ছোট গল্প ||| আমার চোখে তুমি ||| original writing by @saymaakter.
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আমার লেখা আরেকটি ছোট গল্প নিয়ে। গল্প লিখতে অনেক ভালো লাগে। তবে কবিতালিখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। কবিতার পাশাপাশি গল্প লেখার চেষ্টা করছি। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে গল্প লেখার আগ্রহ আরও বেশি বেড়ে যাচ্ছে। আসলে যে কোন কাজে উৎসাহ পেলে সেই কাজটি আরো মনোযোগ দিয়ে খুব ভালো করে করতে ইচ্ছা হয়।এর আগে একটি গল্প লিখেছিলাম বেশ ভালো লেগেছিল আমার নিজেরও।আসলে কবিতা ও গল্প লেখা দুটোই অনেক কঠিন।সব সময় যেমন কবিতার ছন্দগুলো মনে আসে না।তেমনি গল্পের ক্ষেত্রেও তাই।
পৃথিবীটা অনেক সুন্দর। যদি সুন্দরভাবে উপভোগ করা যায়।যত দুঃখ কষ্ট আসুক না কেন যদি মনের ভেতরে সব সময় আনন্দ থাকে এবং কষ্ট দুঃখ গুলোকে নিয়ে বাস্তবতা মেনে নিয়ে জীবন গড়া যায় তাহলে হয়তো বা কিছুটা হলেও মনে প্রফুল্লতা থাকে। কিন্তু নীরবতা ও দুঃখ কষ্টে যদি সব সময় নিজের মনকে ভেঙ্গে কষ্ট হীনতায় সবার মাঝ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা হয় তাহলে সে কষ্টটি আরো দ্বিগুণ বেড়ে যায়। আমি আজ আপনাদের মাঝে প্রেমের একটি ছোট গল্প নিয়ে হাজির হয়েছি। আমার গল্পের নাম আমার চোখে তুমি। চলুন আর কথা না বাড়িয়ে গল্পের মূল পর্বে যাওয়া যাক।
আমার গল্পের নায়িকার নাম নীলা। নীলা বেশ দুষ্ট প্রকৃতির মেয়ে। সারাক্ষণ হাসি আনন্দের ভিতরে থাকতে তার অনেক ভালো লাগে। সব সময় ভাই-বোনদেরকে নিয়ে এবং আশেপাশের ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলতে সে ভীষণ ভালোবাসতো। আবার পাড়া-প্রতিবেশী বয়স্ক নানু ও দাদুদের সাথেও সব সময় দুষ্টুমি করতো তাদের সাথে। নীলা যেমন দুষ্ট প্রকৃতির ছিল তেমনি বড়দের কথা খুব মানতো।
তাইতো বয়স্ক থেকে শুরু করে সেখানকারের ছোট বাচ্চারা নীলাকে প্রচুর ভালোবাসতো। যেদিন নীলার কলেজ বন্ধ থাকে সেদিন বাচ্চারা তার বাসায় ভিড় করতো তাকে নিয়ে খেলার জন্য। মিলার মা সবসময় নীলাকে বলতো তুমি এখন বড় হয়েছো মা এরকম করে বাচ্চাদের সঙ্গে খেলা তোমাকে মানায় না। কিন্তু কে শুনতে কার কথা। নীলা তার মাকে বলতো মা দেখতো আমি কি বড় হয়েছি আমি তোমার সেই ছোট্ট নীলাটি রয়ে গেছি।আর মার কাছে কি কখনো সন্তান বড় হয়।
নীলা যেমন দুরন্তপানা ছিল তেমনি ক্লাসেও ভালো রেজাল্ট করত । শিক্ষক-শিক্ষিকাকে খুব ভালবাসত নীলা। প্রায়ই শিক্ষকদের নিলা ফুল গিফট করত তার বাগানের।নীলা ফুল খুব ভালবাসত তাই তো শখের বসে বাড়ির ওঠানে বাগান করেছে এবং ছাদেও বেশ কিছু ফুলের গাছ লাগিয়েছে। সে সব সময় যত্ন করতো সেই ফুলের গাছগুলো। নানান রঙ্গের ফুলে রঙ্গিন হয়ে থাকতো তার ছাদ বাগান। এতটাই সুন্দরভাবে ছাদ সাজিয়েছে যা দেখে সবাই মুগ্ধ হত।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
আপনি সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর একটি গল্প শেয়ার করেছেন আপু। নিলার এমন জীবন গল্প গুলো হাজারো মেয়ের পরিচয় বহন করে। আপনি গল্পটা অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। এমন একটা গল্প আমিও শেয়ার করতে শুরু করেছি। যেটা বাস্তবতাকে কেন্দ্র করেই লিখার চেষ্টা করছি।
আমার চোখে তুমি গল্পটি আমি পড়লাম বেশি ভালোই লাগলো। নীলা সব সময় হাসিখুশি থাকে তার ফুলবাগান আছে এবং তার সম্পূর্ণ গল্পটা পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আমরা সব সময় যদি এমন হাসি খুশি থাকি তাহলে নিজের এবং পরিবারের সবাই অনেক খুশি থাকে। ধন্যবাদ আপু গল্পটি শেয়ার করার জন্য।
অনেক সুন্দর একটা ছোট গল্প লিখেছেন আপনি। আমার কাছে আপনার লেখা গল্পটা পড়তে সত্যি খুব ভালো লেগেছে। নীলা অনেক ভালো একটা মেয়ে দেখছি। বড় হওয়ার পরেও সবার সাথে আগের মতই খেলাধুলা করতো। সে সবার কাছে অনেক প্রিয় ছিল। এটা দেখে অনেক ভালো লাগলো। সুন্দর একটা গল্প লিখে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
খুব সুন্দর একটা গল্প লিখেছেন। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে। এরকম গল্প গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। আপনার লেখা আমার চোখে তুমি এই ছোট গল্পটা এক কথায় খুব দারুণ ছিল। আশা করি এরকম সুন্দর সুন্দর গল্পগুলো আপনি সবসময় আমাদের মাঝে এভাবেই শেয়ার করবেন।
https://x.com/mst_akter31610/status/1885741539185586427?t=ncMa0QBxOD1PMSONIilTpg&s=19