ঠিক তাই মেট্রোরেল সময় বাঁচিয়েছে ঠিকই কিন্তু টিকেট কাটতে যে সময় যায় তা খুব একটা কম না। এখনতো দেখছি ৫লক্ষ টিকেট এর মধ্যে ২ লক্ষ টিকেটই মানুষ নিয়ে গেছে। ফলে এখন টিকেট পেতে আরও বেশি সময় লাগছে। কবে যে আমরা সভ্য হবো তাই ভাবি। আমাদের সংগ্রহশালায় টিকেটও বাদ যায় না। তবে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে আপনার মেট্রোরেল জার্নিতে।
আসলে অনেক মানুষ বোধ হয় জানতোই না যে সেই টিকিট ফেরত দিতে হবে। আরো বেশি অবাক লাগে যে টিকিট ফেরত না দিলে মানুষ গুলো বের হয়েছে কিভাবে! কারণ একজন একজন করে টিকিট জমা দিয়েই তো বের হতে হয়!! কি ম্যাজিক কে জানে!