জীবনটা আসলেই এমন। ব্যস্ততার কারণে মানুষ আজ মানুষকে সময় দিতে পারছে না।সম্পর্ক গুলো বিচ্ছেদ হয়ে যাচ্ছে।আপনার বোন মারা গেছে এটা জানি এবং শুনে সে সময় খুব খারাপ লেগেছিল। অতীতের দিনগুলো আসলেই মধুময়।যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটি একদম ঠিক।পুরনো গানগুলো মাঝেমধ্যে অতীতকে মনে করিয়ে দেয়।অতীতের দিনগুলো অনেক আনন্দময় যা কেউ মন থেকে ভুলতে পারেনা। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ।