স্বরচিত কবিতা ||| পুস স্বপ্নের প্রেরণা ||| original poetry by @saymaakter.
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মত আবারো হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি পোস্ট নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে।আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হতে। আজও তার ব্যতিক্রম নয়।কবিতা মনের অনুভূতির ফসল। মন থেকে কোন কিছু ভালো না বাসলে আবেগ আসে না। আবেগ অনুভূতি দিয়েই সুন্দর করে কবিতা লেখা সম্ভব।
পুস আমাদের নিজস্ব কয়েন। পুসকে কেন্দ্র করে আমাদের সকলের অনেক স্বপ্ন আশা। পুসকে আমরা অনেক ভালবাসি। পুস দুর্বার গতিতে এগিয়ে যাক সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকএটা আমাদের সকলের চাওয়া। আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পুসের মাধ্যমে পূরণ হোক।
আমাদের সকলের প্রিয় আর্মি দাদা শখের বসে পুস কয়েন নিয়ে এসেছে। আর এই পুস কয়েন আমাদের সফলতা ও সৌভাগ্যের সিঁড়িতে পৌঁছে দিবে একদিন। এক বুক আশা নিয়ে সবাই স্বপ্ন দেখে। মানুষের যখন যার প্রতি ভালোবাসা বেশি তাকে নিয়ে আশা ও স্বপ্ন বেশি দেখে। আর স্বপ্নগুলো যখন একদিন পূরণ হয় তখন সেই মানুষটির যার মাধ্যমে স্বপ্ন পূরণ হয়েছে তার প্রতি আস্থা আরো বেশি বেড়ে যায়।পুসের প্রতি ভালবাসা থেকে আমার আজকের এই কবিতা চলুন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেওয়া যাক।
সেই তারার স্বপ্নগুলো মনের ভেতর রাখি।
ঘুমের ভেতর স্বপ্নে
যখন বিভোর থাকি,
মনের ভিতর পুস
নিয়ে কত আলপনা আঁকি।
আছি তোমার সঙ্গে ,
তোমাকে তুলনা করবো না
অন্য কিছুর সাথে।
তুমি নক্ষত্র তারা,
তুমি আছো এই হৃদয়ে
মনের ছোট্ট গহীনে।
তোমাকে নিয়ে স্বপ্ন,
আশা নিয়ে বেঁধেছি বাসা,
পুস তুমি করবেনা হতাশা।
দুর্বার গতিতে এইতো বিশ্বাস,
পুসের মাঝে আস্থা গড়ি,
জীবন চলার প্রেরণা।
স্বপ্নগুলো তখন বাঁধে বাসা
তোমার মাঝে খুজে পাই
সকল সুখের স্বপ্ন প্রেরণা।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1880117520776196600?t=D49aCqR7N4DUofZkiBqWog&s=19
আমাদের সবার প্রিয় পুসকে নিয়ে আপনি আজকে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আমার কাছে আপনার লেখা এই কবিতাটা পড়তে অনেক ভালো লেগেছে। বিশেষ করে কবিতাটা লেখার টপিক অনেক সুন্দর ছিল। পুস আসলেই আমাদের স্বপ্নের প্রেরণা। আর এটা নিয়েই কবিতাটা লিখলেন। মনটা ভালো হয়ে গেলো পুরো কবিতা পড়ে।
আমার কবিতা পড়ে আপনার মনটা ভালো হয়ে গেছে। শুনে অনেক ভালো লাগলো আপু।
আপনার লেখা আজকের এই পুস স্বপ্নের প্রেরণা কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
সত্যি আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।
বাহ আপু আপনি তো পুস নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।পুস স্বপ্নের প্রেরণা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমরা সবাই পুস নিয়ে অনেক স্বপ্ন দেখছি। পুস আমাদের সেই স্বপ্ন একদিন করবে। ভালো লাগলো আপনার অসাধারণ কবিতাটি পড়ে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমার কবিতাটি আপনার ভালো লেগেছে।
আসলে একেবারে বাস্তবিক একটি কথা বলেছেন আপনি৷ একেবারে সুন্দর কিছু কথাকে আজকে আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে পুস এর ভবিষ্যৎ নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে আমাদের এই কয়েনকে নিয়ে যেভাবে আপনার সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন তা পড়ে খুবই ভালো লাগলো৷
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে তার মনে আমার চেষ্টা সার্থক।
পুসকে কেন্দ্র করে দারুণ একটি কবিতা লিখেছেন আপু। আসলেই পুসকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে। পুস একদিন অনন্য উচ্চতায় পৌঁছে যাবে, সেই কামনা করছি। যাইহোক কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।