মা যেমন সব সময় সন্তানের শুভ কামনা করে তেমনি প্রতিটি সন্তান ও মায়ের শুভকামনা করে।সাথি আপুকে আপনি অনেক ভালোবাসেন সেটা আপনার পোস্ট পড়েই বোঝা যাচ্ছে। তবে দোয়া রইল আপনি ও আপনার মা যেমন আছেন নতুন জীবনের পর যেন এমনটাই থাকতে পারেন।ভাইয়া আপনিও সাথি আপু অনেক ভালো মানুষ।অবশ্যই আপনার পরবর্তী জীবন ভালো হবে এবং মঙ্গলময় হবে এই কামনাই করি।