You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৮১ || ABB Weekly Hangout Report-181
দেখতে দেখতে ১৮১ তম হ্যাংআউট আমরা পার করলাম মনে হয় এইতো সেদিন হ্যাংআউট শুরু হয়েছিল।হ্যাংআউট আমার বাংলা ব্লগ কমিউনিটির খুব জনপ্রিয় একটি প্রোগ্রাম। আর এই প্রোগ্রামে উপস্থিত না থাকতে পারলে মনে হয় সারাটা দিন মাটি হয়ে যায়। তাইতো সব সময় চেষ্টা থাকে হ্যাংআউটে উপস্থিত থাকার জন্য এবং পুরো প্রোগ্রামটি উপভোগ করি।হ্যাংআউট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে বেশ গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে থাকি। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।