জেনারেল রাইটিং ||| উপকারের প্রতিদানে কষ্ট পেতে হয় ||| original writing by @saymaakter.
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাজের ব্যস্ততা ও সমস্যার মাঝে ও সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে কাজের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার জন্য।আমার বাংলা ব্লগ সব সময় কাজের নিয়ম ঠিক আছে কিনা সেটাই প্রাধান্য দেয়।
আজ হাজির হলাম আপনাদের মাঝে জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। বাস্তবতাকে তুলে ধরতে পারলে অনেক ভালো লাগে তাই তো চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে বাস্তব সম্মত কিছু কথা উপস্থাপন করার জন্য।"উপকারের প্রতিদানে কষ্ট পেতে হয়" মানুষ মানুষের জন্য কথাটি একদম সত্য এবং বাস্তব। তাইতো আমরা সব সময় চেষ্টা করি একজন আরেকজনের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ার জন্য।
আর এটিই আমাদের করা উচিত। কারণ আমরা মানুষ আমাদের বোঝার ক্ষমতা আবেগ অনুভূতি ও মনুষত্ববোধ আছে। যার কারণে আমরা আশেপাশের সমাজের বিভিন্ন রকম মানুষের কোন সমস্যা হলে দূর থেকে দেখে বসে থাকতে পারেনা।একটি সময় ছিল আগবাড়িয়ে কিছু করলে তার প্রতিদানে পুরস্কার দেওয়া হতো। কিন্তু এখনকার বর্তমান সমাজ তার উল্টোটা।এখন কারো বিপদে সাহায্য করতে গেলেও ভয় লাগে। বারবার মনে হয় হয়তোবা এখানে কিছু করতে গেলে আমি বিপদে পড়বো। কারণ এমনটা ঘটনার সমাজে অনেক দেখা যাচ্ছে। যার কারণে মানুষের মন-মানসিকতা ও চেঞ্জ হয়ে গেছে।কাউকে উপকার করলে সত্যিই অনেক ভালো লাগে এবং সেই উপকারীর উপকৃত ব্যক্তি যদি একটু ভালো থাকে তাহলে মন্দ কিসের।
কিন্তু সমাজের কিছু লোক আছে যার কারণে অন্যান্য লোকজনের ও মন মানসিকতা পরিবর্তন হয়ে যায় ।আজকাল উপকার করতে গেলে একটি সময় বড় ধরনের বাঁশ খেতে হয়। আর সেখান থেকে সম্পর্কের শত্রুতা সৃষ্টি হয়। দুই ব্যক্তির মধ্যে যে সুসম্পর্ক ছিল সেখান থেকে শুরু হয় শত্রুতা। যে সম্পর্কগুলো ছিল মধুর মায়া মমতা ভালবাসায় ও যত্নে সেই সম্পর্ক গুলো এক নিমিষেই ভেঙ্গে যায় সামান্য কারণে। কাউকে উপকার করে যদি কষ্টই পেতে হয় তবে কেন এই উপকার। আর এজন্যই মানুষ মানুষকে উপকার করা অনেকটাই ভুলে গেছে এবং ভয় পায়। আর সম্পর্ক গুলো এখান থেকেই দূরত্ব সৃষ্টি হয়।
তবে মানুষকে উপকার করলে আগে থেকে মনের ভেতরে কষ্ট পাওয়া জায়গাটুকু শক্ত ও জোরালো ভাবে ঠিক রাখতে হবে। তাহলে হয়তোবা আর কষ্ট পেতে হবে না। যা আমি তাকে উপকার করলাম বিনিময়ে সে আমাকেএক বুক কষ্ট দিয়ে গেল। তারপরও মানুষ মানুষের জন্য। আমরা কষ্ট পেলেও চেষ্টা করি অন্যের ক্ষতি না করে উপকারটুকু করার জন্য। আজ যাচ্ছি অন্য কোনদিন আবারও হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
একদম ঠিক কথা বলেছেন আপু, এখনকার সময়ে কারোর উপকার করতে গেলে তার পরিবর্তে বাঁশ খেতে হয়। উপকার করা ভালো। মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের বিপদে এগিয়ে যাবে এটাই স্বাভাবিক। মানুষকে সাহায্য করতে পারলে মনের মধ্যে ভালো লাগা কাজ করে। সাহায্য করার পরিবর্তে যখন মানুষ উপকারের থেকে অপকারটাই বেশি পাই তখন আসলে আর কারোর উপকার করতে ইচ্ছা করে না। দারুন একটি টপিক নিয়ে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্ট পড়ে ভালো লাগলো আপু।
সুন্দর মন্তব্য করে কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।
আসলে কাউকে উপকার করতে আমার খুব ভালো লাগে। কারণ উপকার করতে পারলে মনের মধ্যে ভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে উপকার করলে বাঁশ খেতে হয়। অর্থাৎ উপকারের প্রতিদানে ঠিকই কষ্ট পেতে হয়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি একদমই ঠিক বলেছেন ভাই। আপনার সঙ্গে একমত।
উপকারী ব্যক্তির সব সময় অবহেলা শিকার হবে এবং অতিরিক্ত মায়ার কারণে কষ্টের শিকার হবে। আমাদের চারপাশে যে সমস্ত সজাগ সচেতন ভালো মানের মানুষগুলো আমার দেখে থাকি তারা সব সময় অন্যের উপকারে এগিয়ে আসে কিন্তু তারপরে নামে অনেক কথা শুনতে হয় তাদের। তবুও তারা নিজেকে নিজেই সান্ত্বনা দেয় আমার দ্বারা অন্যের ক্ষতি তো হয়নি।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
এটা হচ্ছে বাস্তবতা। আসলে মানুষকে উপকার করতে নেই। উপকারের প্রতিদান হিসেবে কষ্ট পেতে হয়। মানুষের সাথে যত কম লেনদেন করা যায় ততই ভালো। মানুষের যত উপকার করা যাবে যত লেনদেন করা যাবে ততই মানুষ চিনতে আমরা ভুল করবোনা। আপনার এত সুন্দর একটি অভিজ্ঞতা সম্পন্ন পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করার জন্য।
এটা খুব সত্যি কথা আপু,আজকাল মানুষের উপকার করতে গেলে অপকারই হয়।আগের দিন আর নেই এখন।আগে মানুষ বিপদে পরলে সাহায্য করতে গেলে পুরষ্কার দেয়া হতো।আর এখন কারো উপকার করতে গেলে উল্টো বিপদে পরতে হয়।তারপরেও তো আমরা মানুষ। মানুষ মানুষের জন্য ই তো।তাই মনোবল শক্ত করে মানুষের বিপদে দাঁড়াতে হবে।
গঠনমূলক মন্তব্য করে কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
আসলে আমি মনে করি কাউকে উপকার করলে তার থেকে সম্পূর্ণভাবে কোন কিছু আশা করাটা সবচেয়ে বড় বোকামি। আর এটা প্রাকৃতিক সত্য উপকার করলে পরবর্তীতে কষ্ট সহ্য করতে হয়। মাঝে মাঝে এমন পরিস্থিতি চলে আসে উপকার না করে উপায় থাকে না। তবে পরবর্তীতে উপকারের ফল কষ্ট সহ্য করতে হয়।
ঠিক বলেছেন অনেক সময় আসলে উপকার না করে থাকা সম্ভাব হয় না।
https://x.com/mst_akter31610/status/1884275865921675475?t=PO_CLqjc3C4myyysAmVpWw&s=19
আসলে এই জিনিসটা পুরোই একটি বাস্তব জিনিস। কেননা এই পৃথিবীতে প্রতিনিয়ত যে মানুষটি অন্য মানুষের উপকার করেছে ঠিক সেই মানুষগুলো একটা সময় তাদের অপকার করেছে। আর এই ধরনের চিন্তাভাবনা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং মানুষের ভালো করতে হবে।
অনেক সুন্দর ও গুছিয়ে মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দাদা।
"উপকারের প্রতিদানে কষ্ট পেতে হয় ।এটি সত্যিই একটি বাস্তববাদী ভাবনা। অনেক সময় আমরা অন্যদের সাহায্য করি বা উপকার করি।কিন্তু এর ফলস্বরূপ আমাদের যে কষ্ট বা আঘাত পেতে হয় ,তা অনেকেই অনুভব করে না। এটা জীবনের এক কঠিন দিক, যেখানে উপকারের জন্য আমাদের নিজের কাছে মূল্যবোধ, আশা এবং সম্পর্কের দিকেও চাপ সৃষ্টি হতে পারে। তবে, এর মধ্যেই মানুষের প্রকৃত মনুষ্যত্ব এবং সহানুভূতির শক্তি ফুটে ওঠে।
অনেক সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।