আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো বেশ দারুণ লিখেছেন ভাই। এটা ঠিক বলেছেন ভাই পাঠ্য পুস্তক শিক্ষা কে বেশি প্রাধান্য দেওয়া হয়, পাঠ্যপুস্তক এর বাইরেও যে একটি শিক্ষা রয়েছে সেটা অনেক অভিভাবক ভুলে যায়।নামিদামি স্কুলওকোচিং গুলোতে এতো পড়ানো হয় যেগুলো বাচ্চার অতিরিক্ত চাপ হয়ে যায়। সেই বাচ্চা চাপটি সহ্য করতে পারবে কিনা সেটা খেয়াল না করে ছুটে যাই প্রতিযোগিতায় ও নামিদামি স্কুলে।একটি পরিবার থেকেও বাচ্চা অনেক কিছু শিক্ষা গ্রহণ করে।প্রতিটি বাচ্চাকে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করা উচিতএবং মানুষের মত মানুষ হওয়া উচিত।ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।