আর্ট:বৃত্তে সাদা কালো ম্যান্ডালা।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৪ ফাল্গুন,গ্রীষ্মকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১৭ই ফেব্রুয়ারি,২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি বৃত্তে সাদা কালো ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আমি সব সময় চেস্টা করি নতুন ধরনের আর্ট শেয়ার করতে। একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করি যাতে এক ঘেয়েমি না লাগে। তাই আজ একটি ভিন্ন ধরনের ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর্টটি করেছি সাদা কালো। যেমন রঙ্গিন আর্ট গুলো দেখতে ভালো লাগে, তেমনই ভালো লাগে সাদা কালো আর্ট।তাই আজ একটি সাদা কালো ম্যান্ডালা আর্ট উপস্থাপন করবো। আর্টটি করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি পেন্সিল,কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ যা সবিস্তারে নিম্নে বর্ণনা করা হলো। তাহলে চলুন দেখে নেই ম্যান্ডেলা আর্টটি করার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের বৃত্তে সাদা কালো ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।পেন্সিল কম্পাস
৪।কালো রং এর জেল পেন
৫।চাদা
৬।রাবার
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে আর্ট পেপারের চারদিকে দাগ দিয়ে নিয়েছি। দাগের মাঝখানে পেন্সিল দিয়ে কয়েকটি বৃত্ত অংকন করে নিয়েছি।
ধাপ-২
চাঁদার সাহায্যে বৃত্তগুলোকে দাগ দিয়ে ভাগ করে নিয়েছি।যাতে আঁকা ডিজাইনগুলো সমান হয়।
ধাপ-৩
ছোট বৃত্তটিতে পাপড়ির দিজাইন করে ভরাট করে নিয়েছি।
ধাপ-৪
পরের বৃত্তটিতেও আরো কিছু ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।
ধাপ-৫
কালো রং এর জেল পেন দিয়ে অন্যান্য বৃত্তগুলোতে বিভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়ে সাদা কালো ম্যান্ডালা আঁকা শেষ করেছি।
ধাপ-৬
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে সাদা কাল ম্যান্ডালা আর্টতি শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি ,আজকে ভিন্ন ভাবে আঁকা সাদা কালো ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে।সেই চেষ্টার অংশ আজকের সাদা কালো ম্যান্ডেলা আর্টটি।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
বৃত্তের মাঝে সাদা কালো ম্যান্ডালা আর্টটি দারুন হয়েছে আপু।আপনি সময় ও ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবে আর্টটি করলেন।আমার কাছে এ ধরনের ম্যান্ডেলা আর্ট খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই ধরনের আর্ট সময় ও ধৈর্য নিয়ে আঁকলে দেখতে সুন্দর হয়। ধন্যবাদ আপু পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
আজকে আপনি চমৎকার একটি বৃত্তে সাদা কালো ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে আর্ট করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার আর্টটি আপনি পর্যায়ক্রমে সম্পন্ন করেছেন।এই বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপু ধন্যবাদ আপনাকে।
আমি চেস্টা করি সুন্দর করে আঁকার । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
বৃত্তের মাঝে খুব সুন্দর একটি সাদা কালো ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।দেখতে খুবই সুন্দর হয়েছে। এরকম ম্যান্ডেলা আর্টগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমারও বেশ ভালো লাগে । এ ধরনের ম্যান্ডালা আর্ট করতে। ধন্যবাদ আপু।
আপু, আপনার সাদা-কালো ম্যান্ডেলা আর্টটি সত্যিই অসাধারণ। আপনার হাতে যে সৃজনশীলতা এবং ধৈর্য আছে, তা পুরো আর্টওয়ার্কে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনি যেভাবে প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিয়ে কাজটি সম্পন্ন করেছেন, তা খুবই প্রশংসনীয়। আপনার এই শিল্পকলার জন্য সত্যিই অনেক ধন্যবাদ, এটি দেখে খুব ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।
রঙিন আর্টে যেমন সৌন্দর্য থাকে তেমনি সাদা কালো আর্টেও সৌন্দর্য থাকে। আপনি অনেক চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন দেখছি মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
কিছুটা সময় লাগলেও আঁকার পর দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া।
বৃত্তের মাঝে চমৎকার সুন্দর সাদাকালো আর্ট করেছেন। খুবই চমৎকার হয়েছে আপনার আর্ট টি।ধৈর্য ধরে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আর্টটি। আর্ট পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ চমৎকার সুন্দর ম্যান্ডেলা টি আর্ট করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমারও বেশ ভালো লাগে এ ধরনের ম্যান্ডালা আর্ট আঁকতে। আর আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।