অরিগ্যামিঃমোবাইল ফোন স্ট্যান্ড এর অরিগ্যামি।

in আমার বাংলা ব্লগ18 hours ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন।আজ ৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ,শীতকাল। ২১শে ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o21.jpg

o17.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ মোবাইল স্ট্যান্ড এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু বিভিন্ন ভাবে ভাঁজ করে অরিগ্যামি তৈরি করা হয় ,তাই ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন। সহজ হয় যদি ছবি দেখে বানানোর চেস্টা করা হয়। তাই আমি বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। যাতে বুঝতে সহজ হয়।আজকাল সবাই যেহেতু মোবাইল ফোন ইউজ করে তাই মোবাইল স্ট্যান্ডটিও আমরা ব্যবহার করতে পারি মোবাইল ফোন রাখতে। যদিও মোবাইল ফোন রাখতে আমরা তেমনভাবে স্ট্যান্ড ব্যবহার করি না। তবে রাখলে বেশ ভালই লাগে। আর এমন ডিজাইন করা স্ট্যান্ড থাকলেতো রাখাই যায়।মোবাইল ফোনের স্ট্যান্ড এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ উপকরণ ব্যবহার করেছি সাথে সামান্য কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক, মোবাইল ফোনের স্ট্যান্ড এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

o1.jpg

o20.jpg

১।রঙ্গিন কাগজ।
২।সাদা ও গোলাপী রং এর জেল পেন

মোবাইল স্ট্যান্ড এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

o1.jpg

প্রথমে A4 সাইজের এক টুকরো সাদা কাগজ নিয়েছি মোবাইল ফোন স্ট্যান্ড এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o2.jpg

কাগজটিকে লম্বাভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o3.jpg

o4.jpg

o5.jpg

কাগজের ভাঁজ খুলে নিয়েছি। এবং দু"দিকের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o6.jpg

এবার কাগজটিকে আবারও মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o7.jpg

o8.jpg

o9.jpg

এবার ভাঁজ করা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। যে পাশে ভাঁজ করা হয়েছে সেই পাশে ১ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি। ১ ইঞ্চিকে আবার আধা ইঞ্চি করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o10.jpg

o11.jpg

o12.jpg

এবার আবারও ভাজঁ করা কাগজের প্রতিটি অংশ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o14.jpg

o15.jpg

o19.jpg

কাগজের এক প্রান্ত অন্য প্রান্তের কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৮

o16.jpg

মোবাইল ফোন স্ট্যান্ড এর অরিগ্যামিটি যাতে দেখতে সুন্দর লাগে সে জন্য গোলাপী ও সাদা রং এর জেল পেন দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম মোবাইল ফোন স্ট্যান্ড এর অরিগ্যামিটি।

উপস্থাপনা

o18.jpg

o17.jpg

o21.jpg

আশাকরি আমার আজকের বানানো মোবাইল ফোন স্ট্যান্ড এর অরিগ্যামি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ২১শে ডিসেম্বর, ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 hours ago 

Daily task

dt1.png

dt2.png

dt3.jpg

 17 hours ago 

দিনশেষে এমন স্ট্যান্ড কিন্তু আমারই বেশি লাগে। আমি যখন চেয়ার টেবিলে মোবাইল নিয়ে কাজ করি তখন এই স্ট্যান্ড গুলো বেশি ব্যবহার করে থাকি। আপনার স্ট্যান্ড তৈরি করতে দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। এ কথাই বলতে গেলে অসাধারণ কর্ম দক্ষতার পরিচয় দিয়েছেন।

 16 hours ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি মানেই নতুন কিছু সাথে সাক্ষী হওয়া। মোবাইলের স্ট্যান্ড তৈরি খুবই সুন্দর ছিল। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। অনেক সুন্দর করে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 15 hours ago 

মোবাইলে স্ট্যান্ড একটি খুব প্রয়োজনীয় জিনিস। আপনি সব সময় নতুন নতুন জিনিস আমাদের সাথে শেয়ার করে থাকেন যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আজ আপনি রঙিন কাগজ দিয়ে কারণ একটি মোবাইল স্ট্যান্ড তৈরি করেছেন দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপু। কাগজের উপর নকশা করে দেওয়ার জন্য এই সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। ধাপে ধাপে সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 8 hours ago 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।

 3 hours ago 

বাহ! আপনার প্রতিভা সত্যিই প্রশংসাযোগ্য। এরকম পেপার ক্রাফ্ট করতে অনেক সময় লাগে আর খুব যত্ন সহকারে করতে হয়। খুব সুন্দর হয়েছে মোবাইল স্ট্যান্ডটি। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20