স্বরচিত কবিতা পোস্ট ||| অবহেলা ||| original poem by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শীতের উষ্ণতা কুয়াশা ঘেরা শিশির ভেজা সকালের শুভেচ্ছা। আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
প্রত্যেক সাপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে। আজও তার ব্যতিক্রম নয়। কবিতা লিখতে অনেক ভালো লাগে। তাই তো সকাল সকাল উঠে বসে পড়লাম কবিতা লিখতে।কারণ বর্তমান সময়ের আবহাওয়াটা এত মুগ্ধকর যা দেখলে প্রাণ জুড়িয়ে যায়।কবিতা হৃদয়ের ব্যক্ত অব্যক্ত কিছু কথা। আবেগ অনুভূতি জড়ানো হৃদয়ের চঞ্চলতা প্রকাশ করাই কবিতা।সত্যি কথা বলতে কবিতার এক প্রকার প্রেমে পড়ে গেছি। তাইতো চেষ্টা করি সবার কবিতা পড়ার জন্য এবং নিজে কিছু লেখার জন্য।
প্রত্যেকটি মানুষ চায় সবার কাছ থেকে ভালোবাসা পেতে। কিন্তু এই ভালোবাসার পরিবর্তে যদি তাকে অবহেলা সইতে হয় তখন তার ভেতরে যে কি পরিমাণ যন্ত্রণা হয়।তখন সেই মানুষটি শুধু অনুভব করে সেই অবহেলা।মন তো সবার আছে এই অবহেলার জ্বালা কজনে সইতে পারে। সত্যিকারে ভালবাসলে প্রিয়জনের অবহেলা নিয়েও তাকে ভালোবাসা যায়।এই ভালোবাসার সফলতা একদিন না একদিন আসবেই। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা "অবহেলা" তে কি লিখেছি দেখে নেওয়া যাক।
আজকাল সে সঙ্গ দিচ্ছে আমাকে ,
ক্ষণে ক্ষণে তার এত জ্বালা
নিঃশেষ করে মন খানা।
দরজায় কড়া নেড়ে
এলো অবহেলা
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে
আপন পর হতে
এসেছে এই ভালোবাসার অবহেলা।
কতঘাত প্রতিঘাত যন্ত্রনা,
তোমাকে ভালোবেসে ছিলাম প্রচুর
ভালোবেসেও পেলাম অবহেলা।
হৃদয় জুড়ে ছিল সে,
পৃথিবীর সব ভালোবাসা
আমি দেখেছি তার নয়নে,
এই ভালোবাসা আজ আমার অবহেলা।
বেশ বুঝতে পারি অবহেলা,
এখন আর আগের মত
বুঝতে পারিনা তাকে,
কষ্ট বিরহ অবহেলার জ্বালা
যতই দাও না কেন
ভালোবাসবো নীরবে নিভৃতে
অবহেলার পাশাপাশি।
তুমি ছিলে তুমিই আছো
শুধু অবহেলা টা দিয়ে গেছো
এটাই আমার
তোমার দেওয়া সেরা পাওয়া।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
বেশ ভালো লিখেছেন আপু আপনি কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে বাস্তব জীবনে অবহেলার শেষ নেই। একটি মানুষের জীবনে অবহেলা জিনিসটা খুবই খারাপ বিষয়। যার জীবনে অবহেলা জড়িত থাকে সেই বুঝে তার কাছে কত খারাপ লাগে। এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লেখার জন্য অনেক ধন্যবাদ আপু।
ভালোবাসা যা দেয় তাই আমাদের কাছে উপহার। সে অবহেলাই হোক বা ঘৃণা ক্রোধ লোভ লালসা ভালবাসা সুখ স্মৃতি দুঃখ স্মৃতি সবটাই প্রাপ্তি। ভালোবাসার মানুষকে ভালোবেসে প্রাপ্তি।
কবিতাগুলো দিন দিন আরো ভালো হচ্ছে আপনার। লিখে যান এভাবেই৷
আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। খুবই সহজ সরল ভাষায় গুছিয়ে কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন। ভালোবাসার প্রতিদান যদি অবহেলা হয় সত্যি প্রত্যেকটা মানুষের কাছে বেশ খারাপ লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ভালোবাসা জিনিসটা এক অদ্ভুত জিনিস। যে পেয়েছে সে ধন্য আর যে, ভালোবাসার বদলে অবহেলা পেয়েছে সেই জানে কষ্ট কি জিনিস। আপনি কিন্তু ঠিক বলেছেন যে যদি ভালোবাসা সত্যিকারের হয় তাহলে অবহেলা নিয়েও ভালোবাসা যায় কারণ সেটা একসময় ঠিক হয়ে যায়। যাইহোক অবহেলা নিয়ে দুর্দান্ত একটি কবিতা লিখেছেন। চমৎকার হয়েছে একদম। এভাবেই চেষ্টা করে যান আশা করছি আগামীতে আরো চমৎকার কবিতা দেখতে পারবো আপনার থেকে ,শুভকামনা রইল।
অবহেলা মানুষের জীবনকে থামিয়ে দেয়। ভালোলাগা সবকিছু যেন থেমে যায় অবহেলার জন্য। জানিনা কেমন অবস্থায় আপনার দিন যাপন চলছে তার পরেও দোয়া করি আল্লাহ আপনার যেন ভালো রাখে। সর্বদা দোয়া করি। তবে কবিতার লাইনগুলো বেশ সুন্দরভাবে ফুটে তুলেছেন।
অবহেলা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। আপনার কবিতাটি পড়ে আমার ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার মতো অবহেলা এখন আমাকেও খুব বেশি ভালোবাসে। দিনে কিংবা রাত্রিতে, আলো কিংবা আঁধারে অবহেলা আমার এখন সঙ্গী। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো আপু । বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। হৃদয়ের কিছু কষ্টের অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
কবিতায় মনের অনুভূতিগুলো দারুনভাবে ফুটিয়ে তোলা যায়। আপনার কবিতাগুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আজকের কবিতাটি হৃদয়স্পর্শী ছিল, আসলে যার অনুভূতি জাগ্রত তার কবিতা ভালো হতে বাধ্য।
অবহেলা শিরোনামে দারুণ একটি স্বরচিত কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন।কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। এভাবে এগিয়ে যান সম্মুখে। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় আপু।
আসলে একটা মানুষ সবকিছুই সহ্য করতে পারে। কিন্তু প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা টা কখনোই সহ্য করা যায় না। আর এটা ই চিরন্তন সত্য। তখনই আমাদের সব থেকে বেশি কষ্ট লাগে, যখন আমাদের প্রিয় মানুষ আমাদেরকে অবহেলা করে। আজ আপনি অবহেলা কবিতাটা অনেক সুন্দর করে লিখেছেন। আপনার লেখা কবিতা টা আমার অনেক ভালো লেগেছে।