আপনার মেয়ে সুন্দর গান করে। স্কুলে গানের ক্লাসে প্রশিক্ষকের ভূমিকা পালন করছে ,যেনে ভাল লাগলো দিদি।আরো ভাল লাগলো স্কুলের ইংলিশ টিচারের মেয়েকেও গান শেখাচ্ছে। আপনার মেয়ের মাধ্যেমে প্রত্যাশা ও প্রাপ্তি শুরু হয়ে গেছে। শুধু খেয়াল রাখবেন সামনে যেহেতু গুরুত্বপূর্ণ পরীক্ষা তার প্রস্ততির যেন ঘাটতি না থাকে। আপনার মেয়ে ও আপনার জন্য শুভ কামনা।
জ্বি আপু সামনে ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি,যাতে করে ভালো কিছু করে।কিছু ম্যাডামের কথা ফেলতে না পারার জন্যই বাধ্য হয়ে দিতে হলো। দোয়া করবেন আপু। ধন্যবাদ।