ডাই প্রজেক্টঃ টিসু রোল দিয়ে জুয়েলারি বক্স তৈরি।
সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন । আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আজ পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি,বিশ্ব ভালোবাসা দিবস। আশাকরি ভালো কেটেছে সবার। আর আজ আমি আপনাদের জন্য একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হল জুয়েলারি বক্স তৈরি। এই জুয়েলারি বক্স তৈরি করার জন্য আমি টিসু রোল, কাপড় ,রঙ্গিন কাগজ,রঙ্গিন পুথি সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি,যা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। টিসু রোল
২।রঙ্গিন কাগজ
৩।কাপড়
৪।গাম
৫।রঙ্গিন পুথি
৬।কার্টুন বোর্ড
৭। কাচি।
ধাপ-১
প্রথমে টিসু রোলটি ১ইঞ্চি চওড়া করে কেটে নিতে হবে। ছবির মত করে।
ধাপ-২
এরপর দের ইঞ্চি চওরা করে ১ টুকরো কাপড় কেটে নিতে হবে। ছবিতে যেভাবে দেখান হয়েছে।
ধাপ-৩
এরপর কেটে নেয়া টিসু রোলটিতে গাম লাগিয়ে কেটে নেয়া কাপড়টি লাগিয়ে নিতে হবে। ছবিতে যেভাবে লাগানো হয়েছে।
ধাপ-৪
এরপর টিসু রোলের মাপ অনুযায়ী দুটো গোল আকৃতির বোর্ড কেটে নিতে হবে। টিসু রোল টিকে বাক্স তৈরি করার জন্য।
ধাপ-৫
এরপর কেটে নেয়া বোর্ডটিতে কাপড় লাগিয়ে নিতে হবে, গাম ব্যবহার করে। যাতে দেখতে ভাল লাগে। এভাবে দুটো তৈরি করে নিতে হবে।
ধাপ-৫
এরপর দেখতে ভাল লাগার জন্য এক টুকরো রঙ্গিন কাগজ গাম দিয়ে লাগিয়ে নিতে হবে। ছবির মত করে। এরপর আগে থেকে তৈরি করা টিসু রোলটির নিচে গাম দিয়ে লাগিয়ে নিতে হবে।
ধাপ-৬
বক্সের ঢাকনা তৈরি করার জন্য রঙ্গিন কাগজ কেটে ফুল তৈরি করে নিতে হবে, দেখতে ভাল লাগার জন্য। আর তৈরি করা ফুলটি জুয়েলারি বক্সের ঢাকনার উপরে লাগিয়ে দিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে টিসু রোল দিয়ে জুয়েলারি বক্স তৈরি।
উপস্থাপনা
আশাকরি আজকে টিসু রোল দিয়ে তৈরি করা জুয়েলারি বক্সটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। শুভ বসন্ত।
আপনার এই পোষ্টের মাধ্যমে অসাধারণ একটা জিনিস দেখতে পেলাম আপু। কিছু সাধারন জিনিস ব্যবহার করে অসাধারণ এবং অনেক আকর্ষণীয় একটা জিনিস তৈরি করেছেন। এটা সত্যি প্রশংসার দাবি রাখে।
অনেক ধন্যবাদ ভাই,সুন্দর মন্তব্যের জন্য।
টিস্যু ব্যবহার করার পর আমরা রোল গুলো ফেলে দেই কখনোই ভাবিনি যে এগুলো দিয়ে এতো সুন্দর কিছু তৈরি করা যায়। আপু আপনি টিস্যু রোল দিয়ে এতো সুন্দর করে জুয়েলারি বক্স টি তৈরি করেছেন যা দেখতে খুবই চমৎকার হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে আমরাও খুব সহজেই তৈরি করতে পারবো।অনেক অনেক সুন্দর পোস্ট টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু। শুভ বসন্ত। ❤️
জি আপু,ফেলে দেয়া জিনিস দিয়েই চেষ্টা করেছি প্রজেক্টটি করার। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর ভাবে টিসু রোল দিয়ে জুয়েলারি বক্স তৈরি করেছেন। আমার কাছে আপনার এই ডাই প্রজেক্ট ইউনিক লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে টিসু রোল দিয়ে জুয়েলারি বক্স তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
অনেক সুন্দর করে টিস্যু রোল দিয়ে জুয়েলারি বক্স তৈরি করেছেন। অসম্ভব সুন্দর ইউনিক আইডিয়া। সত্যি খুব ভালো লেগেছে আপনার জুয়েলারি বক্সটি। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে যা দেখেছি তৈরি করতে পারবে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একদম তৈরি করতে পারবেন আপু। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
টিস্যু রোল ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ডাই পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কিছু ব্যবহার করে আমিও একটি ট্রাই পোস্ট শেয়ার করেছিলাম। আমি তৈরি করেছিলাম একটি খরগোশ। আপনি টিস্যু রোল ব্যবহার করে জুয়েলারি বক্স তৈরী করেছেন। ডাই পোস্টটি অনেক দারুণ লাগছে।
আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছেন। আজকের এই পোষ্টের মধ্যে আপনি কোলে ধরেছেন সুন্দর একটি ডাই প্রজেক্ট। যেখানে আমি লক্ষ্য করলাম টিস্যু পেপার দিয়ে অসাধারণ কিছু তৈরি করে দেখিয়েছেন আমাদের। আর এই পোস্টে মধ্য দিয়ে আমি আপনার দক্ষতা খুঁজে পেয়েছি।
আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপু আপনি ট্যিসু রোল দিয়ে দারুন একটি জুয়েলারি বক্স করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে আপু।আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আসলে ফেলে দেয়া জিনিস দিয়ে ইচ্ছে করলে অনেক কিছু বানানো যায়। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ঠিক আপু আমরা যদি ইচ্ছা করি তবে ফেলে দেয়া জিনিস দিয়ে অনেক ব্যবহার উপযোগী জিনিস বানাতে পারি। ধন্যবাদ আপু।
টিস্যু রোল দিয়ে আপনি দারুন একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু যা দেখে খুবই ভালো লাগলো । এই ধরনের ডাই প্রজেক্ট করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় বিশেষ করে কাজ করার সময় ফটোগ্রাফি করতে অনেকটা ঝামেলা লাগে ।এই সপ্তাহে আমি একটি ডাই প্রজেক্ট করেছিলাম আমার সাথে এই ব্যাপার গুলো হয়েছিল। যাই হোক জুয়েলারি বক্সটি আপনি খুব সুন্দর তৈরি করেছেন এবং ধাপে ধাপে গুছিয়ে উপস্থাপন করেছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।