বেশ সুন্দর এঁকেছে আপনার বড় মেয়ে বর্ষা। ভ্যান গঘের বিখ্যাত শিল্প স্টারি নাইট। যা কখনই নিখুঁতভাবে আঁকা সম্ভব নয়, তবে আপনার মেয়ের চেস্টা বেশ ভালো হয়েছে। আর শ্যমসুন্দর ভাইকেও মডেল হিসাবে বেশ ভালো লাগছে টি শার্টটি পরাতে। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভ কামনা।
জ্বি আপু এটা ওর ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। দোয়া করবেন যাতে আগামীতে আরও অনেক ভালো কিছু করতে পারে।হ্যাঁ শ্যামসুন্দরকে সত্যিই অনেক ভালো লাগছে,ধন্যবাদ আপু।