লাইফস্টাইল পোস্টঃ গিফট।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৬ই ফাল্গুন বসন্তকাল,১৪৩১ বঙ্গাব্দ। ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ।
আজ আবারও নিয়ে এলাম নতুন আর একটি ব্লগ। পোস্টের ভিন্নতা আনতে আমি চেস্টা করি প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে। তারই ধারাবাহিকতায় আজ একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। গিফট পেতে কার না ভাল লাগে। আমার মনে হয় প্রতিটি মানুষেই গিফট পেতে পছন্দ করে। আর তা যদি হয় কোন প্রিয় মানুষের কাছ থেকে তাহলেতো ভালো লাগা দ্বিগুন হয়ে যায়।আর আমি এই গিফট পেয়েছি আমার প্রিয় বান্ধবী থেকে।
আমার বান্ধবী হংকং থাকে। প্রতি বছর দেশে আসে । আর প্রত্যেক বছরই আমাদের সব বান্ধবীদের জন্য কিছু না কিছু গিফট নিয়েই আসে। আমাদের বন্ধুত্ব সেই ইউনিভার্সিটি থেকে। বিয়ের পরই সে হংকং চলে যায়। বর ব্যবসা করে গার্মেন্টস এক্সেসরিজের। বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস এর সাথে তাদের ব্যবসা। তাই প্রতিবছর দেশে আসতেই হয়। আর সাথে আমার বান্ধবীও আসে। আর সে কারনে প্রতি বছর দেখা হয়।
গত মাসে আমি যখন বাড়িতে তার দু'এক দিন পরই সে তার পরিবার নিয়ে বাংলাদেশে আসে।আমিতো মনে করেছিলাম এবার হয়তো দেখাই হবে না। তার কারন সে এবার মাত্র ২০ দিনের জন্য এসেছে। কিন্তু ঢাকায় আমি আসি তার যাওয়ার ৩ দিন আগে। তাই দেখা হয়। যদিও ফোনে প্রতিনিয়ত যোগাযোগ হয়। বিজ্ঞানের এই অভূতপুর্ব আবিস্কারের খারাপ দিকের পাশাপাশি ভালো দিক হলো কম খরচে সবার সাথে যোগাযোগ রক্ষা করা যায়। তা না হলে কোন সম্পর্কই দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হতো না। সে জন্য বিজ্ঞানের কাছে আমরা কৃতজ্ঞ।
কিছুদিন আগে সে তার পরিবার নিয়ে কোরিয়া গিয়েছিল সেখান থেকে সে আমার জন্য চকলেট ও লিপস্টিক নিয়ে আসে।চকলেটগুলো খেতে যেমন মজার ছিল তেমনই বেশ ভালো লিপস্টিকটিও। আমার বান্ধবী জানে যে আমি হাতে বানানো গহনা ও ইমিটিশনের গহনা পরতে ভালবাসি। তাই ও কিছু কানের দুল ও গলার সেট নিয়ে এসেছে। আমারও বেশ পছন্দ হয়েছে প্রতিটি গিফট। আপনাদের কাছে কেমন লাগলো আমার গিফটগুলো? জানি আপনাদেরও পছন্দ হয়েছে। আর পছন্দ না হওয়ারতো কোন কারন নেই। ভালোবাসার গিফট সব সময় পছন্দ হয়। তা যেমনই হোক না কেনো। কারন তার সাথে মিশে থাকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবেন সে যেনো সুস্থ থাকে। আর দোয়া করবেন আমাদের বন্ধুত্বের জন্য। সারা জীবন এমনই মধুর সম্পর্ক থাকে।
পোস্ট বিবরণ
শ্রেনী | লাইফস্টাইল |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এরকম বান্ধবী পেলে জীবনে আর কি লাগে। আপনার অনেক সৌভাগ্য করে এমন একটা বান্ধবী পেয়েছেন। কি ভালো ভালো গিফট আপনার জন্য পাঠিয়েছে আপনার পছন্দ মনে রেখে। আমরা পোস্ট পড়ে অনেক ভালো লাগলো এরকম বান্ধবী যেন সবারই থাকে।
Daily task
বাহ, কোরিয়া থেকে আপনার বান্ধবী আপনার জন্য গলার সেট, গহনা নিয়ে এসেছে দেখে সত্যি ভালো লাগলো। আপনি হাতে তৈরি করা গহনাগুলো করতে বেশি পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। চকলেট গুলো দেখে বেশ ভালো লাগছে লিপস্টিকটা অনেক সুন্দর। গিফট পেলে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।