একটি মেহেদি ডিজাইন অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই ?
আশাকরি সবাই ভাল আছেন । আমিও ভাল আছি।

14.jpg

মেহেদি দিয়ে হাত রাঙাতে ছোট বড় সবাই পছন্দ করে। আর ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে মেহেদি পরা একটি রেওয়াজে পরিনত হয়েছে। ইদানিং বিয়েতে মেহেদি সন্ধ্যা নামে আলাদা একটি অনুষ্ঠান হচ্ছে । যারা হ্লুদ সন্ধ্যা অনুষ্ঠান করে না তারা মেহেদি সন্ধ্যা করে। গত কয়েকদিন আগে আমি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেই সেখানে হলুদ সন্ধ্যা না করে তারা মেহেদি সন্ধ্যা করে। আর মেহেদি সন্ধ্যায় আগত সকল মেয়েরাই মেহেদি পরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি মেহেদির ডিজাইন। আশাকরি আপনাদের ভালো লাগবে।
আসুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি হলো একটি সুন্দর মেহেদির ডিজাইন।

প্রয়োজনীয় উপকরণ:

1.jpg

১। সাদা কাগজ
২। পেন্সিল
৩। সাইন পেন
৪। রাবার
৫। স্কেল

প্রথম ধাপ:

প্রথমে সদা কাগজের চারদিকে দাগ একে নিতে হবে। এরপর ছোট একটা ফুল একে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে আকা হয়েছে।

2.jpg

২য় ধাপ:

এবার ফুলটির চারপাশে আরো ফুল একে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে আকা হয়েছে।

3.jpg

৩য় ধাপ:

এ ধাপে আকা ফুলটিকে সাইন পেন দিয়ে ডিপ করে একে নিতে হবে। নিচের ছবির মত করে।

4.jpg

৪র্থ ধাপ:

আকা বড় ফুলটির উপরে কল্কা ও ফুল একে নিতে হবে । এবং কল্কা ও ফুলের মধ্যে কিছু ফুল একে নিতে হবে। যেভাবে নিচের ছবিতে আকা হয়েছে।

5.jpg

৫ম ধাপ:

নিচের ছবির মতো করে আরো একটি কল্কা একে নিতে হবে। এবং কল্কার মধ্যে কিছু ফুল একে নিতে হবে।

7.jpg

৬ষ্ঠ ধাপ:

কল্কার মধ্যে আকা ফুলগুলোকে সাইন পেন দিয়ে ডিপ করে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে আকা হয়েছে।

10.jpg

৭ম ধাপ:

এবার আকা মেহেদির ডিজাইনে স্টিম আইডি লিখে দিলেই শেষ হবে মেহেদির ডিজাইন আকা।

12.jpg

আশা করি আপনাদের পছন্দ হবে আমার আকা মেহেদির ডিজাইনটি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ ১০

Sort:  
 2 years ago 

আপু আপনি একেবারে ঠিক বলেছেন মেহেদী আমাদের সমাজে এখন যে কোন অনুষ্ঠানের একটা রেওয়াজ। সবাই যেকোনো ছোটখাটো অনুষ্ঠানে মেহেদী পরে। হ্যাঁ আপু এখন মেহিদি অনুষ্ঠান ও হয়। একদিন মেহেদী অনুষ্ঠান,একটি হলুদ অনুষ্ঠান, তারপরে বিয়ে। যাইহোক আপু আপনি খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে ডিজাইন।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

মেহেদি সন্ধ্যার এই অনুষ্ঠানটা আগে সবসময় হিন্দুদের ভিতরে দেখতে পেতাম এখন দেখি হিন্দু-মুসলমান সবাই অনুষ্ঠানটা করে। আমার কাছে অনেক ভালো লাগে সবাই অনেক মজা করে হাতে মেহেদি পড়তে পারে। আপনার মেহেদি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। ডিজাইনটি হাতে করে পড়লে ভালোই লাগবে দেখতে।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

মার্কার দিয়ে চমৎকার একটা মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আমার কাছে এই ডিজাইন গুলো করতে বেশ ভালো লাগে।সিম্পল ডিজাইন গুলো বেশি ভালো লাগে আমার কাছে।এই ধরনের ডিজাইন হাতে পড়লে অনেক সুন্দর লাগে।

 2 years ago 

জি ভাইয়া হাতে পরলে বেশ ভাল লাগবে। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার এই মেহেদী ডিজাইন খুবই সুন্দর হয়েছে। আলপনা ও কারুকার্য এর মাধ্যমে মেহেদীর এই ডিজাইনটি ফুটে উঠেছে। এমন ধরনের নকশা আমার কাছে খুবই ভালো লাগে। তবে এগুলো অনেক কঠিন কাজ যা আমি পারিনা। আমার এই ধরনের কাজে ধৈর্য কম।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে হাতের মেহেদি ডিজাইন অঙ্কন করেছেন । দেখে খুব ভালো লাগলো। আসলে ঈদের সময় এবং বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের ডিজাইন হাতে অংকন করলে অনেক মানানসই হয় । আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে পোস্টটি উপস্থাপন করেছেন । এত চমৎকার আর্টিস্ট পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেকে আবার মেহেদী সন্ধ্যা এবং হলুদ সন্ধ্যা দুটোই করে। বিয়েতে আনন্দ করার জন্য সব নতুন নতুন নিয়ম বের করে আর কি। এটি অবশ্য খুব ভালো যে মেহেদী সন্ধ্যায় সবাই মেহেদি লাগায়। খুব মজা হয় অনুষ্ঠানে । যাইহোক আপনার মেহেদির ডিজাইনটি খুব সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। হাতে পরলে খুব ভালো লাগবে দেখতে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে এখন বেশিরভাগ জায়গায় মেহেদি সন্ধ্যা এবং হলুদ সন্ধ্যা হয়। আপনার মেহেদির ডিজাইনটা সত্যি খুব ভালো লেগেছে। হাতে পড়লে সত্যিই খুব ভালো লাগবে। সুন্দর একটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

খুবই সুন্দর মেহেদি ডিজাইন এর চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার চিত্র অংকনটি দেখতে পেয়ে আমার অনেক বেশি ভাল লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

্ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন ।আর্টি অনকে ভালো লেগেছে আমার ।আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

আমি সহজ করে দেখানোর চেস্টা করেছি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.032
BTC 82669.17
ETH 2058.63
USDT 1.00
SBD 0.63