ৃ꧁সাথী কাব্যে কমেডি ছড়া ✍🏻> "রে রে রে" :꧂
একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা সবাইকে।আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি।আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
꧁সাথী কাব্যে কমেডি ছড়া ✍🏻> "রে রে রে" :꧂
নীলেই বাস করি
কমেডিয়ান ছড়ার সাথে
হাসির ছড়াছড়ি।
আহা মরি মরি,,,,, 🥀
বন্ধুরা আজ মজার ছলে একটি ব্যতিক্রম আয়োজন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ছড়া পড়তে কার না ভালো লাগে বলুন? ছোটবেলায় সেই যে মজার মজার ছড়াগুলো পড়েছিলাম, তা আজও মুখস্ত রয়েছে মন ও মস্তিষ্কে।কারণ ছোটবেলার সেই ছড়াগুলোতে ছিল মজার মজার বিনোদন। আর তাইতো আমরা অনেক মজা করে পড়েছিলাম।যা আজও মনে আছে। শিশুতোষ ছড়া লিখেছি অনেক।এবং সেগুলো অনেক আগের লেখা।আজ দুপুর বেলা হঠাৎ ইচ্ছে হল, একটি কমেডি ছড়া লিখি।এবং সেই ভাবনা থেকে উদয় হলো মজার একটি ছড়া।
এই কমেডি ছড়াটি লিখেছি মূলত বড়দের জন্য। বিনোদন স্বরূপ। ছড়াটি পড়ার সময় অনেকের কাছে অনেক কথাই কমন পড়তে পারে, তবে এটা ঠিক এই ছড়াটি কারো জীবন থেকে লেখা নয়। তবুও একটা চমৎকার অনুভূতি অনুভূত হবে সকলের হৃদয়ে।ছন্দের তালে তালে ছড়াটি পাঠ করলে খুবই চমৎকার শোনাবে। মূলত আবৃত্তির ভঙ্গিমা লাগবে ঠিক সেই রকম। ছড়াটি যেন চমৎকারভাবে আবৃত্তি করা যায় ঠিক সেই রকমই ছন্দে মাত্রা ঠিক রেখে লেখা হয়েছে।
আশা করছি সকলের কাছে ভালো লাগবে।।ছড়াটির শিরোনাম হল রে রে রে। কি মজার একটি শিরোনাম তাই না। হুম, একটু মজা দিয়েই শুরু করলাম এই আর কি। এটাও এক ধরনের চমক বলতে পারেন। সূচনায় চমক থাকলে বর্ণনাও ভালো লাগে। আর তাইতো আজকের এই ব্যতিক্রম আয়োজন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের কমেডিয়ান ছড়া।
꧁সাথী কাব্যে কমেডি ছড়া ✍🏻> "রে রে রে" :꧂
"রে রে রে "
🥀সেলিনা সাথী🥀
ভাল লাগে না আহারে
বলবো আমি কাহারে!
সবাই আছে বাহারে
বুঝেনা কেউ আমারে।
কাটছে সময় আঁধারে,
যাই না কোন মাজারে
পাই না মজা খাবারে,
মনে কত আশারে।
ভাবছি নদীর কিনারে
বসে মনের মিনারে
দাওনা এনে "দীনারে"
সে যে হল চীনারে।
মেরোনা কেউ আমারে
চাই যে ভালোবাসারে
ভালোবাসি যাহারে
করব বিয়ে তাহারে।
রে রে রে, রে রে রে
......................................
০৮ অক্টোবর ২০২৩
সময় দুপুর ১২:৩০
কবিতা কুটির, নীলফামারী।।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
বিষয়: স্বরচিত কমেডি ছড়া
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
কবিতায় যে আপনি খুবই পারদর্শী তা আবারো আপনি প্রমাণ করলেন। হঠাৎ কমেডি কবিতা লেখার ইচ্ছা হল আর অমনিতেই আপনি কবিতা লিখে ফেললেন। এই কবিতাটি আপনি দুপুরবেলার দিকে লিখেছেন। আপনার কবিতাটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি আপু কমেডি কবিতা পড়ে বেশ হাসি পেয়েছিল। তবে খুব মজা নিয়ে আপনার এই কবিতাটি পড়েছি ধন্যবাদ শেয়ার করার জন্য।
এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় ভাইয়া♥♥
মজার একটি কমেডি ছড়া লিখেছেন আপু। পড়ে বেশ মজা পেলাম। চীন থেকে ঘুরে এসে ছড়াতেও চীন ঢুকিয়ে দিলেন । বেশ লিখেছেন আপু। একদিন আবৃত্তি করবে হ্যাং আউটে। তাহলেই ছড়াটির মধুরতা বোঝা যাবে।ধন্যবাদ আপু।
নিশ্চয়ই আপু কোন এক হ্যাংআউটে এই ছড়াটি খুবই চমৎকার করে আবৃত্তি করে শোনাবো।মনোমুগ্ধকর এই পরিবেশনা কিন্তু যেকোনো হ্যাংআউট হতে পারে। ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।♥♥
অতি চমৎকার ছিল আপনার আজকের এই কবিতা আমি তো আবৃত্তি করে মুগ্ধ। একাধিকবার আবৃত্তি করার ইচ্ছে হলো আর আনন্দ পেলাম সেই সাথে। আমারও ইচ্ছে জাগে এমন সুন্দর সুন্দর কবিতা রচনা করি কিন্তু প্রেম-ভালোবাসা অথবা বিরহের কবিতার মাঝেই যেন হারিয়ে থাকি। যাইহোক নতুন কোন কবিতা লেখার অনুপ্রেরণা পেলাম।
কাউকে নতুন কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।♥♥
কমেডির ছলে হলেও খুব চমৎকার একটা কবিতা ছিল, আসলেই তো বলব কথা কাহারে, কবিতাটা একদিন আপনার কন্ঠে আবৃত্তি শুনতে চাই।
নিশ্চয়ই কোনো একদিন কোনো এক হ্যাংআউটে এই কবিতাটি আবৃত্তি করে শোনাবো।♥♥