নিমপাতার গুণাগুন জানি কিন্তু বড়ই আর পেয়ারাপাতার এত গুণাগুন আছে জানা ছিলনা। তিন পাতার সংমিশ্রণে যে ভেষজ ঔধদ তৈরি করেছেন, তা অনেকের কাজে দিবে।কারণ ডায়াবেটিক আর এলার্জির উপকার হয় বলেছেন।এলার্জি তো কমবেশি সবারই আছে। একবার ট্রাই করে দেখতে হবে আপনার ভেষজ টোটকা। একটি দরকারি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
বড়ই পাতার গুনাগুন আসলে অনেক বেশি ।কেননা মৃত ব্যক্তিকে গরম পানির সাথে বড়ই পাতা দিয়ে গোসল করানো হয়।যাতে করে শরীরের জীবাণু ধ্বংস হয়ে যায়। এতেই বোঝা যায় বড়ই পাতায় জীবনু ধ্বংসের জন্য কতটা কার্যকরী।