আপু অনেক সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন,যেটা পড়ে আমার অনেক ভালো লাগলো।তবে কি আপু এমনি এমনি অন্যায়কে সহ্য করে না,কারণ প্রতিবাদকারী দোষী সাব্যস্ত হয়ে সব সময় অপরাধী সাজে।এটাই যেন পৃথিবীর নিয়ম হয়ে গেছে,তাই কেউ প্রতিবাদ করে অপরাধী সাজতে চায় না।আর এ পৃথিবীতে নিরপেক্ষ মানুষদের শত্রুর অভাব নেই তাদেরকে সব সময় পদে পদে অপদস্ত হতে হয়।সেটাকে অনেকেই সহ্য করতে পারে না বিদায় ধ্বংস হয়ে যায়।