জেনারেল রাইটিংঃমাদক মুক্ত সমাজ গড়ি।

in আমার বাংলা ব্লগ18 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২২শে মাঘ,শীতকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ।বন্ধুরা, আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো আপনাদের সাথে। আশাকরি, বরাবরের মত সাথেই থাকবেন।

d1.jpg

source

আমাদের সমাজ অনেক ব্যাধিতে আক্রান্ত। তার মধ্যে অন্যতম ব্যাধি হচ্ছে মাদক। মাদকের করাল গ্রাসে ছেয়ে গেছে গোটা দেশ। গ্রাম আর শহরের মধ্যে কোন বৈষম্য নেই একটি জায়গায়! চাইলেই যে কোন জায়গায় সহজেই মাদক সংগ্রহ করা যায়! মাদক সহজলভ্য হওয়ায় দিন দিন বাড়ছে মাদকসেবীদের সং্খ্যা। মাদক সেবন ও বিক্রি অবৈধ -বেআইনি।কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে তা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। সমাজের প্রভাবশালী ও আইনশৃঙ্খলা বাহিনীর মদদপুষ্টে মাদকের জমজমাট ব্যবসা হচ্ছে, এটা বললে বাড়িয়ে বলা হবে না!!

মাদক সিন্ডিকেটের মূল হোতারা এত শক্তিশালী যে তারা সবসময় ধরাছোয়ার বাইরে। আই ওয়াশের জন্য মাঝেমধ্যে দু"চারজন ছিঁচকে বিক্রেতাকে ধবে আইনশৃঙ্খলা বাহিনী মিডিয়ায় প্রচার করে বাহাবা নেওয়ার চেষ্টা করে। মাদকের কারবারিরা আর্থিকভাবে এত শক্তিশালী যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই তাদের কব্জায়। রাজনৈতিক ভাবেও তারা সরকারি দলের ছত্রছায়ায় লালিতপালিত। প্রচলিত একটি একথা আছে, রাজনৈতিক মদদপুষ্ট ছাড়া ও আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা থাকলে দেশ থেকে ২৪ ঘন্টায় মাদক নির্মূল সম্ভব।কিন্তু বাস্তবতা হচ্ছে,বক্তৃতার মঞ্চেই শুধু মাদক নির্মূল হয়। বাস্তবে মাদকের জয়জয়কার।

মাদকসেবী,বিক্রেতা ও বিক্রেতার সেলটার দাতারা ভিন গ্রহের কেউ নয়! তারা আমাদের সমাজেরই অংশ। আমাদেরই কারো আপনজন। যার পরিবারে মাদকসেবী আছে, সেই পরিবার বুঝে তার যন্ত্রণা। একজনের কারণে পুরো পরিবারে অশান্তি! আমরা সমাজের মানুষ,সন্তানের বখে যাওয়ায় পুরো পরিবারকে দায়ী করি! কিন্তু ভাবিনা মাদকাসক্ত সন্তান শুধু ঐ পরিবারের নয়, আমাদের সমাজেরও সন্তান! দায় শুধু মাদকাসক্ত সন্তানের পরিবারের নয় এই সমাজের একজন হিসেবে আমারও। মাদক বিক্রেতা ও তার পৃষ্টপোষক অবৈধ উপার্জনকারী করে অঢেল টাকার মালিক হয়ে সমাজে সম্মানিত আর মাদকাসক্ত ছেলে/মেয়েটি নষ্ট। কি বিচার বুদ্ধি আমাদের সমাজের!! এই বিচার বুদ্ধি বিবেচনা থেকে বের হয়ে আসতে হবে। মাদক বিক্রেতা ও তার গডফাদার কে সমাজের নষ্ট ভেবে বয়কট করতে হবে। মাদকাসক্তকে ভালোবাসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।

শুরুতেই বলেছি, মাদক অন্যতম ব্যাধি আমাদের সমাজের। এর থেকে মুক্তি না পেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অন্ধকারে নিমজ্জিত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। মাদকের করাল থাবা থেকে রক্ষা করতে হবে আমাদের সন্তানদের। এর জন্য সমাজের উঁচু মাথাদের ও আইনশৃঙ্খলা বাহিনীর দিকে না তাঁকিয়ে আমাদের মাদক বিক্রেতা ও গড ফাদারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের রুখে দাঁড়াতে হবে। আমাদের সন্তানের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ও আগামীর সুখি সমৃদ্ধ দেশের জন্য নাগরিক হিসেবে আমাদের কর্তব্য।
আসুন মাদকাসক্তদের ঘৃণা নয়, ভালোবেসে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। মাদক মুক্ত সমাজ গড়ি।

পোস্ট বিবরণ

শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina 75
তারিখ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png


Sort:  
 18 days ago 

আসলে আজ মাদক নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন তার প্রত্যেকটি কথা একদম সঠিক। কেননা বর্তমান সময়ে যুবকদের মধ্যে এই ধরনের প্রবণতা সবথেকে বেশি। আসলে যদি এই মাদককে কন্ট্রোল করা না যায় তাহলে যুবক সমাজ একদম নষ্ট হয়ে যাবে।

 12 days ago 

যুবকদের পাশাপাশি অনেক শিশুও আজ এই মাগকে আসক্তি। সকলের চেস্টায় মাদক্মুক্ত সমাজ গড়া সম্ভব।

 18 days ago 

Daily task

dt1.png

dt2.png

 18 days ago 

"মাদক মুক্ত সমাজ গড়ি" একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বার্তা। মাদক আমাদের সমাজের অন্যতম বড় বিপর্যয়, যা শুধু ব্যক্তিগত জীবনকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি।আপনার জেনারেল রাইটিং পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 12 days ago 

মাদকের করাল গ্রাসে আজ সমাজ নস্ট। এর থেকে সমাজকে সুস্থ করে তুলতে সকলের চেস্টা প্রয়োজন। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

আসলে আজ মাদক নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন তার প্রত্যেকটি কথা একদম সঠিক। বর্তমান সময়ে প্রায় ৯০% ছেলে মাদকে আসক্ত ।যদি এই মাদককে কন্ট্রোল করা না যায় তাহলে যুবক সমাজ একদম নষ্ট হয়ে যাবে। আপনি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 12 days ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 17 days ago 

আপু আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করছেন।আসলে এটা আমাদের নাগরিক হিসেবে কর্তব্য যে,মাদক ব্যবসায়ী যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে।এই মাদক ব্যবসায়ীদের জন্য আজকে আমাদের অনেক ছেলে মেয়ে নষ্টের পথে চলে গেছে।যাইহোক আপনার পোস্টটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 12 days ago 

সমাজের মাথারাই এই মদক ব্যবসার সাথে জড়িত। তাইতো মাদক মুক্ত হচ্ছে না দেশ।

 17 days ago 

আপু ঠিক বলেছেন মাদক অন্যতম ব্যাধি হচ্ছে আমাদের সমাজ। মাদক এর কারণে আমাদের যুবসমাজ আর ধ্বংসের পথে। এটি একদম বাস্তব কথা বলেছেন আপু যারা মাদক সিন্ডিকেটের মূল হোতারা এতই শক্তিশালী যে তারা আইনের এবং দোয়া শোয়ার বাইরে থাকে। আর কিছু ছোট মাদক বিক্রেতাগুলো ধরা খায় এবং সেগুলোকে টিভিতে এবং নিউজে দেয়। মাদক নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

ঠিক তাই। মাদকের গড ফাদাররা ধরা ছোঁয়ার বাহিরে থাকে বলেই, সমাজ মাদক মুক্ত হচ্ছে না।

 15 days ago 

এই মাদক বিক্রেতারা সবসময় স্কুল কলেজের ছেলেদের তরুণ প্রজন্মকে টার্গেট করে। আর এদের কে পথভ্রষ্ট করা যায় খুবই সহজে। তবে আমাদের সবসময় সতর্ক থাকতে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন তরুন প্রজন্ম এগুলো থেকে দূরে থাকে। সুন্দর লিখেছেন আপু।

 12 days ago 

এই ক্ষেত্রে পরিবারেরও বড় ভোমিকা রয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96135.63
ETH 2796.94
SBD 0.66