হতাশাগ্রস্থ যখন চরম পর্যায়ে চলে যায় তখনই মানুষ আত্মহত্যার মত চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কিন্তু ভাই তার হতাশা থেকে বের হওয়ার জন্য কাউন্সেলিং নিতে পারতেন । কিন্তু আমাদের অনেক কিছুই মনে হতে পারে। কিন্তু কনক ভাই কেন যে , এ পথ বেছে নিলেন কেবল তিনিই জানেন। তার পরিবার যেন এ শোক সইতে পারে এ কামনা করি।
আসলে কাউন্সেলিং করে ছিল কি না, তা আমি বলতে পারবো না আপু। গতকাল সংবাদ টা শুনেছি এবং বেশ ব্যথিত হয়েছি।