আমার অনুভূতি ||| আমার শখের ছাদ বাগান।
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা প্রত্যাশা করছি পরিবারের সকলকে নিয়ে এই শীতের আবহাওয়ায় সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হতে এবং আমার প্রিয় ও ভালোলাগা কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু শখ থাকে। আনন্দ উল্লাস নিয়ে যেমন একটি মানুষের জীবন। তেমনি এই আনন্দ উল্লাসের পাশে কষ্ট কেও কেন্দ্র করে জীবন অতিক্রম করতে হয়। তাই বলে জীবন থেমে থাকে না। প্রত্যেকের জীবনে থাকে কিছু আশা এবং আশার পাশাপাশি থাকে প্রত্যেকের জীবনে কিছু নিজস্ব স্বাধীনতা।
নিজস্ব স্বাধীনতাকে কেন্দ্র করে অনেকেই গড়ে তুলছে অসৎ ভাবে অনেক কিছু। আবার অনেকেই সৎ ভাবে সবকিছু পেতে ইচ্ছুক। ব্যক্তিগত জীবনে আমার নিজস্ব কিছু ইচ্ছা শখ যাই বলেন না কেন আছে।আমার কেন জানি গাছ লাগানোর প্রতি প্রচন্ড আগ্রহ।এক প্রকার নেশা বলতে পারেন।যখনি আমি আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাই তখন স্কুলের পাশে ভ্যান গাড়ি করে কিছু নার্সারির চারা নিয়ে আসা হয়।আর সেই নার্সারীর ভাই এক প্রকার আমার পরিচিতি হয়ে গেছে। কারন আমি প্রায়ই তার কাছ থেকে কিছু গাছ কিনে থাকি।
আমি চেষ্টা করি আমার বারান্দায় অথবা ছাদে গাছ লাগাতে। গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছের মতো আপনজনকে আছে বলেন গাছ আমাদের অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের উপকারে নিজেকে বিলিয়ে দেয়। সেই তো প্রকৃত বন্ধু যে অন্যের কাজে নিজেকে বিলিয়ে দেয়।গাছের পেছনে সময় দিতে আমার অনেক ভালো লাগে।আর এ গাছগুলো যখন আমি লাগাই তখন আমার বাসার যত রকমের সবজির খোসা,চা করার পর সেই পাতিগুলো আমি না ফেলে জমিয়ে রাখি সেগুলো গাছে দেই সার হিসেবে।কারণ এগুলো গাছের জন্য খুবই উপকারী।
আমি মাটিগুলো উর্বরের মত করে আমার ভেঙ্গে যাওয়া জিনিসপত্র ফেলে না দিয়ে সেগুলো ছাদের উপরে রেখে দেই এবং সেগুলোতে আমি গাছ লাগাই। একটি জিনিস ভেঙ্গে গেছে জন্য যে তাকে ফেলে দিতে হবে তার কোন মানে নেই। ভেঙ্গে যাওয়া জিনিসও মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে।ছেলের স্কুলের সেই নার্সারি আলার কাছ থেকে গাছগুলো নিয়ে এসে বালতি বিভিন্ন রকমের জার বড়গুলোতে গাছ লাগিয়ে দিয়েছি।
প্রতিদিন সকাল বিকাল গাছগুলোতে চেষ্টা করি পানি দিতে এবং অন্যান্য সার লাগলে সার দেওয়ার চেষ্টা করি।মোটকথা আমি গাছের সঙ্গে সময় কাটাতে অনেক ভালোবাসি। সৃষ্টিকর্তার রহমতে প্রত্যেকটি গাছ আমার এত সুন্দর তরতাজা ও সতেজ হয়েছে যা দেখে আমার এতদিনের কষ্ট মনে হয় সফলতা পেয়েছে। আর নিজের গাছের যে কোন সবজি নিজ হাতে উঠিয়ে খাওয়ার মজাই আলাদা।
আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি শসার গাছ। এই শসার বীজ এনে প্রথমে লাগিয়ে দিয়েছিলাম তারপর গাছগুলো এত দ্রুত বেড়েছে এবং ফল দিয়েছে ভাবতেই পারিনি এত সুন্দর হবে। তাই আমার ছাদ বাগানের ফলসহ শশা গাছটির শখের ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম।
লাউ গাছের চারা কিনেছিলাম এবং সেই লাউ গাছে আগা গুলো এত মোটা হয়েছে দেখতে দারুন লাগে। দুই একটি লাউ গাছে ধরেছে অনেক ছোট তাই আমার লাউ গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে দিলাম।
লাউ গাছের পাশাপাশি করলা গাছও লাগিয়েছি দুই তিনবার আমি উঠিয়ে খেয়েছি করল্লা গুলো এত মজা আসলে কেমিক্যাল মুক্ত যে কোন জিনিস খেতে অনেক স্বাদ। তাই আমার শখের বাগানের ছবি আপনার মাঝে শেয়ার করলাম ।
করলা গাছের পাশাপাশি শিম গাছও লাগিয়েছি তবে শিম গাছে ফুল আসেনি হয়তো আরো কিছুদিন সময় লাগবে। তাই আমার শখের শিম গাছের ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম।
সব শুধু বড় গাছ লাগাবো তা তো হয় না বেগুনের যে দাম তাই বেগুনের গাছ লাগিয়েছি।আমার বেগুন গাছের ফুল এসেছে তাই আপনাদের মাঝে বেগুন গাছের একটি শখের ছবি তুলে ধরলাম।
কদর সবজিতে আমার অনেক ভালো লাগে। তাইতো কদর গাছ লাগাতেও ভুল করিনি। কদরগাছে অনেক কদর ধরেছে। দু একবার কদর খাওয়া হয়েছে। তাই কদরগাছের শখের একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম ।
ছোট টপ গুলো ফেলে রাখেনি সেই ছোট টবে দেশী পুইশাকের চারা লাগিয়ে দিয়েছি।মাশ-আল্লাহ আপনাদের দোয়ায় সেই গাছগুলো বড় হচ্ছে। তাই সেই পুঁইশাকের কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরলাম ।
আমার শখের বাগানের কিছু ফটোগ্রাফি এবং আমার শখের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম।আমার মনে হয় আমরা সবাই যদি সময় নষ্ট না করে মহিলারা একটু ছাদ বাগানের প্রতি গুরুত্বশীল হয় তাহলে অতি নিমিষেই আমরা সব টাটকা শাক-সবজি খেতে পারব।
আর আমাদের স্বাস্থ্য সতেজ থাকবে শরীরও সুস্থ থাকবে আর প্রকৃতি দেখে মনটাও ভরে উঠবে। সুন্দর প্রকৃতি আমাদের আগামী দিনের জন্য শুভ বার্তা বইয়ে আনবে। একটি ফুল যেমন সবাইকে আকৃষ্ট করে সুন্দর একটি ছাদ বাগানো অতি নিমিষে যে কারো মনকে আকৃষ্ট করতে পারে। এটা আমার মুখের কথা নয় এটা একদম চিরন্তন সত্য কথা।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।
বিষয়ঃ- আমার অনুভূতি "আমার শখের ছাদ বাগান "।
কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।
আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........
আপু আপনার ছাদ বাগানের অনুভূতি গুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপু আপনি অনেক সবজি চাষ করেছেন জেনে অনেক ভালো লাগলো। সত্যি বর্তমান সবজির যে দাম, আর নিজের হাতে যদি লাগিয়ে খাওয়া যায় তাহলে অনেক ভালো হয়। আসলে নিজ হাতে সবজিগুলো অনেক স্বাস্থ্য সম্মত ও পুষ্টিকর হয়। ধন্যবাদ আপু আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন গাছ আমাদের পরম বন্ধু কারণ গাছ থাকলে আমরা থাকবো না হলে আমরা নেই । তাই আমাদেরকে গাছ রোপন করতে হবে। আপনার ছাদ বাগান তো নয় যেন সবজির হাট বসিয়ে দিয়েছেন। দেখে খুব ভালো লাগলো এক দিক থেকে চাহিদা ও মিটবে আর সাথে বাগানও তৈরি হয়ে গেল। শুভকামনা রইল আপনার জন্য
সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
ঠিক বলেছেন আপু। আমাদের সবারই রয়েছে নিজস্ব শখ ইচ্ছা। গাছ আমাদের পরম বন্ধু। এগুলোর গুরুত্ব বলে বোঝানো যাবে না। আপনার ছাদ বাগানের ফটোগ্রাফি দেখে আমি রীতিমতো মুগ্ধ। সত্যি কী নেই ঐ বাগানে। শসা, করলা, বেগুন গাছ, চিচিঙ্গা, লাউ গাছ সব। এগুলো যেমন আপনার শখ পূরণ করবে তেমনি শাক সবজির ঘাটতিও। চমৎকার লাগল আপনার শখের ছাদ বাগান টা। আপু।
আমার ছাদ বাগান আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
আসলে আপনি গাছ লাগানোর ব্যাপারে এত আগ্রহী জেনে ভালো লাগলো। গাছ যেহেতু আমাদের পরিবেশ রক্ষা করে তাই গাছ কেউ রক্ষা করা বা গাছ লাগানো আমাদের দায়িত্ব। যাইহোক আপনার ছাদ বাগানে তো দেখছি অনেক ধরনের গাছ লাগানো আছে। এই গাছগুলোর মাধ্যমে পরিবেশ রক্ষা হয় এবং আপনাদেরও উপকার হয়। যাইহোক শুভক্ষণে রইল আপনার জন্য।
জি ভাই এই ছাদ বাগান থাকার কারণ অনেক টাটকা শাকসবজি খেতে পারছি।
ঠিক বলেছেন গাছ আমাদের প্রকৃতি বন্ধু। তবে আমার কাছে ও ছাদে বা কোথাও গাছ লাগাতে অনেক ভালো লাগে। তবে এটি শুনে ভালো লাগলো সবজির খোসা চা পাতা জমিয়ে সার বানান। গাছ লাগালে আমাদের নিজের জন্য অনেক ভালো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।
সত্যিই আপনার এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো কারণ আপনার এই পোস্ট পড়ে বুঝতে পারলাম যে আপনি একজন প্রকৃতির ফ্রেন্ড মানুষ, আর বরাবরই প্রকৃতির সঙ্গে আপনার অন্যরকম এক ভালোলাগা আছে। আপনার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া থেকে নিয়ে আসার সময় ভ্যান গাড়ির উপর থেকে গাছ কিনে এবং যার কাছ থেকে গাছ কেনেন তার সঙ্গে কোন রকম ভালোলাগার সম্পর্ক হয়ে গিয়েছে জেনে ভালো লাগলো। আসলে কখন কার সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক গড়ে ওঠে সেটা আমরা বুঝতেই পারি না, প্রকৃতির প্রতি আমাদের সকলেরই ভালোবাসা ভালোলাগা কাজ করে সব সময় প্রকৃতিকে কখনো নষ্ট করা উচিত নয় বরাবরই তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা উচিত বলে আমি মনে করি এতে করে আমাদের আশেপাশের পরিবেশ আরো বেশি সুন্দর হয়। আপনার শখের ছাদ বাগান দেখে খুবই ভালো লাগলো দারুণভাবে আপনি আপনার ছাদ বাগান সাজিয়েছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার ছাদ বাগান আপনার ভালো লেগেছে এবং অনেক গুছিয়ে মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার ছাদ বাগানে দেখছি অনেক সুন্দর সবজি বাগান তৈরি করেছেন আপু। আসলে এখন সবজির যেমন দাম হয়েছে তাতে এই ধরনের বাগান সবারই করা উচিত। আপনার বাগানে তো দেখছি অনেক সুন্দর শসা এবং করলা হয়েছে।
মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই।