ফটোগ্রাফি পোস্ট ||| প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসে ফটোগ্রাফি করা এক প্রকার নেশা হয়ে গেছে।প্রকৃতির অপরূপ সুন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। তাই তো প্রকৃতির সৌন্দর্য যেখানেই দেখি চেষ্টা করি তার ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।একটি সময় ফটোগ্রাফি করা তেমন ইচ্ছা বা আগ্রহ ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসার পর থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।আমার মত ফটোগ্রাফি করাটা বাংলা ব্লগের কম বেশি সবাই পছন্দ করে।
গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন কারে। গ্রামের সৌন্দর্যগুলোই আলাদা সবুজ শ্যামল সতেজ ভরা অরণ্য।তাইতো মাঝে মধ্যেই ছুটে যাই ফটোগ্রাফি করার জন্য।সেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আরো বেশি ভালো লাগে। যদিও সেরকম ফটোগ্রাফার আমি নই তারপরও চেষ্টা করছি।আমি আজ আপনাদের মাঝে "প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি চলুন আর কথা না বলে ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যায়।
প্রকৃতি এবং নীল আকাশ একই সঙ্গে দেখতে কত যে সুন্দর লাগে সেটি এই ফটোগ্রাফি না করলে বুঝতে পারতাম না। তবে বাস্তবে দেখা আর ছবিতে দেখার মধ্যে অনেক পার্থক্য।
নদীর কূল বা কিনাড়াই যখন এরকম মাছ ধরার জন্য জাল পাতানো এবং পাশে কিছু নৌকা দেখতে পাই। তখন আসলে মনটা অনেক ভালো লাগে কারণ এই ধরনের দৃশ্যগুলি আমরা খুব কমই দেখতে পাই যারা শহরে বসবাস করি।তাই সবার দেখার উদ্দেশ্যে ফটোগ্রাফিটি করা এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম।
শীতের সময় সকালবেলা পিচ ঢালা পথে গাড়ী চালানো খুবই কষ্টকর। যদি পিস ঢালা পথে এইরকম শীতের সকালে না বের হওয়া যায় তাহলে বিষয়টা বুঝতে পারা যাবে না।তবে সকাল বেলায় পিচ ঢালা পথে চলাফেরা করতে বেশ ভালই লাগে।
শীতের সকালে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে। তাই তার একটি ফটোগ্রাফি করে আপনাদের সামনে শেয়ার করলাম।
শীতের সময় পুকুরের পানি কমে যায় এবং পুকুর পাড়ে গাছগুলোর সতেজা থাকে না।কারণ শীতে গাছের পাতা গুলো ঝরে যায় এবং গাছগুলো কেমন যেন আমার মনে হয় শুষ্কতাই পরিণত হয়।
পানিতে রাজহাঁস গুলো খেলছিল অর্থাৎ আমার মনে হয় রাজহাঁসগুলো গোসল করছিল।আর এই দৃশ্যটি দেখতে বেশ ভালই লাগছিল।ফটোগ্রাফিতে পুরো বিষয়টা আসে নাই, তবে ভিডিওগ্রাফি করলে হয়তো বা পুরো আনন্দটা উপভোগ করতে পারতেন।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে সুন্দর সুন্দর কিছু জায়গা সিলেকশন করে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি মোবাইলে ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছিল প্রকৃতি ও নীল আকাশ এর ফটোগ্রাফিটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু খুবই সুন্দর সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এ ধরনের মন্তব্য পড়তে যেমন ভালো লাগে তেমনি এ ধরনের মন্তব্য পেলে কাজের আগ্রহ অনেক গুণ বেড়ে যায়।
প্রাকৃতিক সৌন্দর্যময় বিভিন্ন দৃশ্যের চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দুর্দান্ত। বিশেষ করে নীল আকাশের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।
সবগুলোই প্রাকৃতিক ফটোগ্রাফি। নদী নালা হাঁস, কুয়াশাচ্ছন্ন পরিবেশ সবকিছুই দারুন ছিল। প্রাকৃতিক পরিবেশ সবসময় আমার কাছে ভালো লাগে। সবকিছু খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ছবি আমাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
সত্যি আপু গ্রাম বাংলার সৌন্দর্য দেখলে মন ভালো হয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। গ্রামের অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য ধারণ করেছেন। চমৎকার লাগল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনে একটা প্রশান্তি কাজ করে। জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আপনার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে। প্রথম দুইটা ফটোগ্রাফি এবং কুয়াশাচ্ছন্ন প্রকৃতির ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। বেশ দক্ষতার সাথে এগুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।
সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।
আসলেই প্রকৃতির সৌন্দর্য্য আমাদের মুগ্ধ করে।আপনার তোলা প্রত্যেকটি ছবি সুন্দর ও মনমুগ্ধকর।বিশেষ করে নদীর কুল,পুকুর এবং রাজহাঁসের দৃশ্যটি আমার কাছে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।
জি দিদি প্রকৃতি আসলে আমারও অনেক ভালো লাগে। তাই প্রকৃতির ফটোগ্রাফিগুলো সব সময় উপস্থাপন করার চেষ্টা করি।
প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য ফুটিয়ে তুলেছেন এই ফটোগ্রাফির মাধ্যমে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো আমার।
মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
সঠিক বলেছেন প্রকৃতি বরাবরই সবার নজর কাড়ে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। বর্ণনাগুলো দারুন ভাবে দিয়েছেন। পুকুরে হাঁস গুলো দেখে মনে হচ্ছে টুপ করে ধরে জবাই করে রান্না করে টুপ করে খেয়ে ফেলি হি হি হি। তাছাড়া প্রত্যেকটা প্রকৃতির ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। এরকম চমৎকার ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
গ্রাম বাংলার এমন ফটোগ্রাফি দেখতে বড় ভালো লাগে। কত সুন্দর পুকুরে রাজহাঁস চরছে। কুয়াশা এসে ঢাকা পড়ে গেছে চারপাশ। অসাধারণ সব ফটোগ্রাফিতে শীতের সকাল জমে গেল। মাঠের ছবিটিও খুব ভালো লাগলো আপু। যোগ্য পোস্ট হিসেবেই ফিচার পোস্টের সম্মান পেলেন।
সব সময় মন্তব্য করে কাজে উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।
জি আপু গ্ৰাম বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখলে কেমন জানি একটা প্রশান্তি কাজ করে। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি করেছেন। আমার কাছে সব থেকে নীল আকাশের ফটোগ্ৰাফিটি অনেক ভালো লেগেছে। আমাদের মাঝে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি ভাই নীল আকাশের ফটোগ্রাফি টা আসলে অনেকেই পছন্দ করেছে।