রেসিপি পোস্ট ||| রুই মাছ ও টমেটোর মজাদার তরকারি ||| original recipe by @saymaakter.

in আমার বাংলা ব্লগ6 days ago

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_F7BCDCB1-9584-4B5A-8CF2-DE66898D5F9C.jpeg


বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবসময় চেষ্টা থাকে আপনাদের মাঝে নতুন ও ভিন্ন ধরনের ব্লগ লেখার।আমি আজ আপনাদের মাঝে রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক ভালো লাগে এবং সেই রেসিপিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে সুন্দর সুন্দর মন্তব্য পেতে আরো বেশি ভালো লাগে।

শীতকাল মানেই মজার মজার সবজি। শীতকালে যে কোনো রেসিপিতে যদি টমেটো এড করা হয় তবে সেই রেসিপির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। টমেটো সবাই পছন্দ করে। আমারও অনেক পছন্দ।টমেটো দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে স্বাদে অতুলনীয়।টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিন বিদ্যমান।টমেটোর সালাত যেমন খেতে অনেক মজা।তেমনি টমেটো দিয়ে নানান রকমের রেসিপি তৈরি করা যায় টমেটোর সস টমেটোর আচার।আমি আজ আপনাদের "রুই মাছ ও টমেটোর মজাদার তরকারি" রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক।

উপকরণ সমূহ :-

১। টমেটো।
২।রুই মাছ।
৩।কাঁচা মরিচ।
৪।পেঁয়াজ।
৫।হলুদের গুঁড়ো।
৬। মরিচের গুঁড়ো।
৭। ধনিয়া গুঁড়ো।
৮।জিরা গুঁড়ো।
৯।লবণ।
১০।তৈল।

Messenger_creation_84CE9AA8-3A47-4EE9-89F5-8BB73C0BA4CB.jpegMessenger_creation_F53EF05E-6A49-43BA-A3EB-E39FA4C75A23.jpeg
Messenger_creation_EC34A1E9-2949-4BD2-81DA-C0A733CC9C76.jpegMessenger_creation_BF453B37-19D9-4FEE-99BC-DAD5699A325E.jpeg
Messenger_creation_A13096A9-9F67-4D87-A902-66124C0CD20B.jpegMessenger_creation_33812030-B11E-46B1-AE22-7E4A1EB4AEA1.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🍲প্রথম ধাপ🍲

Messenger_creation_48CF5E8D-3DA7-4885-BAFD-C1D635451745.jpeg

টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।

🍲দ্বিতীয় ধাপ🍲

Messenger_creation_BAF06BCD-CDB2-4B47-8CCF-3AA02C26FA93.jpeg

এবার টমেটো গুলো কেটে নিয়েছি।

🍲তৃতীয় ধাপ🍲

Messenger_creation_44F80F4E-F345-470E-A4C8-6309E9145627.jpeg

কেটে নেওয়া টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ।

🍲চতুর্থ ধাপ🍲

Messenger_creation_86CFA36A-5788-4AE6-A6C7-4C8D5797F7FB.jpeg

এবার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।

🍲পঞ্চম ধাপ🍲

Messenger_creation_7E513992-435A-47E2-8686-620D783AB1C4.jpeg

পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছগুলোতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিয়েছি।

🍲ষষ্ঠ ধাপ🍲

Messenger_creation_7101481C-338B-4A36-AADA-B0EDFDB935C7.jpegMessenger_creation_6CC10320-F8D7-486D-BC67-C43ECF93576E.jpeg

এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো ভেঁজে নিয়েছি।

🍲সপ্তম ধাপ🍲

Messenger_creation_5BC287B6-6BFF-46F7-8938-2C2794C61F4C.jpegMessenger_creation_95F7BDD6-B06C-4C66-8555-310EFFC9AA3A.jpeg

ফ্রাই পেনে মরিচ কুঁচি,পেঁয়াজ কুঁচি, লবণ তেল ও অন্যান্য মসলার উপকরণ দিয়ে ভেঁজে নিয়েছি।

🍲অষ্টম ধাপ🍲

Messenger_creation_16F304E9-2991-41C9-B307-67CFCC7B5370.jpegMessenger_creation_F1B00A05-1793-4657-BB0A-C4667F9FDADA.jpeg

ভেঁজে নেওয়া মসলার উপকরণের ভিতরে টমেটো গুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি।

🍲নবম ধাপ🍲

Messenger_creation_AD5E1768-1370-49B3-B00A-0619EE6EE015.jpegMessenger_creation_09690F8E-76D5-4F1D-AE85-656D6FE2D312.jpeg

এবার কষিয়ে নেওয়া টমেটোতে সামান্য পানি দিয়ে আবারো কষিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

🍲দশম ধাপ🍲

Messenger_creation_0DF9F49C-BE1E-4356-8023-A13C16ED1945.jpegMessenger_creation_65439E51-56A5-4916-A20E-2586F4FCD9AA.jpeg

Messenger_creation_AD096DD8-9443-431C-9214-30863A282A76.jpeg

এবার টমেটোর পানি কিছুটা কমে গেলে তার ভেতরে ভেঁজে নেওয়া মাছগুলো দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আরো কিছুক্ষণ অপেক্ষা করেছি তারপর হয়ে গেল আমার "রুই মাছ ও টমেটোর মজাদার তরকারি" রেসিপি। এবার এই রেসিপির একটি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP4nzJHvyFdzXKBvR5yvy7mWnZhtTFxeEqVW2ebw9nc5BHEfijpFBefaR2PensEKp7jToZ21Hev.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 5 days ago 

প্রথমত শীতকালীন টমেটো। তারপর আবার রুই মাছ। দেখেই মনে হচেছ যে বেশ সুস্বাদু হয়েছিল আজকের রেসিপিটি। আপনি বেশ সুন্দর করে রেসিপির ধাপ গুলো আমোদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 days ago 

জি আপু রেসিপিটি খেতে অনেক মজাদার ও সুস্বাদু ছিল।

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 6 days ago 

রুই মাছ ও টমেটোর মজাদার তরকারি দেখেই খেতে ইচ্ছা করছে।আপনাকে রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

আমার রেসিপি আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 6 days ago 

রুই মাছের মজাদার রেসিপি দেখতে পেয়ে খেতে ইচ্ছা করছে। আমি রুই মাছের রেসিপি খুবই পছন্দ করি। যার কারণে রুই মাছের রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করে। আপনার রেসিপিটা দেখে ভালো লাগলো।

 3 days ago 

রুই মাছের রেসিপি আপনার পছন্দের শুনে অনেক ভালো লাগলো।

 6 days ago 

শীতের সময়ে এই রেসিপি আমার সবচেয়ে বেশি খাওয়া হয়। টমেটো যেমন পছন্দ তেমনি রুই মাছ ও পছন্দ। টমেটো দিয়ে এভাবে রুই মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার এমন লোভনীয় রেসিপি দেখেই খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 days ago 

আমার রেসিপিটি আপনার কাছে লোভনীয় লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 6 days ago 

Screenshot_2025-01-26-23-04-54-047_com.peak.jpg

Screenshot_2025-01-26-23-03-08-378_com.android.chrome.jpgScreenshot_2025-01-26-22-56-22-093_com.coinmarketcap.android.jpg
 5 days ago 

শীতের টমেটো মানে প্রতিটা রেসিপির স্বাদ। টমেটো দিয়ে যেকোনো রেসিপি রান্না করলেই খেতে অনেক মজা লাগে। আজ আপনার 🍅 রুই মাছের রেসিপিটি দেখেই অনেক লোভনীয় লাগছে। বুঝা যাচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছিল। নিশ্চয়ই পরিবার সবাই খেয়ে অনেক সাপোর্ট করেছে।

 5 days ago 

রুই মাছ ও টমেটোর মজাদার রেসিপি শেয়ার করেছেন। আমাদের গ্ৰামাঞ্চে একটা কথা প্রচলিত আছে যে মাছের মধ্যে রুই আর শাঁকের মধ্যে পুঁই। আপনি আজকে রুই মাছের সাথে টমেটো মিশ্রণ করে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

 5 days ago 

টমেটো যে কোন রেসিপিতে দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।আপনি সুস্বাদু রুই মাছ দিয়ে টমেটোর মজাদার রেসিপিটি করেছেন। ভীষণ লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। দেখেই লোভ লেগে যাওয়ার মতো রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 3 days ago 

আমার রেসিপিটি আপনার কাছে লোভনীয় লেগেছে। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 6 days ago 

যে কোন ধরনের মাছের রেসিপির মধ্যে টমেটোর মিশ্রণ থাকলে অবশ্যই মজাদার হবে। আপনার তৈরি করা মাছ ও টমেটোর মজাদার রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি শীতকালীন সবজি ব্যবহার করে এতো সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। বেশ দারুন হয়েছে রেসিপি টি।

 3 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 101868.68
ETH 3242.54
SBD 3.98