ডাই পোস্টঃ ডিজাইনার গিফট বক্স তৈরি।

in আমার বাংলা ব্লগ5 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৩শে মাঘ শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

di4.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি একটি ডিজাইনার গিফট বক্স তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।বিভিন্ন দিবসে প্রিয় জনকে উপহার দিতে আমরা এ ধরনের ডিজাইনার বক্স নিজেই তৈরি করতে পারি।য়ার নিজের হাতে বানানো কোন জিনিস প্রিয় জনকে উপহার দিতে কম বেশি সবাই পছন্দ করে। আর এ ধরনের গিফট বক্স দেখতেও বেশ সুন্দর লাগে।বানানোর পর গিফট বক্সটি দেখতে বেশ সুন্দর লাগছিল। আর ফিতা দিয়ে বেঁধে দেয়ার পর এই বক্সটি দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো।আর এই গিফট বক্সটি বানাতে আমি ব্যবহার করেছি রঙ্গিন কাগজ ও ফিতা সহ আরও কিছু উপকরণ।যা সবিস্তারে নিম্নে প্রদত্ত করা হয়েছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই বন্ধুরা কিভাবে বানিয়ে নিলাম ডিজাইনার গিফট বক্সটি।আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

di14.jpg

di6.jpg

১।রঙ্গিন কাগজ
২।পেন্সিল
৩।পেন্সিল কম্পাস
৪।ফিতা
৫।কাঁচি
৬।স্কেল

গিফট বক্স তৈরির ধাপ সমূহ

ধাপ-১

di13.jpg

প্রথমে কাগজের এক পাশে একটি বৃত্ত এঁকে নিয়েছি পেন্সিল কম্পাস দিয়ে।

ধাপ-২

di12.jpg

এবার স্কেল দিয়ে বৃত্তটিকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি।

ধাপ-৩

di11.jpg

বৃত্তের এক অংশের সাথে আরেকটি বৃত্ত এঁকে নিলাম পেন্সিল কম্পাস দিয়ে।

ধাপ-৫

di10.jpg

আঁকা দ্বিতীয় বৃত্তটিকে স্কেল দিয়ে চার ভাগ করে নিলাম।

ধাপ-৬

di9.jpg

এবার আঁকা বৃত্তগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম।

ধাপ-৭

di1.jpg

di8.jpg

di2.jpg

অর্ধবৃত্ত করে আঁকা দাগে দাগে ভাঁজ করে নিয়ে বানিয়ে নিলাম গিফট বক্সটি। সবশেষে একটি ফিতা দিয়ে বক্সটি বেঁধে নিলাম। যাতে দেখতে সুন্দর লাগে।

উপস্থাপন

di3.jpg

di5.jpg

আশাকরি রঙ্গিন কাগজ দিয়ে বানানো ডিজাইনার গিফট বক্সটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৬ইফেব্রুয়ারি, ২০২৫ ইং
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 5 days ago 

আপু আপনি বেশ চমৎকার ডিজাইনার গিফট বক্স তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর হয়েছে। এইভাবে গিফট বক্স তৈরি করে গিফট করলে সবাই অনেক খুশি হবে ‌।আপনার পোস্ট দেখে আমিও বানাতে পারবো ‌। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 5 days ago 

Daily task

dt1.png

dt2.png

 5 days ago 

অনেক সুন্দর করে আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে একটা ডিজাইনার গিফট বক্স তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি করা এই গিফট বক্স দেখতে অনেক সুন্দর লেগেছে। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। এরকম ভাবে কাউকে গিফট দিলে কিন্তু অনেক খুশি হবে।

 5 days ago 

বাহ আপনি খুব সুন্দর ডিজাইন করে তৈরি করলেন ডিজাইন বক্স। এই ধরনের বক্সের মধ্যে দিয়ে গিফট দিলে খুবই ভালো লাগে দেখতে সুন্দর জায়গায়। তবে যাদেরকে দেওয়া হয় সেই অনেক বেশি খুশি হয়। রঙিন কাগজ দিয়ে তো সুন্দর কিছু করা যায় যা দেখে বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় আপু ।কালার পেপার দিয়ে আপনি অনেক সুন্দরভাবে গিফট বক্স তৈরি করেছেন। যেটি দেখতে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 5 days ago 

আপনি অনেক সুন্দর করে ডিজাইনার গিফট বক্স তৈরি করেছেন। এমন চমৎকার গিফট বক্স দেখে ভালো লাগলো। ভিন্ন ধরনের পোস্টগুলো আমি দেখে মুগ্ধ হই এবং নতুন নতুন পোস্ট তৈরি করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ঠিক তেমনি একটা ভালো লাগার পোস্ট দেখতে পারলাম।

 5 days ago 

বাহ্ আপু আপনিতো রঙিন কাগজ দিয়ে চমৎকার গিফট বক্স তৈরি করেছেন। আপনার পোস্টগুলো আমার কাছে সব সময় খুবই ইউনিক লাগে । তৈরি করা গিফট বক্সটি দেখতে একেবারে ইউনিক এবং চমৎকার লাগছে। কত সুন্দর ভাবে কাগজ কেটে আপনি বক্সটি তৈরি করলেন। বক্স তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। দেখে খুব ভালো লাগলো আপু।

 5 days ago 

আপু, আপনার তৈরি গিফট বক্স সত্যিই দারুণ হয়েছে।এত সুন্দর ডিজাইন করা, দেখে মনে হচ্ছে সত্যিই ভালোবাসা দিয়ে তৈরি। এই ধরনের গিফট বক্স দিয়ে উপহার দিলে সত্যিই অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে। আপনার পোস্টটি দেখে মনে হচ্ছে আমিও খুব সহজেই এমন একটি বক্স বানিয়ে প্রিয়জনদের দিতে পারব। আপনাকে ধন্যবাদ, এত সুন্দর এবং অনুপ্রেরণামূলক একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 days ago 

অসাধারণ আপু, আপনার ডিজাইনার গিফট বক্স তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। বেশ সুন্দর করে ডিজাইনার গিফট বক্স তৈরি করেছেন। ডাই পোস্ট টি আপনার মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ডাই পোস্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 95241.06
ETH 2595.95
USDT 1.00
SBD 2.23