কোন মানুষই ১০০% সঠিক নয়। সকলেই ভুল করে। কিন্তু কোন কোন মানুষ সে ভুলটাকে স্বীকার করে না। আবার ভুল ধরিয়ে দিলে সুধরেও নেয় না। যারা ভুল সুধরে নেয় তারা সামনের দিকে এগিয়ে যায়। তা যাই হোক সকলের উচিত ভুল সুধরে নিয়ে এগিয়ে যাওয়া। আনেক ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য।
একদম তাই,আর কোয়ালিটিগুলোই আমাদের নিজের দিকে নামিয়ে দেয়।