You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৭
তোমার ভালোবাসার গভীরতায়
খুঁজে পাই আমি পৃথিবীর সব সুখ,
আমার মনের কোনে,
যত কল্পনা ও স্বপ্ন গাথা
সবই তোমাকে নিয়েই জাগ্রত হয়।
ভালোবাসার সীমানা অসীম
আশা ভরসার মাঝেই থাকে
জীবনের সব রং ,
তবুও ভয় হয়
আমার আকাশে যেন
কালো মেঘ না জমে রয়।
তোমাকে ভালবেসে যেন
জিবন করতে পারি জয়।