"DIY"এসো নিজে করি"জোসনা রাতের চিত্র || 10% Beneficiary To @shy-fox
21-10-2021
৫ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
প্রসঙ্গঃ"জোসনা রাতের চিত্র অংকন"
হ্যালো বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে প্রথমবারের মতো নিজ হাতে "জোসনা রাতের চিত্র অংকন তৈরি করে"আপনাদের দেখাবো। আশা করি খুব ভাল লাগবে, তো চলুন দেখে নেয়া যাক।
★জোসনা রাতের চিত্র অংকন★
জীবনের এই প্রথমবার নিজ হাতে তৈরি করলাম জোসনা রাতের চিত্র অংকন। জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি জোসনা রাতের চিত্র অংকনটা আপনাদের অনেক ভালো লাগবে।
★উপকরণ★
- কাগজ
- রাবার
- স্কেল
- পেন্সিল
★ধাপ ১★
★ধাপ ২★
★ধাপ ৩★
★ধাপ ৪★
★ধাপ ৫★
★ধাপ ৬★
★ধাপ ৭★
★ধাপ ৮★
★ধাপ ৯★
★ধাপ ১০★
আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
শুভেচ্ছান্তে :-
@sangram5
আমার পরিচয়
আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।
দক্ষ হাতের অসাধারণ অংকন । অঙ্কনটি অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে আপনার প্রত্যেকটি ছবি অংকনটিকে অনেক প্রাণবন্ত করেছে।
আপনার সুন্দর গোছানো মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাই।
আপনার চিত্র অঙ্কনটি অসাধারণ হয়েছে ভাইয়া,, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি তুলে ধরার জন্য 😊
ধন্যবাদ আপনাকে গঠনমূলক কমেন্ট করার জন্য।
জ্যোৎস্না রাতের চিত্রটি ভালো হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে। সামনে ভালো কিছুর কামনা করি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার গঠনমূলক কমেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া।
জ্যোৎস্না রাতের অনেক সুন্দর একটি চিত্র পেন্সিল দিয়ে একেছেন।আর সব গুল ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে উপস্থাপন করেছেন।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া।
জোসনা রাতে চিত্রটি আসলেই অনেক সুন্দর হয়েছে ভাইয়া। এই কয়েকটি ধাপ এর মাধ্যমে যে এত সুন্দর চিত্রাংকন করা সম্ভব তা আপনি দেখি এবং বুঝিয়ে দিয়েছেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা ভাইয়া।
আপনার সুমিষ্টিমূলক কমেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া।
বাহ অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন তো। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছেন। চেষ্টা করতে থাকুন চেষ্টা চালিয়ে যান আরো সুন্দর ভাবে আর্ট করতে পারবেন আশা করি
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এইরকম চিত্রাঙ্কন পেন্সিল দিয়ে করলে সত্যিই অনেক বেশি সুন্দর হয়। অনেক সুন্দর করে আপনার কাজটি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
আপনার গঠনমূলক কমেন্ট করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।
অনেক চমৎকার ভাবে একটি চিত্রটি অঙ্কন করেছেন। আপনার অঙ্কন অনেক ভালো ভাগছে
আপনি অনেক মেধাবী
ধন্যবাদ আপনাকে সুন্দর মূলক কমেন্ট করার জন্য।
আসলে আপনি নিজের দক্ষতা খাটিয়ে জোসনা রাতের চিত্র অঙ্কন করেছেন। যা ছিল অপরূপ সৌন্দর্য। জ্যোৎস্নারাতে আসলে অনেক ভালো লাগে। ছোট বেলায় জোসনা রাতের জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। অনেকে খেলাধুলা করতাম। আপনি শৈশবের কথা মনে করায় দিলেন। খুবই ভালো ছিল আপনার উপস্থাপনা
ভাইয়া জোসনা রাতের অংকন টি অসাধারণ হয়েছে। জোসনা রাত মানেই আলো ঝলমলে সুন্দর একটি রাত। এরাতে মনে আসে বিভিন্ন আলপনা কল্পনা। সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভাই আপনার এই পোস্টটি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।