একেবারে পারিবারিক সম্পর্কের মত। আমি কোন কাজ করতে চাইলে না করেন না কখনো। যেই ভাবা সেই কাজ শুরু করলাম একটি ছোট জামা বানানোর কাজ। তবে জামা বানাতে গিয়ে শুরুর দিকটা একটু হিমশিম খেলাম। ছেলেদের জামা বানাবো, নাকি মেয়েদের জামা বানাবো। যখন দেখলাম হাতের সময় কম, তখন ঝটপট করে সিদ্ধান্ত নিলাম ছেলেদের জামাটাই বানাই। যেই ভাবা সেই কাজ। তবে হ্যাংআউটে যখন শুনলাম সুমন ভাইয়ের ছেলে হয়েছে, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম এটি আমাদের নতুন বাবুর জন্য, আমার নিজের হাতে তৈরি করা। হয়তো আরো কয়েকটি বানিয়ে এরপর পাঠিয়ে দেবো। ফুপু বলে কথা

চলুন তবে জামাটা কিভাবে তৈরি করলাম, সেই প্রক্রিয়াটা দেখে আসি:-
সাথী টেইলার্স

1000014815.jpg


প্রয়োজনীয় উপকরন

1000014778.jpg

1000014779.jpg


  • দুই রংয়ের কাপড়
  • কচি
  • স্কেল
  • গজ ফিতা
  • চক
  • বোতাম
  • সেলাই মেশিন

siam 2.png

১ম ধাপ
প্রথমে একটি টুকরা কাপড়কে দুই ভাঁজ করে, এরপরে স্কেল এবং গজ ফিতা দিয়ে মেপে ড্রয়িংটা করে নিলাম।

1000014726.jpg

1000014722.jpg

দ্বিতীয় ধাপ
এবার একে একে সামনের পার্ট এবং পিছনের পাট কেটে নিলাম। এরপরে মাপ মতো হাতা গুলো কেটে নিলাম।

1000014738.jpg

1000014732.jpg

1000014729.jpg

1000014734.jpg

siam 2.png

তৃতীয় ধাপ
এবার জামাটিতে পাইপিং লাগানোর জন্য আলাদা রঙের কাপড় কেটে নিলাম। এবং সেলাই করার জন্য মেশিনে বসলাম।

1000014814.jpg

1000014810.jpg

siam 2.png

চতুর্থ ধাপ
এবার প্রথমে পাইপিং এর কাপড় টাকে জয়েন সেলাই দিব। এর পরে এক এক করে সবগুলো পার্ট সেলাই করে নেব। এবং ছোট্ট একটি পকেট ও তৈরি করে সেলাই করে নেব। এতে করে যার জন্য জামাটা বানাচ্ছি,সেজন্য পকেটে টাকা করি রাখতে পারে।

1000014765.jpg

1000014771.jpg

1000014763.jpg

1000014789.jpg

1000014790.jpg

siam 2.png

পঞ্চম ধাপ
এবার হাতা গুলো সেলাই করে নেব। বোতাম ঘর তৈরি করব এবং বোতাম গুলো লাগিয়ে নেব।

1000014780.jpg

1000014815.jpg

siam 2.png

ষষ্ঠ ধাপ
মোটামুটি তৈরি হয়ে গেল আমার ছোট্ট শিশুদের জন্য একটি জামা। এই জামাটি এক বছরের বাচ্চা পড়তে পারবে। এবার জামাটি ইস্ত্রি করে ভাঁজ করে নিলাম।

1000014786.jpg

1000014792.jpg

siam 2.png

ফাইনাল আউটপুট

1000014792.jpg

1000014793.jpg

আশা রাখছি আমার আজকের আয়োজনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আগামীতে আরো সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সব সময় টাটা।


siam 2.png

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা।আমার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করি। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই- সাথীর শত কবিতা,অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি' অবরিত নীল সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনয়ন পেয়েছি। এছাড়াও ,ওপার বাংলা বঙ্গবন্ধু রিসার্চ এন্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশ। কবিগুরু স্মারক সম্মান ২০২৪ অর্জন করেছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ডাই প্রজেক্ট।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এ

Sort:  
 6 months ago 

সুমন ভাইয়ার ছেলের জন্য অনেক সুন্দর করে একটা ছোট্ট জামা বানিয়েছেন আপু। অনেক আনন্দ লেগেছিল যখন সুমন ভাইয়ার ছেলের কথাটা শুনেছিলাম। ছোট্ট বাবু জামাটা পড়লে আরো কিউট লাগবে। এরকম ফুপ্পি থাকলে আর কি লাগে। অনেক যত্ন করে জামাটা তৈরি করেছেন দেখেই বুঝতে পারছি। আপু আপনি সব বিষয়ে অনেক বেশি দক্ষ। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি আপনার এরকম সুন্দর সুন্দর হাতের কাজগুলো সব সময় দেখবো আমরা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

প্রথমেই আপু ধন্যবাদ আপনাকে এমন করে সকলকে পথ দেখানোর জন্য। তারপর বলছি একাধারে কবি, গায়িকা, রচিয়তা, টেইলারিং সহ আরও অনেক অজানা গুনের অধিকারী আপনি। সবচেয়ে বড় কথা হলো আপনি একজন মমতাময়ী মা। কিন্তু এত সব কি করে করেন আপু। দারুন ছিল ফু- খা এর ড্রেস টি। আরে বুঝলেন না? সুমন ভাইয়ের পক্ষ থেকে ফুপ্লি আর ঐশি আপুর পক্ষ হতে খালা। হি হি হি

 6 months ago 

অনেক কিছুই পারি না আপু কিছু কিছু কাজ করতে পারি। আর ফুপি হওয়ার আনন্দ সত্যিই অন্যরকম।
💞

 6 months ago 

দারুণ চমৎকার কিছু উপস্থাপন করেছেন আপু, বেশ সুন্দর হয়েছে। আপনি দেখছি অলরাউন্ডার ফুপি আমাদের মুহাম্মদ ইয়াফির।

 6 months ago 

অলরাউন্ডার আর কই হতে পারলাম ভাইয়া। তবে ফুপি হওয়ার আনন্দটা সত্যি অন্যরকম এক অনুভূতি। 💞

 6 months ago 

সুমন ভাইয়ের ছেলের জন্য প্রেমময় জামা দেখতে সুন্দর হয়েছে। আসলে আপু আপনি সব বিষয়ে দক্ষ, আপনি সকল কিছুই দেখি সমানভাবেই চালিয়ে যেতে পারেন। যাই হোক এই জামাটা আমার খুবই ভালো লেগেছে, আর সুমন ভাইয়ের ছেলে পড়লে আরো বেশি ভালো লাগবে।

 6 months ago 

এই মুহূর্তে বাবুর গায়ে ওই জামাটি অনেক বড় হবে।
তবে দেখি আর কয়েকটা ছোট ছোট করে বানিয়ে পাঠিয়ে দেবো। 💞

 6 months ago 

সুমন ভাইয়ের ছেলের জন্য প্রেমময় জামা দেখে অনেক ভালো লাগলো। আসলেই আপু আপনাকে যতই দেখছি অতই অবাক হচ্ছি। সব দিকেই আপনার অনেক দক্ষতা।বেশ দারুন ভাবে জামাটি বানিয়েছেন এবং সুন্দর করে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ প্রিয় আপু আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন।

 6 months ago 

আপু আপনি সব দিক দিয়েই সেরা অলরাউন্ডার বটে।সুমন ভায়ের ছেলের জন্য পরম যত্নে আপনি দারুন একটি জামা তৈরি করেছেন।খুবই সুন্দর লাগছে আপনার করা ডিজাইন টা। শুভ কামনা রইলো আপনার জন্য।

 6 months ago 

একেই বলে ভালোবাসা 😍
ফুপ্পিদের গিফট নিয়ে বাবু একটা পোস্ট করবে ৭ দিন পর। 🥳🥳
আমি কৃতজ্ঞ আপু 💞💞💞

 6 months ago 

বাবুর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকলো ভাইয়া। আপনার বাবুর কথা শুনে সত্যিই আনন্দে ভরে উঠেছিল বুকটা। ইচ্ছে করছিল বাবুর বাবা মাকেও মিষ্টি খাওয়াতে। 💞

 6 months ago 

ইনশাআল্লাহ একদিন হবে আপু। 💞😍

 6 months ago 

অনেক বেশী সুন্দর হয়েছে আপু, সুমন ভাইয়ার ছেলের জন্য তৈরি করা প্রেমময় এই জামাটা। অনেক সুন্দর করে আপনি যত্ন করে নিজের হাতে জামাটা তৈরি করেছেন। এই বিষয়টা সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার ভেতর অনেক বেশি দক্ষতা রয়েছে। আপনার সেলাইয়ের কাজ দেখে ভালো লাগলো। বাবুকেও দেখতে ভালো লাগবে যদি জামাটা তাকে পড়ানো হয়। ধন্যবাদ এই কিউট জামাটা তৈরি করার পদ্ধতি শেয়ার করার জন্য।

 6 months ago 

নতুন অতিথির জন্য খুব সুন্দর জামা তৈরি করেছেন দেখছি। আসলেই তো ফুপু বলে কথা এরকম উপহার না দিলে তো চলেই না। আপনার সত্যিই অনেক ট্যালেন্ট রয়েছে। অনেক ধরনের কাজ জানেন আপনি। বেশ ভালো লাগলো জামা তৈরির প্রত্যেকটা ধাপ দেখে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.039
BTC 95803.39
ETH 3334.91
USDT 1.00
SBD 3.31