You are viewing a single comment's thread from:
RE: কোলকাতার কালী পুজো - পর্ব ১৩
প্রত্নতত্ত্ব নিদর্শন মানেই এক একটি আমাদের আদি সভ্যতার ইতিহাস। আপনার লেখে পড়ে সিন্ধু সভ্যতা,মানুষের বিবর্তন, হিন্দু র আগমন ও মহেঞ্জোদারো সম্পর্কে জানতে পারলাম। আপনি যে মন্ডপের ছবি শেয়ার করেছেন, তা শুধু মন্ডপ নয়, এক খন্ড ইতিহাসের সমাহার। তাছাড়া রিপ্লিকা ছবি গুলো শোলা ও কাপড় দিয়ে তৈরি। তা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রতিটি ছবিই শিল্পমান সম্পন্ন। ছবি গুলোর ফটোগ্রাফিও হয়েছে একেবারে নিখুত।কোলকাতার কালী পুজো - পর্ব ১৩ শিরোনামে পোস্ট দিয়ে, অসাধারণ ঐতিহাসিক নিদর্শন গুলো, আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।