বাবার এইচএসসি মিলন মেলায় কাটানো কিছু মুহূর্তের অনুভূতি

আসসালামুয়ালাইকুম আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে বাবার এইচএসসি মিলন মেলায় কাটানো কিছু মুহূর্তের অনুভূতি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।


IMG-20240701-WA0000.jpg

বেশ কিছুদিন ধরে আমি আমার বাবার কাছে থেকে শুনছিলাম যে, আমার বাবার এস এস সি ব্যাচ ১৯৯৫ এর একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে।আমি এই কথা শুনার পর যাওয়ার জন্য আমার বাবার কাছে বেশ কয়েকবার বলছিলাম, কিন্তু আমার বাবা প্রথম অবস্থায় আমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি ছিলেন না। কিন্তু পরবর্তীতে এই কষ্ট করে বুঝানোর পর আমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম কোন দিন হবে সেই মিলন মেলা। আসলে আমার যাওয়ার আগ্রহ হ ওয়ার মূল কারণ হলো আমি আমার বাবার সকল বন্ধুবান্ধবদের সাথে দেখা করতে পারবো।আর তাদের সাথে দেখা করলে অনেক বেশি ভালো লাগবে।

IMG-20240701-WA0004.jpg

IMG-20240701-WA0005.jpg

অবশেষে দীর্ঘ সময় অপেক্ষা করার পর মিলন মেলার দিন চলে আসে। সেদিন আমরা খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। আমার আম্মু একটু তাড়াতাড়ি উঠে আমাদের জন্য কিছু রুটি পিঠা তৈরি করেছিল। আমরা একটু ফ্রেস হয়ে রুটি গুলো খেয়ে নিলাম। রুটি খাওয়া শেষে গোসল করে মিলন মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। মূলত এই মিলন মেলা টি রংপুর শহরের পুলিশ পার্কের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে আমাদের সাথে আমার আম্মু ও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমার আম্মু ও রেডি হয়ে যায়। এরপর আমরা সকলে মিলে একটি গাড়ি ঠিক করে চলে গেলাম সেই মিলন মেলার মধ্যে। আসলে আমাদের বাসা থেকে মিলন মেলা অনুষ্ঠানের দুরুত্ব ছিল প্রায় পনের কিলোমিটার দূরে।

IMG-20240701-WA0007.jpg

গাড়ি ওয়ালা আমাদের কে অল্প কিছু সময়ের মধ্যে মিলন মেলা অনুষ্ঠানের মধ্যে গিয়ে পৌঁছে দেয়। আমাদের বাসা থেকে অনুষ্ঠানের মঞ্চে যেতে প্রায় আধঘন্টা সময় লেগেছিল। এরপর আমরা সোজা অনুষ্ঠানের মঞ্চে গিয়ে বসলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম আমার বাবার সকল বন্ধুবান্ধব চলে এসেছিল। আমার বাবা আমার বাবার সকল বন্ধুবান্ধবদের সাথে দেখা করছিল এবং তাদের সাথে ভালো মন্দ কথা বলছিল।আর আমি এবং আমার আম্মু মঞ্চের চেয়ারে বসে অনুষ্ঠান উপভোগ করছিলাম। অনুষ্ঠানটি দেখতে বেশ ভালো লাগছিলো আমার কাছে। অনুষ্ঠানের নাচ, গান ও কৌতুক হয়েছিল।আমি এবং আমার আম্মু মনযোগ সহকারে অনুষ্ঠান উপভোগ করছিলাম।

IMG-20240701-WA0016.jpg

এরপর আমার আমার আম্মুর কাছে এসে বসে পড়ে। এখন আমরা আমি ,আমার আম্মু এবং আব্বু একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছিলাম। বেশ কিছুক্ষণ সময় অনুষ্ঠান চলার পর খাবার বিরতি দিয়ে দেয়। মূলত সকলের জন্য খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা হয়েছিল। এরপর আমরা সকলে মিলে খাওয়ার টেবিলে গিয়ে বসে পড়লাম। আসলে আমি সব দিক দিয়ে পিছিয়ে থাকলেও, খাওয়া দাওয়ার দিক দিয়ে একটুও পিছিয়ে নেই।আমি খাওয়া দাওয়া করার সময় সব সময় এক ধাপ এগিয়ে আছি। বেশ কিছুক্ষণ সময় এর মধ্যে আমাদের কে খাবারের প্লেট দিয়ে দেয়।আর এই খাবারের প্লেটের মধ্যে বিরিয়ানি ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করি অল্প সময়ের মধ্যে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্য সকলের কাছে বিদায় নেই। বেশ দুর্দান্ত একটি সময় উপভোগ করেছি এই অনুষ্ঠানের মধ্যে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

DeviceInfinix hot 10
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 5 days ago 

বেশ উপভোগ করেছিলেন মনে হচ্ছে। আসলে আমরা নিজের বাবা-মা কে একরকম দেখি, কিন্তু তারা তাদের তারুণ্যে অন্যরকম ছিলেন, যা দেখতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15