স্বরচিত কবিতা ||| কুয়াশাচ্ছন্ন শীতের প্রকৃতি ||| original poem @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
আমি প্রত্যেক সপ্তাহে আমার স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হই। ঠিক তারই ধারাবাহিকতায় আজও আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা "কুয়াশাচ্ছন্ন শীতের প্রকৃতি" নিয়ে হাজির হলাম।আমি প্রফেশনাল কোন কবি নই তারপরও আপনাদের মাঝে মনের আবেগ অনূভুতি দিয়ে কিছু লেখার চেষ্টা করি।আসলে অনেক ছোট থেকে এই দুই এক কলম লিখতে লিখতে কেন জানি কবিতার প্রতি একপ্রকার নেশা হয়ে গেছে।আমার লেখাগুলো সে রকম ভাবে কোথাও পাবলিস্ট করিনি। ভাগ্যক্রমে আমার বাংলা ব্লগের সাথে ছিলাম জন্যই আমার লেখাগুলো সবার মাঝে তুলে ধরতে পারছি। আমি চেষ্টা করে যাচ্ছি জানিনা আমার কবিতাগুলো আপনাদের কেমন লাগে?তবে সব সময় চেষ্টা থাকবে ভালো কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার।শীতের প্রকৃতি এ যেন এক অপূর্ব সুন্দর্য নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে।যেদিকে তাকাই সব দিকেই সতেজতা ফুলে ফুলে ভরে আছে চারদিক। এরকম সৌন্দর্য দেখলে সত্যিই সবার মন মুগ্ধ হয়ে যায়। এই সময়টা চলে গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম ও খেজুরের রস। বাড়ি বাড়ি চলে মেহমানদের আপ্যায়ন। যদিও শীতের সময়টা অনেকেই অসুস্থ থাকে তারপরও এই ঋতু সবার প্রিয়। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "কুয়াশাচ্ছন্ন শীতের প্রকৃতি" তে কি লিখেছি দেখে নেওয়া যাক।
আবেগ চাঞ্চলতা হৃদয়ের মাঝে,
যেদিকে তাকাই জুড়িয়ে যায় মন
সবুজ শ্যামল সতেজতা
দেখে হৃদয় আজ চঞ্চল।
দেখে মন ফাগুনে দোলা দিয়ে যায়,
দিন যায় দিন আসে
প্রিয় ঋতুর আবির্ভাব ঘটে,
এমন আবহাওয়া যায় কি গো ভোলা
শীতের মুহূর্ত সবার প্রিয়
তাই তো মনে দেয় দোলা।
শিশির কনা ঘাসের ডগা
চার দিকটা কুয়াশা ঘেরা ,
চাঁদর গায়ে জড়িয়ে,
শীতের অনুভব পেতে
নেই তো তার তুলনা
শীতের সৌন্দর্য ও অনুভূতি
হৃদয়কে করে আবেগময়।
পিঠাপুলি খাওয়ার ধুম,
লেপ জড়িয়ে শীতের সময়
আহা কি মজার ঘুম।
ভাপা পিঠার আয়োজন
আহ্ কি মজা
এই শীতের মুহূর্ত আসে যখন।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1859666734371975656?t=RV_hX9JjhNwXu5LZtq9QbQ&s=19
আজকের টাক্স