বাঙ্গালীদের বিরাট উৎসব এই দুর্গাপূজা। দুর্গাপূজা উৎসবে কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন খাতে অনেক খরচ হয়।উৎসব মানে আনন্দ এই আনন্দের জন্য সবাই প্রচুর কেনাকাটা করে।আপনার পোস্টটি সত্যিকার অর্থে বাস্তবভিত্তিক ও যৌক্তিকপূর্ণ্য।ধন্যবাদ দিদি আপনার পোস্টটি পড়ে অনেক কিছু সম্পর্কে জানা হলো।