You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৪
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
স্বপ্নগুলো বাসা বাঁধে,
তুমি আছো বলেই
জীবনের সব কল্পনা,
ভালোবাসা নয় দুঃস্বপ্ন,
তবুও আশায় বেঁধে ছিলাম বাসা,
এক বুক যন্ত্রণা করছে ক্ষত এ হৃদয়টাকে,
পাওয়া না পাওয়ার মাঝে ও
ভালোবাসা আছে আবেগ অনুভূতিগুলো,
কষ্টের মাঝেও বেঁচে থাকে।
বাহ দারুন লিখেছেন।
অসাধারণ হয়েছে আপু।