একা একা বাসায় থাকাটা আসলেই খুব কস্টকর। প্রচুর কাজ থাকলেও মাঝে মাঝে বেশ বোর লাগে। সেই বোরনেস কাটানোর জন্য কাজিনকে নিয়ে ভালই খাওয়া দাওয়া করলেন।শেষে হার্ট শেপের কেক নিয়ে বাসায় ফিরলেন। হার্ট শেপের কেক খাওয়ার লোক বানিয়ে নিলেই হয় আপু তাহলে আর আফসোস থাকবে না। হাহাহা।