আর্টঃ কাঁচের উপর নয়নতারা ফুলের পেইন্টিং।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২১শে পৌষ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ একটি ভিন্ন ধরনের আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমি আজ কাঁচের উপর নয়নতারা ফুলের পেইন্টিং করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।কাঁচের উপর পেইন্টিং করার সময় যে সকল জিনিস আপনি দেখাতে চান দৃশ্যে তা আগে এঁকে নিতে হয়। যেহেতু আর্টটি করা হয় যে পাশে দৃশ্যটি দেখা যাবে তার উল্টো পাশে। উল্টো পাশে দৃশ্যটি এঁকে নিয়ে শুকানোর পর সম্পূর্ণ কাঁচটির উপর রং করতে হয়। তাই কাঁচে উপর পেইন্টিং করতে হলে কিছু সময় নিয়ে করতে হয়।আজ আমি কাঁচের উপর নয়নতারা ফুলের পেইন্টিং করেছি।মাঝে মাঝে ভিন্ন ধরনের আর্ট করতে বেশ ভালো লাগে। তাই আজ আবার অনেদিন পর কাঁচের উপর পেইন্টিং করেছি। এর আগেও আমি কাঁচের উপর করা পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যা আপনারা বেশ পছন্দ করেছিলেন। তাই আজও নতুন একটি পেইন্টিং করলাম কাঁচের উপর।পেইন্টিংটি করতে যদিও সময় লেগেছে তবে করার পর বেশ ভালই লাগছিলো। ঘর সাজাতে এ ধরনের পেইন্টিং আমরা ব্যবহার করতে পারি। এই পেইন্টিংটি করতে আমি প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচের টুকরো ওবিভিন্ন রং এর পোস্টার রং সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেইকাঁচের টুকরোর উপর পেইন্টিং করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের পেইন্টিংটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।কাঁচের টুকরো
২।বিভিন্ন শেডের পোস্টার রং
৩।বিভিন্ন সাইজের তুলি
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে কাঁচের টুকরোটি ভালোভাবে মুছে শুকনো করে নিয়েছি।
ধাপ-২ন
এবার কাঁচের মধ্যে সাদা রং দিয়ে তিনটি নয়নতারা ফুল এঁকে নিয়েছি।
ধাপ-৩
এবার হালকা সবুজ রং দিয়ে পাতার শিরাগুলো এঁকে নিয়েছি।
ধাপ-৪
এবার পাতার এ অংশে ডিপ সবুজ রং করে নিয়েছি।
ধাপ-৫
এবং পাতার অন্য পাশ হালকা সবুজ রং করে নিয়েছি।
ধাপ-৬
সব শেষে সম্পূর্ণ কাঁচে কালো রং করে নিয়েছি। এবং ফুলের মাঝখানে হলুদ রং করে নিয়ে আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি,কাঁচের উপর আঁকা নয়নতারা ফুলের আর্টটি আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমার সবসময় চেষ্টা থাকে, নতুন নতুন আর্ট করার।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৫ই জানুয়ারি, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
প্রথমে দেখে মনে করেছি বাস্তবিক কোন গাছের দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। নয়ন তারা ফুলের দারুন পেইন্টিং করেছেন। কাচের উপর দেখতে দারুন লাগছে। এই ধরনের কাজকে সবসময় সাধুবাদ জানাই।
Daily task
কাঁচের উপর দারুণ সুন্দর পেন্টিং করলেন আপু। নয়নতারা ফুলের ছবি হিসাবে অসাধারণ হয়েছে৷ আমার তো ভীষণ পছন্দ হয়েছে৷ কাচের উপর বলে আরো সুন্দর মানিয়েছে৷ সব মিলিয়ে দারুণ সুন্দর ছবি উপহার দিলেন এই ব্লগের মাধ্যমে।
প্রথম ফটোগ্রাফি টা দেখে আমি ভেবেছিলাম হয়তো এটা কোন ফুলের ফটো ধারণ করেছেন। পরবর্তীতে খেয়াল করে দেখলাম অনেক সুন্দরভাবে আপনি বিভিন্ন কালার রং দিয়ে নয়ন তারা ফুলের আর্ট করেছেন। বেশি দারুণ হয়েছে আপনার আর্ট করা।
কাঁচের উপর নয়নতারা ফুলের পেইন্টিং তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি এত সুন্দর করে চিত্র অঙ্কন করতে পারেন এটা আমার জানাই ছিল না। নয়নতারা ফুল দেখতে একেবারে সত্যিকারের নয়নতারা ফুলের মতই হয়েছে।
আপনার আইডিয়াগুলো অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে। এক এক সময় এক এক ধরনের আর্ট পোস্ট শেয়ার করে অবাক করে দেন। আজকে কাচের উপর খুব সুন্দর নায়নতারা ফুল আর্ট করে ফেলেছেন দেখছি। আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। সুন্দর একটি আর্ট করার প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
সুন্দর সুন্দর এই ধরনের পেইন্টিং গুলো অঙ্কন করতে এবং পেইন্টিংগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা পেইন্টিং করেছেন। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই পেইন্টিং।
https://x.com/selina_akh/status/1875916434985099478
প্রথমে দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা কাঁচের উপর করা। সাদা নয়নতারা ফুলের চমৎকার একটা পেইন্টিং করেছেন আপু। খুব সুন্দর ভাবে এগুলো ফুটে রয়েছে। দেখতে ভালোই লাগছে। এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
কাঁচের উপর নয়নতারা ফুলের মনমুগ্ধকর পেইন্টিং করেছেন আপু। পেইন্টিংটি দেখতে অসাধারণ লাগছে। ফুল গুলা দেখতে খুবই সুন্দর লাগছে। পেইন্টিং এর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।