গাছ আমাদের পরম বন্ধু- এর চেয়ে সত্য আর হয়না। আর সেই পরম বন্ধুকে যেনে না যেনে হত্যা করে চলেছি প্রতিদিন।গাছ শুধু অক্সিজেন আর খাদ্য দিয়ে আমাদের বাচিয়ে রেখেছে তা নয় ,পরিবেশ-প্রতিবেশ রক্ষার ভূমিকা অনন্যা। বড় উদাহরণ সুন্দরবন বুক চেতিয়ে ঘূর্ণিঝড় আইলা থেকে আমাদের রক্ষা করেছিল। আপনি ঠিক বলেছেন,গাছ কাটার ফলে আমাদের পৃথিবীতে উষ্ণায়ন, খরা, বন্যা, বায়ু দূষণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হচ্ছে। আসুন গাছ লাগাই পরিবেশ বাচাই। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
আসলে আপু গাছ কিন্তু স্বার্থহীন বন্ধু। যারা শুধু আমাদের দিয়েই যায়। এর বিনিময়ে কিছুই নেয় না।