কবিতাটি পড়ে সত্যিই এক অন্য রকম অনুভূতি হলো। বালিকার নির্দোষ প্রেমের প্রথম অনুভূতির যে গভীরতা, তা যেন প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে ছিল। লেখক খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন শিশুকালের সেই শিহরণ, যেটি কখনোই সরল বা সরাসরি হয় না, বরং একধরনের অজানা সৌন্দর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়। "তবে একদিন সে জানবে এটাই ছিল তার প্রথম রঙিন সকাল" এই লাইনটি সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। আমাদের মধ্যে অনেকেই হয়তো একসময় এই অনুভূতিগুলোর মধ্য দিয়ে গিয়েছি, তবে কবিতা এটি সুন্দরভাবে ধারণ করেছে। আমাদের সাথে এমন একটি মাধুর্যপূর্ণ কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি ।