ডাই প্রজেক্টঃ ক্লে দিয়ে বাগানবিলাস ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।
বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ কি পোস্ট করবো যখন ভাবছি তখন হঠাৎ চোখ পরলো পাশের বাড়ির ছাঁদ বাগানে, দেখতে পেলাম অনেক ধরনের ফুল ফুল ফুটেছে।তার মধ্যে বাগান বিলাস ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো। বাগান বিলাস ফুল দেখেই ঠিক করে নিলাম আজ ক্লে দিয়ে বাগান বিলাস ফুল বানানো। বাগান বিলাসের থোকা বানানোর ইচ্ছে ছিল কিন্তু পর্যাপ্ত ক্লে না থাকায় একটি ফুল বানালাম। ভাবছিলাম ঠিকভাবে বানাতে পারবো কিনা। শেষ করার পর মনে হলো খুব একটা খারাপ বানায়নি । বেশ ভালো লাগছে দেখতে। ফুলটি কিভাবে বানিয়েছি, সেই পদ্ধতিই আজ আমি শেয়ার করবো।ক্লে দিয়ে বানানো বিভিন্ন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। মাটির বিকল্প হিসাবে আজকাল ক্লে ব্যবহার করা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন জিনিস তৈরি শেখাতে। আর বাচ্চারাও বেশ মজা পায় ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে। আজ সেই ক্লে দিয়েই আমি বাগানবিলাস ফুলটি বানিয়েছি। সেই সাথে ব্যবহার করেছি আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেই ক্লে দিয়ে বানানো বাগানবিলাস ফুল তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের বাগানবিলাস ফুলটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।সাদা,গাড় গোলাপী ও সবুজ রং এর ক্লে
২।তার
৩।ক্লে টুলস
বাগানবিলাস ফুল তৈরির ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে সাদা রং এর ক্লে গোল করে তারের মধ্যে লাগিয়ে নিয়েছি। ক্লে টুলস দিয়ে ক্লের এক দিকে কিছুটা গর্ত করে নিয়েছি। একইভাবে তিনটি বানিয়ে নিয়েছি। এগুলো হলো বাগারবিলাস ফুলের রেনু।
ধাপ-২
তারের কিছুটা অংশে সবুজ রং এর ক্লে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৩
এবার বাগানবিলাস ফুলের পাপড়ি বানানোর জন্য ডিপ গোলাপী রং ক্লে নিয়ে হাতের চাপে পাপড়ির শেপ দিয়ে নিয়েছি। এবং ক্লে টুলস দিয়ে পাপড়িতে কিছু দাগ দিয়ে নিয়েছি। একইভাবে তিনটি পাপড়ি বানিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার ফুলটি বানানোর জন্য বানানো ফুলের রেনু প্রতিটি পাপড়ির মাঝখানে লাগিয়ে নিয়েছি। এরপর তিনটি পাপড়ি একসাথে লাগিয়ে নিয়ে বাগানবিলাস ফুলটি বানিয়ে নিয়েছি।এবং তারের মধ্যে সবুজ রং এর ক্লে লাগিয়ে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।
ধাপ-৫
এবার সবুজ রং এর ক্লে নিয়ে হাতের চাপে পাতার শেপ বানিয়ে নিয়েছি। এবং ক্লে টুলস দিয়ে পাতায় শিরা এঁকে নিয়েছি। বানানো পাতা ফুলের ডালের সাথে লাগিয়ে নিয়ে বাগানবিলাস ফুল বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজকে ক্লে দিয়ে বানানো বাগানবিলাস ফুলটি আপনাদের ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের ডাই পোস্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই |
---|---|
ক্যামেরা | Redmi Note a-5 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৫ই নভেম্বর, ২০২৪ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1857463652284252324
অনেক সুন্দর ভাবে আপনি ফুলটা তৈরি করেছেন ক্লে দিয়ে। দেখতে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি ফুল আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন আপনি। বেশ চমৎকার হয়েছে কিন্তু।
পাশের বাসার ছাদ বাগানের ফুল আজ আপনার ইউনিক আইডিয়া বের করে দিলো। সেখান থেকে খুবই চমৎকার আইডিয়া পেয়েছেন। তারজন্যই তো আমরা আজ এত সুন্দর একটি বাগান বিলাস ফুল দেখতে পেলাম। একদম বাস্তবের বাগান বিলাস ফুলের মতোই দেখাচ্ছে। ফুলের কালার নির্বাচন খুব সুন্দর হয়েছে। ক্লে দিয়ে বানানো জিনিস দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আজকে আপনি দেখছি খুবই সুন্দর করে ক্লে দিয়ে বাগানবিলাস ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা এতো সুন্দর বাগানবিলাস টি দেখে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো।
অসাধারণ হয়েছে আপু। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম বোগেনভিলিয়া ফুল বানাবো, কিন্তু আমার আগে তো আপনি বানিয়ে ফেললেন। বড় সুন্দর হয়েছে এবং অত্যন্ত নিখুঁত বানিয়েছেন।
আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা না করে পারলাম না।
জাষ্ট অসাধারণ লেগেছে আজকের ডাই প্রজেক্ট। এটা দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু এটা করা বেশ কঠিন ছিল। ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
আপনার হাতের কাজগুলো সব সময় সুন্দর হয় আপু। সব সময় আপনি দক্ষতার সাথে নিখুঁতভাবে কাজগুলো করে থাকেন। আজ আপনি দারুন একটি বাগান বিলাস ফুল তৈরি করেছেন। বাগান বিলাস ফুল গুলো বাস্তবে যেমন সুন্দর হয় আপনার করা ফুল টিও অসম্ভব সুন্দর লাগছে। ক্লে দিয়ে তৈরি নিখুত একটি বাগান বিলাস ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম।
ছবি দেখে প্রথমে মনে করেছিলাম বাগানের অরিজিনাল সতেজফুল কিন্তু পরবর্তীতে বিস্তারিত দেখার পরে বুঝতে পারলাম ক্লে দিয়ে বাগান বিলাস ফুল তৈরি করেছেন। সত্যি বলতে অসাধারণ সুন্দর লাগছে আপু আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।