আমার অনুভূতি ||| অসুস্থতা যখন পিছু ছাড়ে না।।
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা যে যেখানে আছেন আশা করছি সুস্থভাবে দিনযাপন করছেন।
আমি আজ আপনাদের মাঝে একটু ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজ কোন গল্প কবিতা রেসিপি কোন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়নি। আজ হাজির হয়েছি আমার ব্যক্তিগত জীবনে শারীরিক অসুস্থতা নিয়ে। অসুস্থতা যেন প্রত্যেকের ঘরে ঘরে।প্রকৃতির গরম উত্তাপ আমাদের সকলের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে তাইতো প্রতিটি ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ছে।
গতকাল হ্যাংআউট অনেক মজা করে শুনছিলাম এবং ইনজয় করছিলাম কারন হ্যাংআউটে না থাকলে আমার ভালো লাগেনা। আমি চেষ্টা করেছি শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটি হ্যাংআউটে উপস্থিত থাকার। তাইতো বরাবরের মতো সবসময় হ্যাংআউটে উপস্থিত থেকে পুরো হ্যাংআউট টি উপভোগ করে যখন শেষ হয়ে গিয়েছিল তখন রাতের খাওয়া কমপ্লিট করে বিছানায় শুতে এলাম দেখি পুরা শরীর শিহরন দিয়ে ফুলে উঠেছে এবং প্রচন্ড ঠান্ডা লাগছে। এত গরমের মধ্যেও আমার শীত লাগছে তখন বুঝতে আর দেরি হলোনা হয়তো আমার জ্বর চলে আসছে।
যদিও বিকাল টাইমটা হাঁচি করতে করতে একদম স্বস্তি পাচ্ছিলাম না তখন একটি ঔষধ খেয়ে নিয়েছিলাম শুধুমাত্র হ্যাংআউট এর জন্য।জ্বরের পাশাপাশি কিছু দিন আগে আমার দাঁতের একটু প্রবলেম ছিল সেটাই ডাক্তার দেখাতে গিয়েছিলাম এবং সেখানে ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল এবং দাঁত দেখে সিন করে দিয়েছিল । অসুস্থতা কেন জানি ধুকে ধুকে মারছে আমাদের পরিবারকে। শুধু যে আমি অসুস্থ তা না আমার ছোট্ট ছেলেটিরও জ্বর, তিন চারদিন আগে বল খেলতে গিয়ে হাতে প্রচন্ডভাবে ব্যথা পেয়েছে।
আসলে সবমিলিয়ে মনের দিক থেকে প্রচন্ড কষ্টের ভিতর আছি। এত অসুস্থতা কষ্টে থেকেও আমার বাংলা ব্লগে না হাজির হতে পারলে আরও বেশি কষ্ট লাগে। আসলে আমার বাংলা ব্লগ আমার জীবনের একটি পার্ট হিসেবে আমি বেছে নিয়েছি। সকালে ঘুম থেকে যখন বিছানা থেকে উঠতে পারছিলাম না । পুরা শরীর জ্বরে কাঁপছিল তারপরও ফোনটা নিয়ে একটু চেষ্টা কর ছিলাম কিছু কমেন্ট করার জন্য। শরীর অসুস্থ থাকলে তখন আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে না। এমনিতেই আমরা যখন ব্যস্ত থাকি তখন মনে হয় একটু যদি রেস্ট নিতে পারতাম। আর অসুস্থতার মধ্যে শুয়ে থাকতে থাকতে মনে হয় শরীর ব্যথা হয়ে যায়। জ্বরের জন্য মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। এমনিতেই আমার প্রচন্ড মাইগ্রেনের সমস্যা। মাথার ব্যথা উঠলে আমি আবার নিজেকে স্থির রাখতে পারি না তাই দেরি না করে একটা টাফনিল ট্যাবলেট খেয়ে নিলাম।
সব মিলিয়ে অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছি।সব থেকে বেশি খারাপ লাগে একটি পরিবারের মেয়েরা যখন অসুস্থ হয় তখন পুরো পরিবারের সব কিছুই এলোমেলো হয়ে থাকে । আমি অসুস্থ থাকায় আমার পরিবারের সদস্য অনেক কষ্টে আছে। কারণ ঠিক ভাবে তাদের টেককেয়ার নিতে পারছি না তাঁরাও ঠিকভাবে সবকিছু পাচ্ছে না। তাইতো আমার জ্ঞানে যতটুকু বুঝি দায়িত্ব বিশাল জিনিস।
আমি এই লেখাটি লিখেছি গায়ে প্রচন্ড জ্বর নিয়ে জানিনা লেখা টি আপনাদের কেমন লেগেছে তবে আপনারা আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং আমার পরিবারের আগের মত যত্ন নিতে পারি।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
বিষয়ঃ- আমার অনুভূতি "অসুস্থতা যখন পিছু ছাড়ে না"।*
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
আপু একদম ঠিক বলেছেন হ্যাংআউট এ থাকতে না পারলে ভালো লাগে না। তাই যতই সমস্যা হোক না কেনো আমিও হ্যাংআউট এ যোগ দেওয়ার চেষ্টা করি।অতিরিক্ত গরমের কারনে সবাই অসুস্থ হয়ে পড়ছে।সারাদিন হাঁচি দেওয়ার যে কি কষ্ট আর মাইগ্রেন নামক যন্ত্রণা দুটোই আমার আছে তাই এটা কতটা কষ্টদায়ক তা আমি বুঝি।ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।কষ্টের অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
যে দিদি আপনার সাথে একমত আসলে সুস্থতাই সকল সুখের মূল।
আপনার সুস্থতা কামনা করছি।।
আসলে যে পরিমাণ গরম পড়ছে এর মধ্যে সুস্থ থাকাটাও এক ধরনের যুদ্ধ।।
সুস্থতা সৃষ্টিকর্তার দেওয়া এক বড় নিয়ামত।।
এজন্য অসুস্থ হওয়ার আগেই সুস্থতার জন্য প্রার্থনা করা জরুরি।।
জি ভাই আমার জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠি।
প্রথমে আপু আপনার এবং আপনার ছেলে মেয়েদের জন্য অনেক সুস্থতা কামনা করছি ।আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা সুস্থ হয়ে যাবেন। আমি মনে করি খুবই মূল্যবান জিনিস হচ্ছে শারীরিক সুস্থতা। যে একবার শারীরিক অসুস্থতার মধ্যে যায় এবং অসুস্থতা যখন তাকে একেবারে আপন করে নেয় তখন সেই বুঝতে পারে শারীরিক সুস্থতা কতটা গুরুত্বপূর্ণ। আর আপনি একদম ঠিক কথা বলেছেন আপু হ্যাংআউট না শুনতে পারলে যেন ভাল লাগে না। আমার কাছে হ্যাং আউট শুনতে অনেক বেশি ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মাঝে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে যেন হাজির হতে পারেন।
অসংখ্য ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনি তো বেশ কষ্টে আছেন পরিবারের সবাই যদি অসুস্থ হয় তাহলে বেশ খারাপ অবস্থা হয়। শরীরের অসুখ বলেন, দাঁতের ব্যাথা বলেন, চোখের ব্যাথা বলেন কিংবা অন্যান্য অসুখ হলে বেশ কষ্ট হয়। বিশেষ করে বাচ্চাদের অসুখ হলে অনেক জটিল মনে হয় আমার কাছে। কিছুদিন আগে আমার পরিবারেরও এমন অবস্থা হয়েছিল। সবার জন্য দোয়া রইল আপু খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠেন।
জি আপু আমাদের জন্য দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।
কে কখন অসুস্থ হবে কেউ জানে না তবে সবকিছুতেই আল্লাহর নামে শুকরিয়া আদায় করা আমাদের জন্য একান্ত প্রয়োজন। কারণ রোগ দেওয়ার মালিক যেমন আল্লাহ, ভালো করে দেওয়ার মালিক আল্লাহ। আর হ্যাংআউটের না থাকলে আমারও ভালো লাগে না। সব মিলিয়ে যেন সুন্দর একটি পরিবার আমাদের। দ্রুত সুস্থ হয়ে ওঠেন এটাই দোয়া করি।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন সৃষ্টিকর্তাই রোগ দেন এবং সৃষ্টিকর্তায় সুস্থতা দান করেন।
আপনি এতো অসুস্থ জেনে খুব খারাপ লাগলো আপু। প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। প্রচন্ড গরমে ঘরে ঘরে অসুস্থতা বেড়ে গিয়েছে। অসুস্থ হলে অসুখ সহজে কমতে চায় না। যাইহোক ঠিকমতো ঔষধ খাবেন এবং পরিমিত বিশ্রাম নিবেন। ভালো থাকবেন সবসময়।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।