অনুভূতিমূলক পোস্ট ||| একটি রাত জাগা কষ্টের অনুভূতি ||| original writing by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারের সবাই সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মত আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ কোন গল্প কবিতা রেসিপি ফটোগ্রাফি পোস্ট নয়।আপনাদের মাঝে হাজির হয়েছি "একটি রাত জাগা কষ্টের অনুভূতি" নিয়ে।
গতকাল রাতে বাংলা ব্লগে রেসিপি পোস্টটি যখন করছিলাম। তখন ছেলে এসে বারবার আমাকে বলছিল আমার কেমন জানি লাগছে। আমি ভাবছি ও হয়তোবা দুষ্টুমি করছিল এজন্য অতটা গুরুত্ব দিচ্ছিলাম না। মাঝে মাঝে ওরা ঘুমিয়ে পড়লে আমি অনেক রাতে পোস্ট করি নিরিবিলিতে। সেদিনও পোস্ট করতে একটু দেরি হয়েছিল তাই রাতেই পোস্টটা করছিলাম। পোস্ট করা শেষ হয়ে যাওয়ার পর আবারো এসে আমাকে বলল আমার ভালো লাগছে না।এদিকে আমার হাজব্যান্ড ও প্রচন্ড অসুস্থ জ্বর।এটারও টেনশন কাজ করছিল। বাবুর অসুস্থতা তেমন পাত্তা দেয়নি কারণ সন্ধ্যার থেকে বেশ ভালই খেলছিল ও পড়ালেখা করছিল। হঠাৎ করে এমন হবে বুঝতে পারিনি।
তারপর পোস্ট করে যখন বাবুকে শুয়ে দিলাম। দেখি ওর চোখ কেমন যেন লাগছে ও ঠোঁট দুটো শুধু কাচ্ছে। সঙ্গে সঙ্গে দেরি না করে আরো শীতের কাপড় জড়িয়ে দিলাম।কিছুক্ষণ পর যখন জ্বর মাপলাম তখনও প্রচুর জ্বর ছিল।তারপর ওকে নিয়ে কিছুক্ষণ বসে থাকার পর মন মান ছিল না। তখন গিয়ে একটি কাপড় এনে সেটি পানিতে ভিজিয়ে মাথায় জল পট্টি দিয়ে দিলাম।বেশিক্ষণ দিলাম না অল্প কিছুক্ষণ দিলাম কারণ একটু কাশিও ছিল।
বাসার সবাই ঘুম ছিল আমার কেন জানি ঘুম আসছিল না শুধু টেনশন হচ্ছিল।তারপর বারান্দায় গিয়ে দেখি চারদিক এতটা নীরব এবং চুপচাপ। তাই সেখানে না থেকে আবারো ভেতরে এসে বাবুর পাশে বসতেই বাবু বলল পানি খাবে। তাকে আবারো উঠিয়ে পানি খাওয়ে শুয়ে দিলাম। সারাটা রাত জ্বরে আর ঘুমালো না ছেলে আমার।আদর করে ঘুম পাড়িয়ে দিতে চাইলাম তারপরও বলে আমার ঘুম আসছে না ভালো লাগছে না। তাইতো ওকে নিয়ে একটি রাত জেগে রইলাম। আসলে সব মা মনে হয় এমনই হয়। কারণ এখন বুঝতে পারি আমাদের কে আমাদের মা এমন করেই মানুষ করেছে। সত্যিই মা না হলে মায়ের অনুভূতি বোঝা যায় না।
এখন হাড়ে হাড়ে বুঝতে পারি মা কতটা আমাদেরকে আদর যত্ন এবং কত কষ্ট করে বড় করেছে। পরিবারের সবাই সুস্থ থাকলে মনে শান্তি লাগে না। সব কাজ করেও শান্তি পাওয়া যায় না। পরিবার অসুস্থ থাকলে যেমন মন খারাপ থাকে আর টেনশনও কাজ করে কখন তারা সুস্থ হবে এবং কি করলে তাড়াতাড়ি সুস্থ করা যাবে।তাইতো রাত জেগে সকাল সকাল তাদের নাস্তা বানিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসতে।সন্তান অসুস্থ হলে মনে হয় কি করলে, তারা কি খেলে সুস্থতা অনুভব করবে এটাই মাথায় কাজ করে মায়ের।আসলে রাতটাও কেটেছে অনেক কষ্টে দিনটা খুব টেনশনে ছিলাম।বার বার মনে হচ্ছিল কখন আমার পরিবার সুস্থ হবে।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1880677659065340046?t=p6AomO3zgO9qscC21NWRZQ&s=19
আপনার সন্তানের সুস্থতা কামনা করছি আপু। আসলে সন্তান অসুস্থ হলে কোন মায়ের কাছে ভালো লাগে না। সন্তান ছোট হোক কি বড় হোক প্রতিটা মায়ের কাছে তার ছেলে মেয়ে অসুস্থ হলে কোন শান্তি লাগেনা। মনে হয় কখন তার সন্তানটা একটু হাসবে ভালো ভালো খাবে শান্তিতে থাকবে। আমরা তো পরিবারের অসুস্থ থাকলেও ঘুমিয়ে থাকি। কিন্তু একজন মা তার সন্তানের পাশে হাজার রাতও এভাবে জেগে কাটিয়ে দিতে পারে।
আপু প্রথম আপটার ছেলের সুস্থতা কামনা করি। আসলে ছেলে মেয়ে অসুস্থ হলে মা বাবার টেনশন অনেক বেড়ে যায়। আপনার ছেলে অসুস্থ এই কারণে সারারাত আপনি ঘুমাতে পারেন নাই। আর ছেলেমেয়ে যখন হয় তখন বুঝা যায় মা-বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আর পরিবারের কেউ অসুস্থ থাকলে আপু খাওয়া দাওয়া থেকে কিছুই ভালো লাগেনা। যাই হোক আপনার ছেলেকে ডাক্তার দেখিয়েছেন শুনে ভালো লাগলো।
সন্তান অসুস্থ থাকলে কোনো মা ঘুমাতে পারে না। আসলে মায়ের কোনো তুলনা হয় না। এভাবে একটা রাত জেগে থাকাটা এতো সহজ নয়। যাইহোক আপনার ছেলে সহ পুরো পরিবারের সুস্থতা কামনা করছি আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রাত জাগা কষ্টের অনুভূতি শেয়ার করেছেন আপনি পড়ে খারাপ লাগছে আপু। আপনার ছেলের সুস্থতা কামনা করি। যেন দ্রুত সুস্থ হয়ে উঠে এই আশাবাদ ব্যক্ত করি। আসলে ছেলে অসুস্থ হলে মায়ের কখনো ঘুম আসে না রাতে। মায়ের মতো আপন কে হয় না এই পৃথিবীতে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।