অনু কবিতা পোস্ট ||| বিরহের কিছু অনু কবিতা ||| original poem by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একগুচ্ছ অনু কবিতা নিয়ে।অনু কবিতাগুলো লিখতে অনেক ভালো লাগে।কবিতাগুলো ছোট হলেও এই কবিতার ভিতরে ব্যাপক অর্থ বহন করে।অনু কবিতা বিভিন্ন রকমের টপিক নিয়ে লেখা হয় এজন্য লিখতে ও পড়তে ভালো লাগে।মনের যত দুঃখ বেদনা আনন্দ হাসি কান্না সব কিছুরই প্রকাশ ঘটে এই কবিতায়।কবিতা একজন লেখক শুধু নিজের ব্যক্তিগত জীবনের কথাই শেয়ার করেন না বরং আশে পাশে সামাজে ঘটে যাওয়া নানান ঘটনাকে কেন্দ্র করে চেষ্টা করে কবিতাটিকে লিখে ফুটিয়ে তোলার জন্য।
আমার বাংলা ব্লগে কম বেশি সবাই কবিতা লেখে এবং সবার কবিতাগুলো অনেক সুন্দর হয়।আসলে কবিতা লেখাও একটি কবির মনের আর্ট।কারণ তার চিন্তা চেতনা ভাবনা ও অনুভূতিগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে একটি কবিতায়।আমিও চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে উপস্থাপন করার জন্য।যদিও তেমন ভালো লিখতে পারি না তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে আমার একগুচ্ছ অনু কবিতা গুলো দেখে নেয়া যাক।
দুঃখ কষ্টের মাঝে পাড়ি দিয়ে
সুখের মুখ দেখতে হয়,
কষ্টগুলো একান্তই নিজের ব্যক্তিগত,
সুখ গুলো সবার।
কিছু স্মৃতি মানুষকে হাসায়
কিছু স্মৃতি কাদায়।
তবুও স্মৃতি মনে পড়ে
স্মৃতির মাঝে হারিয়ে যেতে
ভালো লাগে কখনও,
কারণ পুরনো স্মৃতি থেকেও
অনেক কিছু শেখা যায়।
এই সুন্দর জীবনে
কত কিছুই না হয়,
কখনো মেঘ কখনো বৃষ্টি
কখনো বা সূর্যের হাসি,
তাই বলে মেঘে ঢেকে
জীবনকে আনন্দ থেকে
বিসর্জন দেওয়া ঠিক নয়।
সুন্দরভাবে জীবনটাকে উপভোগ
করার নামই জীবন।
মেঘে ঢাকা আকাশ,
দেখেছো কি কখনো
ওই রাতের নীরবতা,
গভীর রাতে নির্জন নীরবতা
বড্ড ভাবায় তাইতো
স্মৃতিগুলো আজও কাঁদায়।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
বিরহের অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার লেখা অনু কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অসাধারণ হয়েছে কবিতাগুলো। অনেক ভালো লেগেছে।
স্মৃতিগুলো আজও কাঁদায়। সুন্দর করে লিখলেন কথাটি কবিতার মাধ্যমে। কবিতাগুলো ভালো লাগলো আপু। আপনি মনের ব্যথাগুলোকে এক করে কবিতায় ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে একটি ভালো চেষ্টা। আরও লিখুন। যত লিখবেন তত হাত খুলবে।
আপনি কিন্তু চমৎকারভাবে অনেক কবিতা লিখেছেন আজকে। বিরহের হলেও কবিতাগুলো দারুন ছিল। আমি অনেক পছন্দ করি এই সমস্ত কবিতা। অসাধারণ লিখেছেন। সুন্দরভাবে কবিতা লেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমিও আপনার সাথে সহমত পোষণ করলাম আপু। কিছু কিছু স্মৃতি রয়েছে যেগুলো মানুষকে কাঁদাতে পারে। আবার কিছু স্মৃতি রয়েছে যেগুলো মানুষকে হাসাতে পারে। তবে আমার মনে হয় হাসির স্মৃতি সে দুঃখের স্মৃতিগুলো যেন বারবার মনে ভেসে আসে।
সুন্দর সুন্দর অনু কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে অনু কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের অনু কবিতা গুলো যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
বাহ আপু আপনি তো চমৎকার অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো ভিন্ন ভিন্ন টপিক নিয়ে পড়ে বেশ ভালো লাগলো। আসলে মনের ছোট ছোট অনুভূতি দিয়ে যখন অনু কবিতাগুলো লেখা হয় তখন এই কবিতাগুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে বিরহের অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।