আজকাল স্টুডেন্টদের সাথে শিক্ষকদের সম্পর্ক অনেক বন্ধু সুলভ। যা আগে কল্পনা করা যেতো না। শিক্ষক মানেই ভয়ের ছিল। তবে এখনও অনেক শিক্ষক আছেন যাদের দেখলে কেবল ভয়ই লাগে। তবে এমন অনেক শিক্ষক আছেন যারা বেশ ভালো । যাদের শিক্ষক হিসাবে পেতে স্টুডেন্টরা বেশ পছন্দ করেন। আপনারা আপনাদের পছন্দের স্যার সাথে কাটানো আনন্দময় মুহূর্তের অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো আপু। মুহূর্তগুলোর অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সব শিক্ষক এমন হলেই হতো।