একটি জনগুরুত্বপূর্ণ -সচেতনতা মূলক পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমাদের পৃথিবীকে আমরাই ধবংস করছি।নদী-নালা,-গাছ-পালা,বন- জঙ্গল দিন দিন উজার করছি। পৃথিবীর ভারসাম্য নষ্ট করে ফেলেছি।তাইতো উষ্ণায়ন।উষ্ণায়নের কারুন দারুণ সহজ করে বর্ণনা করেছেন। অনেক ভাল লেগেছে আমার। শুভ কামনা আপনার জন্য।
আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে।